স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?

আসরের বড় দুটি পুরস্কার গেছে তামিমের ঝুলিতে। ছবি : সংগৃহীত
আসরের বড় দুটি পুরস্কার গেছে তামিমের ঝুলিতে। ছবি : সংগৃহীত

ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ ‍প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। আসরের সেরা ব্যাটার ও সেরা খেলোয়াড় হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন।

শুক্রবার (১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেট হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।

বরিশালকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই রান করেছেন অধিনায়ক তামিম। দল জিতেছে শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্ট সেরা। শিরোপার পাশাপাশি অর্থ পুরস্কারও মিলেছে বরিশাল, তামিম সহ অন্য বিভাগের সেরাদের ঝুলিতে। চ্যাম্পিয়ন, টুর্নামেন্ট সেরাসহ ব্যাটে-বলে আলো ছড়িয়ে সেরা হওয়া বাকিরা কে টাকা পুরস্কার পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক:

চ্যাম্পিয়ন: প্রথমবারের মতো শিরোপা জিতে পুরস্কার হিসেবে ফরচুন বরিশাল দল পেয়েছে ২ কোটি টাকা।

রানার্সআপ: হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ১ কোটি টাকা।

আসরের সেরা খেলোয়াড়: ব্যাটে ও নেতৃত্বে আলো ছাড়িয়ে বরিশালকে শিরোপা জেতানো তামিম ইকবাল হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আসরের সেরা পারফর্মার হিসেবে তার ঝুলিতে উঠেছে ১০ লাখ টাকার পুরস্কার। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন।

সেরা ব্যাটার: আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পাঁচ লাখ টাকাও পেয়েছেন বরিশাল অধিনায়ক। বিপিএলে ১৫ ইনিংসে তিন ফিফটিতে ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেন অভিজ্ঞ এই ওপেনার। যা বিপিএলের ইতিহাসের এক আসরে দেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ: বরিশালের বিপিএল ফাইনাল জয়ে সবচেয়ে বেশি অবদান ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্সের। বল হাতে ১ উইকেট নেওয়ার পর লক্ষ্য তাড়ায় ৩০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করা কাইল মেয়ার্স জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফাইনাল সেরার পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা পেয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

সেরা ফিল্ডার: টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার তিন লাখ টাকা পেয়েছেন দুর্দান্ত ঢাকার নাঈম শেখ।

সেরা বোলার: দল মাত্র এক ম্যাচ জিতলেও দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ছিলেন বল হাতে দুর্দান্ত। সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পাঁচ লাখ টাকা স্বাভাবিকভাবেই গিয়েছে তার পকেটে। ১২ ইনিংসে তার শিকার ২২ উইকেট। যা বিপিএলের এক আসরে পেসারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

১০

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

১১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

১২

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

১৩

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১৪

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১৫

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১৬

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৭

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৮

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

২০
X