আবারো ইউরো কাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। বিদেশের মাটিতে এবারই শিরোপা জয়ের প্রথম মঞ্চে এসেছে ইংলিশরা। গত আসরে ঘরের মাঠে ফাইনাল খেললেও, ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের।
এবার আর তেমনটি করতে চাইছেন না ইংলিশ ফুটবলাররা। এ জন্য তাদের অন্যতম মূল ভরসা জুড বেলিংহাম। ফাইনালে জায়গা করে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিয়াল মাদ্রিদ তারকা।
ইংলিশ ফুটবলারকে প্রতি ম্যাচেই ভিন্ন ধরনের মোজা পড়ে খেলতে নামতে দেখা যায়। দু’পায়ের মোজাই থাকে ছেঁড়া। এ জন্য তাকে অনেকের কটু কথাও শুনতে হয়।
অনেকের প্রশ্ন কী কারণে এই ধরনের মোজা ব্যবহার করেন তিনি? সামাজিক যোগাযোগমাধ্যমে জুড বেলিংহামের ছেঁড়া মোজা দেখে একজন লিখেছেন, ‘বেলিংহামের মোজায় কেন এতগুলো ছিদ্র রয়েছে? সে কি ১৫ বছরের বাচ্চা?’
আরও একজন লিখেছেন, ‘আশির দশকের মডেলরা এ ধরনের মোজা পরত। সেই মোজা পরে ফুটবল খেলছেন বেলিংহাম।’
মূলত কাতার বিশ্বকাপ থেকে এ ধরনের মোজা পড়তে দেখা যায় ফুটবলারদের। ম্যাচ শুরুর আগে কাঁচি দিয়ে মোজা ছিদ্র করা হয়। এর একটি বৈজ্ঞানিক বিশ্লেষণও রয়েছে।
এতে পায়ের পেশিতে টান পড়ে না। চাপ হালকা হয়। আর যেহেতু প্রতি ম্যাচেই বেশিরভাগ ফুটবলার নতুন মোজা পড়ে মাঠে নামেন তাই খুব একটা অসুবিধা হয় না। ভালো থাকে অর্থাৎ শারীরিক কোনো সমস্যা হয় না।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রায় সব ম্যাচেই এই কাজ করেছিলেন বেলিংহাম। স্প্যানিশ লিগে এ ধরনের কাজ নিষিদ্ধ হলেও ইংলিশ এ মিডফিল্ডারকে কিছুই বলেনি কর্তৃপক্ষ।
মন্তব্য করুন