স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে বিদায় করে যা বললেন বিয়েলসা

মার্সেলো বিয়েলসা। ছবি : সংগৃহীত
মার্সেলো বিয়েলসা। ছবি : সংগৃহীত

এবারের কোপায় ফেভারিট হিসেবে স্বাভাবিকভাবেই ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। অন্য দলগুলোকে ঠিক সেভাবে বিশেষজ্ঞরা গোনায় ধরছিল না। তবে হয়তো তারা ভুলে গিয়েছিল উরুগুয়ের মতো দলের কথা যাদের কোপায় ১৫টি ট্রফি আছে আর দায়িত্বে আছে কোচদের কোচ মার্সেলো বিয়েলসা।

এবার বিয়েলসার নেতৃত্বে উরুগুয়ে কী জিনিস তা হারে হারে বুঝল ব্রাজিল। বিয়েলসার দলের কাছে হেরেই বিদায় নিতে হলো সেলেসাওদের। আর কোচ মার্সেলো বিয়েলসার মতে এই পারফরম্যান্স একদিনে আসেনি।

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার মতে, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে উরুগুয়ের জয়ের সময় দলটির দৃঢ়তা এবং প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছিল। ভিএআর রিভিউয়ের পরে নাহিতান নান্দেজ লাল কার্ড দেখার পরও তারা ১০ জন নিয়েই ব্রাজিলকে রুখে দেয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে তারা ৪-২ ব্যবধানে জয়ী হয়।

বিয়েলসা তার দলের চরিত্রের প্রশংসা করে বলেন, ‘যা কিছু ঘটে, উরুগুয়ের স্টাইলে ঘটে, কারণ খেলোয়াড়রাই দলকে তাদের সবকিছু দেয়।’

যদিও ম্যাচটিতে খুব কম গোলের সুযোগ ছিল এবং এটি খুব প্রতিযোগিতামূলক ছিল, যেখানে পজিশনে খুব কম পরিবর্তন হয়েছিল। নান্দেজের রেড কার্ডের পরে উরুগুয়ে তাদের অর্ধে ডিফেন্স করার জন্য নিজেকে নিবেদিত করেছিল, যা দলের হার না মানা মানসিকতার প্রদর্শন করেছিল। বিয়েলসা যোগ করেন, ‘তাই উরুগুয়ের দলটি যে ফলাফলে ধরে রেখেছিল তা উরুগুয়ের ফুটবলের প্রোফাইল দেখায় এবং তারা পেনাল্টি শ্যুটআউটে খুব শান্ত ছিল যা শুধু নির্ভুলতাই নয় বরং চরিত্রও দাবি করে।

বিয়েলসা তার আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত হলেও, টুর্নামেন্টে উরুগুয়ের ডিফেন্সে শক্তি সমানভাবে মুগ্ধ করেছে। দলটি গ্রুপ পর্বে ৯টি গোল করেছে, যা টুর্নামেন্টে অন্য যে কোনো দলের চেয়ে বেশি এবং ৩টি টানা ক্লিন শিট রেখেছে। এই প্রতিরোধমূলক শক্তিই তাদের কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে নিয়ে গেছে।

বিয়েলসা দলের প্রতিরোধমূলক সাফল্যকে তার নিজের কোচিংয়ের চেয়ে খেলোয়াড়দের অন্তর্নিহিত দক্ষতার ফলাফল হিসেবে দেখেন। তিনি বলেন, আমি আক্রমণাত্মক খেলার চেয়ে প্রতিরোধমূলক খেলার প্রতি বেশি আকৃষ্ট, কিন্তু এই রকম একটি টানটান খেলায় আমরা আমাদের প্রতিপক্ষের চেয়ে এক সুযোগ হলেও বেশি তৈরি করেছি এবং আমরা ভালোভাবে ডিফেন্স করেছি। তিনি স্বীকার করেন- উরুগুয়ের ডিফেন্সের দৃঢতা তাদের ফুটবলের পরিচয়।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্সে উরুগুয়ে যে ক্লিন শিট রেখেছে, তা তাদের ফুটবল মানসিকতা তুলে ধরে। বিয়েলসা জোর দিয়ে বলেন, দলের ক্লিন শিট বজায় রাখার সাফল্য খেলোয়াড়দের ডিফেন্সিভ প্রতিভার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পড়াব : নুর

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

১০

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

১১

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১২

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১৩

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১৪

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১৫

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৬

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৭

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১৮

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৯

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

২০
X