সিলেটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে আগে ব্যাট করবে আফগানিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শক্তিশালী একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
ওপেনার লিটন দাসের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন রনি তালুকদার। টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। লোয়ার মিডল অর্ডার সামলাবেন শামীম হোসেন ও মেহেদী হাসান মিরাজ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর একাদশ: লিটন কুমার দাস (উইকেট কিপার), রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
মন্তব্য করুন