হিসাবটা সহজ। সিলেট টেস্টের লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কাকে দ্রুত অলআউট করতে হতো বাংলাদেশের। তবে তৃতীয় দিনের প্রথম সেশনে লঙ্কান ব্যাটারদের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারেননি স্বাগতিক বোলাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৪ মার্চ) সকালের সেশন ৬ উইকেটে ২৩৩ রানে শেষ করে সফরকারীরা। ফলে লঙ্কানদের লিড ৩২৫ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের গলার কাঁটা হয়ে উঠেছেন ধনাঞ্জয়া ডি সিলভা (৮৫*) ও কামিন্দু মেন্ডিস (৫০*)।
অথচ নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্ডোকে (৪) সাজঘরে ফিরে দিনের শুরুটা দুর্দান্ত করেছিলেন খালেদ আহমেদ। প্রথম সেশনে এটি বাংলাদেশের একমাত্র সাফল্য। সিলেটে মেঘলা আকাশের নিচে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দ্যুতি ছড়াচ্ছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনই প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি।
দুজনের অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটিতে তিনশর বেশি লিড নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এই জুটির সৌজন্যে আরও একবার বড় স্কোরের দিকে যাচ্ছে লঙ্কানরা।
মন্তব্য করুন