স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হবে দুই জায়ান্টের সেমির একাদশ?

ইংল্যান্ড ও ডাচ ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ও ডাচ ফুটবল দল। ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ইউরো কাপের ফাইনালে ওঠার হাতছানি ইংল্যান্ডের। সেই পথে ইংলিশদের বাধা নেদারল্যান্ডস। ২৮ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের সেমিতে মুখোমুখি হবে দুদল।

এর আগে সর্বশেষ ১৯৯৬ সালের ইউরোর সেমিফাইনালে ডাচদের মুখোমুখি হয়েছিল ইংলিশরা। ১৯৮৮ সালের পর দ্বিতীয় শিরোপা জয়ের পথে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডসকে।

হতাশাজনক গ্রুপ পর্বের পরও শেষ ষোলোতে রোমানিয়া এবং কোয়ার্টার ফাইনালে তুরস্ককে হারিয়ে সেমির লড়াইয়ে এসেছে ডাচরা।

পুরো টুর্নামেন্টজুড়ে লড়াই করতে হয়েছে ইংলিশদেরও। গ্রুপ পর্বে দুই ড্র আর এক জয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় বর্তমান রানার্সআপরা। রাউন্ড অব সিক্সটিনের শেষ দিকে স্লোভাকিয়ার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। কোয়ার্টারে পেনাল্টি শুট আউটে সুইজারল্যান্ডকে পেছনে ফেলে গ্যারেথ সাউথগেটের দল।

ম্যাচ কখন শুরু

• শহর: ডর্টমুন্ড, জার্মানি • স্টেডিয়াম: সিগন্যাল ইডুনা পার্ক • তারিখ: ১১ জুলাই, বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) • ম্যাচ শুরু: রাত ১টা • রেফারি: ফেলিক্স জোয়ার (জার্মানি) পরিসংখ্যান

• ম্যাচ: ২২ • নেদারল্যান্ডস: ৭ • ইংল্যান্ড: ৬ • ড্র: ৯

সর্বশেষ ৫ ম্যাচের ফলাফল

• ০৬ জুন ২০১৯: ইংল্যান্ড ১-৩ নেদারল্যান্ডস (উয়েফা নেশন্স লিগ) • ২৩ মার্চ ২০১৮: নেদারল্যান্ডস ০-১ ইংল্যান্ড (আন্তর্জাতিক প্রীতি) • ২৯ মার্চ ২০১৬: ইংল্যান্ড ১-২ নেদারল্যান্ডস (আন্তর্জাতিক প্রীতি) • ২৯ ফেব্রুয়ারি ২০১২: ইংল্যান্ড ২-৩ নেদারল্যান্ডস (আন্তর্জাতিক প্রীতি) • ১২ আগস্ট ২০০৯: নেদারল্যান্ডস ২-২ ইংল্যান্ড (আন্তর্জাতিক প্রীতি)

যেভাবে দেখবেন

• যুক্তরাজ্য: আইটিভি ওয়ান, এসটিভি, এসটিভি প্লেয়ার • যুক্তরাষ্ট্র: ফক্স নেটওয়ার্ক, ফক্স স্পোর্টস অ্যাপ • কানাডা: টিভিএ স্পোর্টস • ভারত: সনি স্পোর্টস নেটওয়ার্ক • বাংলাদেশ: টি স্পোর্টস, টি স্পোর্টস অ্যাপ

দুদলের সম্ভাব্য একাদশ

নকআউটে জয়ের ফর্মুলা খুঁজে পেয়েছেন সাবেক বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ওয়াউট ওয়েঘর্স্টকে শুরুর একাদশে খেলাতে পারেন ডাচ কোচ। মেমফিস ডিপের সঙ্গে তার ওয়েঘর্স্টের রসায়ণ দেখার অপেক্ষায় ডাচ সমর্থকরা।

জার্দি স্কাউটেনের পাশাপাশি মিডফিল্ডে গভীরতা আরও বাড়াতে তিজ্জানি রেইজেন্ডার্সকে খেলাবার পরিকল্পনা রয়েছে। জাভি সাইমন্স মাঝমাঠের পকেট দখল করে আছেন।

ব্যাকলাইন বা রক্ষণে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। যদিও সুযোগ পেয়ে নিজের সক্ষমতা দেখিয়েছেন বেঞ্চে বসে থাকা টটেনহ্যামের মিকি ডি ভেন।

দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রত্যাবর্তন হয় লুক শ’র। ম্যানইউর এই সেন্ট্রাল ব্যাক পুরো ম্যাচজুড়ে ছিলেন উজ্জ্বল। কাজেই সেমিতে ডাচদের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে তাকে।

নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরতে প্রস্তুত মার্ক গুয়েহি। ফলে আবারও বেঞ্চে ফিরে যেতে হবে এজরি কনসার। চোটগ্রস্ত হ্যারি কেইনকে নিয়ে সংশয় থাকলেও তাকে শুরুর একাদশে রাখার কথা জানিয়েছেন ইংলিশ কোচ।

দুই দলের সম্ভাব্য একাদশ

নেদারল্যান্ডস (৪-২-৩-১): ভারব্রুগেন, ডামফ্রিজ, ডি ভ্রিজ, ভ্যান ডাইক, আকে, স্কাউটেন, রেইজেন্ডার্স, মালেন, সিমন্স, গাকপো, ডিপাই।

ইংল্যান্ড (৩-৪-২-১): পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, গুয়েহি, সাকা, মাইনু, রাইস, লুক শ ফোডেন, বেলিংহাম, কেইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১০

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১১

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১২

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১৩

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১৪

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১৫

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১৬

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৭

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৮

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৯

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

২০
X