স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ ইস্যুতে এক বিন্দুতে ‘জালাল-সুজন’!

মোস্তাফিজুর রহমান, জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজন (ইনসার্টে)। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান, জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজন (ইনসার্টে)। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে সিরিজের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের আলোচনা-সমালোচনা চলছে।

‘আইপিএলে মোস্তাফিজের শেখার কিছু নেই’- বিসিবি পরিচালকের কথা এমন মন্তব্যকে ‘সময়ের সেরা কৌতুক’ বলে উল্লেখ্য করেন সাবেক ক্রিকেটার, দেশ সেরা কোচসহ সাধারণ ক্রিকেটপ্রেমীরা। আলোচিত এ প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। অনেকটা জালাল ইউনুসের সুরে কথা বলেছেন তিনি।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) মিরপুরের হোম অব ক্রিকেকেট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তার থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ক্রীড়া চক্রের বিপক্ষে জয়ের পর ঢাকা আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান। অভিভাবক হিসেবে তিনি (জালাল ইউনুস) যা বলেছেন সেটা মানতে হবে তাকে (সুজনকে)।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় আবাহনী। ম্যাচ শেষে খালেদ মাহমুদ বলেন, ‘কঠিন প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন! দেশ তো সবার আগে, সব সময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, তারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন...। আমি এখন জাতীয় দলের সেট-আপে নেই বলতে গেলে। অপারেশনসের ভাইস-চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না—আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। আমি এ ব্যাপারে কিছু বলব না।’

এরপরই তিনি যোগ করেন, ‘নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই এ মন্তব্য করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে, ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’

আবার ভিন্ন মত পোষণ করে খালেদ মাহমুদ আরও বলেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা দৃশ্য শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে, মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এ রকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন।’

জালাল ইউনুসের মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস-চেয়ারম্যান খালেদ মাহমুদ। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘এটাকে অন্য কিছু মিন (আন্দাজ) করা ঠিক হবে না। দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো ১০টা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকিং টিপস / ঋণ নেওয়ার আগে যেসব চিন্তাভাবনা জরুরি

বাংলা সিনেমায় মুগ্ধ অনুপম খের

ফের ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

প্রকৃতির আশীর্বাদপুষ্ট ঔষধি নিম

বিসিবির নির্বাচন জিতলে কী কী পদক্ষেপ নেবেন, জানালেন তামিম

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

‘ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না’

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

টানা তিন জয়ে লা লিগার শীর্ষে রিয়াল

১০

মোদি এখন কোথায়?

১১

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

১২

স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

১৩

সৌন্দর্যে ভরে উঠছে ত্রিশালের চেচুয়া বিল

১৪

আজ মুখোমুখি অবস্থানে যেতে পারেন বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীরা

১৫

৩১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

সিঙ্গারে চাকরির সুযোগ, থাকবে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

১৭

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

১৮

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করুন আজই

১৯

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

২০
X