স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ ইস্যুতে এক বিন্দুতে ‘জালাল-সুজন’!

মোস্তাফিজুর রহমান, জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজন (ইনসার্টে)। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান, জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজন (ইনসার্টে)। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে সিরিজের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের আলোচনা-সমালোচনা চলছে।

‘আইপিএলে মোস্তাফিজের শেখার কিছু নেই’- বিসিবি পরিচালকের কথা এমন মন্তব্যকে ‘সময়ের সেরা কৌতুক’ বলে উল্লেখ্য করেন সাবেক ক্রিকেটার, দেশ সেরা কোচসহ সাধারণ ক্রিকেটপ্রেমীরা। আলোচিত এ প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। অনেকটা জালাল ইউনুসের সুরে কথা বলেছেন তিনি।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) মিরপুরের হোম অব ক্রিকেকেট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তার থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ক্রীড়া চক্রের বিপক্ষে জয়ের পর ঢাকা আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান। অভিভাবক হিসেবে তিনি (জালাল ইউনুস) যা বলেছেন সেটা মানতে হবে তাকে (সুজনকে)।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় আবাহনী। ম্যাচ শেষে খালেদ মাহমুদ বলেন, ‘কঠিন প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন! দেশ তো সবার আগে, সব সময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, তারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন...। আমি এখন জাতীয় দলের সেট-আপে নেই বলতে গেলে। অপারেশনসের ভাইস-চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না—আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। আমি এ ব্যাপারে কিছু বলব না।’

এরপরই তিনি যোগ করেন, ‘নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই এ মন্তব্য করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে, ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’

আবার ভিন্ন মত পোষণ করে খালেদ মাহমুদ আরও বলেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা দৃশ্য শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে, মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এ রকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন।’

জালাল ইউনুসের মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস-চেয়ারম্যান খালেদ মাহমুদ। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘এটাকে অন্য কিছু মিন (আন্দাজ) করা ঠিক হবে না। দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো ১০টা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা : ভারতীয় সেনাপ্রধান

১০

১৬ মাসের শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

১১

আসন বণ্টন শেষে ইসলামী আন্দোলন নিয়ে যা বললেন জামায়াত আমির

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৩

১১ দলীয় জোটের আসন বণ্টন, ইসলামী আন্দোলন নিয়ে যে সিদ্ধান্ত

১৪

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী 

১৫

ঢাকা ওয়াইএমসিএ-এর নতুন প্রেসিডেন্ট ‘ড্যানিয়েল নির্মল ডি কস্তা’

১৬

শাকসু নির্বাচনের অনুমতি দিল ইসি

১৭

হিন্দু সম্প্রদায়ের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে : ড. ফরিদুজ্জামান 

১৮

কেন কেঁদেছিলেন শাহরুখ কন্যা?

১৯

প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

২০
X