স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

বিশ্বকাপে নাও দেখা যেতে পারে পাকিস্তানকে । ছবি : সংগৃহীত
বিশ্বকাপে নাও দেখা যেতে পারে পাকিস্তানকে । ছবি : সংগৃহীত

ক্রিকেট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের দ্বৈরথ থামছেই না। পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। তাদের জন্য শ্রীলঙ্কায় ভেন্যু ঠিক করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু এবার পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলছেন, ভারত এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবিতে অনড় থাকলে তারা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না।

বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য চিন্তা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই পরিকল্পনা আগামী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাতেই উত্থাপন করা হতে পারে। ডারবানের ওই সভায় পাকিস্তানের পক্ষে এই প্রস্তাব দেওয়ার কথা দেশটির ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকা আশরাফের।

আর এই পরিকল্পনার মূলে পাকিস্তান সরকারের ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি। সংবাদমাধ্যম পিটিআই সূত্রে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

অবশ্য মূল জটিলতার শুরু এশিয়া কাপের আয়োজন কেন্দ্র করে। এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান হলেও সেখানে গিয়ে ভারত খেলতে অপারগতা জানিয়েছে। পরে নানা জটিলতার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হয়। এই নিয়মে মূল আয়োজক দেশ পাকিস্তানে হবে মাত্র ৪ ম্যাচ। আর বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় হবে টুর্নামেন্টের বাকি ৯ ম্যাচ।

এশিয়া কাপের জন্য এমন কিছু বাধ্য হয়ে মেনে নিলেও বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডে এবং দেশটির সরকার একদণ্ড ছাড় দিতে নারাজ। ভারতের এশিয়া কাপের মতোই পাকিস্তানের বিশ্বকাপও নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যেতে চান দেশটির ক্রীড়ামন্ত্রী।

নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলা প্রসঙ্গে দেশটির মন্ত্রী আহসান মাজারি বলেছেন, ‘যখন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আসবে না, তখন কেন পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারবে না—জাকা আশরাফ এ ব্যাপারই (আইসিসি সভায়) কথা বলবে।

তিনি আরও বলেন, ‘এশিয়া কাপের জন্য ভারত যদি দল পাঠাতে না চায়, তাহলে আমিও বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চাই। ভারতীয় বোর্ডের মতে, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে ঝামেলা থাকলে, তাহলে আমরাও ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে পারি।’

বর্তমান পরিস্থিতিতে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা তার পুরোটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গড়া বিশেষ কমিটির ওপর। ১১ সদস্যের সেই কমিটির একজন ক্রীড়ামন্ত্রী মাজারি। কমিটির প্রধান হিসেবে আছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। যদিও এই কমিটির বেশির ভাগই ভারতে না যাওয়ার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।

পিসিবির এমন শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কারও কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X