শ্রীলংকায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত ‘এ’ দল। দ্বিতীয় এই সেমিফাইনাল শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়েছে দুই দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি।
ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হলো ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশে বনাম ভারত ম্যাচটি দেখা যাবে টিভির পর্দায়।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতে ম্যাচটি স্টার স্পোর্টস ওয়ানে দেখা যাবে। এ ছাড়া ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে ম্যাচটি স্টার স্পোর্টস থ্রি’-তে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেও সম্প্রচার করা হবে ম্যাচটি । দিনের প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কা খেলছে পাকিস্তানের বিপক্ষে।
মন্তব্য করুন