কোপা আমেরিকার গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার প্রতিপক্ষ ছিল ব্রাজিল। লিওনেল মেসি দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এরপর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। কাতারে মেসির ফুটবল প্রতিভা অমরত্ব লাভ করেছে। দল হিসেবেও অজেয় হয়ে উঠেছে আর্জেন্টিনা।
এমন একটা দলের বিপক্ষে আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ৬টায় কোপা আমেরিকা ফাইনাল খেলবে কলম্বিয়া। যে দলে মেসি তো দূরের কথা, অ্যাঞ্জেল ডি মারিয়া কিংবা জুলিয়ান আলভারেজের মাপের ফুটবলারও আছেন কি না সন্দেহ।
ফুটবলের খোঁজখবর রাখা দর্শকরা ধরেই নিচ্ছেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। মেসিদের হাবভাবও সেরকম। ফাইনালের মতো বড় টুর্নামেন্টের আগে তিনি টানা ঘুম দিচ্ছেন। অবশ্য বিশ্রামের জন্য তাকে দোষ দেওয়া যায় না। তিনি যে মাপের ফুটবলার, তাতে ঘুমিয়ে ঘুমিয়ে খেললেও কলম্বিয়াকে হারিয়ে দিতে পারবেন।
তিন বছর আগে কোপা আমেরিকা জিতেছেন মেসি। তিনি জানেন কীভাবে জিততে হয়। মনে মনে যাই থাক, মুখে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন মেসি। তাহলে এমন কঠিন ফাইনালের আগে ঘুমাচ্ছেন কেন।
মেসি বলেছেন, ‘আগের ফাইনালগুলোর আগের রাতেও খুব ভালো ঘুমিয়েছিলাম। কোনো সমস্যা হয়নি। একটু দেরি করে শুয়েছিলাম ঠিকই। কারণ, আগের রাতে অনেক গল্প করেছি, কার্ড খেলেছি। চাপে রাখিনি নিজেকে। তার পর বিছানায় গিয়ে ভালো ঘুমও হয়েছে।’
এবারের ফাইনাল নিয়ে মেসির মন্তব্য, ‘আমি শান্ত। বরাবরের মতোই ফাইনালের অপেক্ষা করছি। আগের থেকে এখন অনেক শান্ত হয়েছি। আগের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। এখন বিভিন্ন জিনিস উপভোগ করি। প্রতিটি মুহূর্ত খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি। সময়টা নষ্ট করি না। যে কোনো ম্যাচের আগে পুরোপুরি মনোযোগ সেদিকেই দেওয়ার চেষ্টা করি।’
কোপা আমেরিকার এবারের টুর্নামেন্টে খুব ভালো ফর্মে নেই মেসি। কিন্তু তার প্রভাব দলে ম্যারাডোনার মতো। তিনি মাঠে নামা মানেই আর্জেন্টিনা দলের খেলার মধ্যে একটা বিদ্যুৎ চমক দেবে। তাই যে কোনো প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনাকে দশগুণ বেশি সমীহ করে।
কলম্বিয়ার বিপক্ষে তার দল ফেভারিট হওয়া সত্ত্বেও তিনি সাবধানী থাকতে চান। ১৫ বারের কোপা জয়ী উরুগুয়েকে হারিয়ে ফাইনালে ওঠা কলম্বিয়া যে মোটেই সহজ প্রতিপক্ষ হবে না, তা মেসির মতো বড় ফুটবল প্রতিভার না বোঝার কথা নয়। তা ছাড়া কলম্বিয়ার সাম্প্রতিক ফর্ম অন্য অনেক দলের চেয়ে ভালো।
মেসি বলেছেন, ‘উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচ দেখেছি। জানতাম যে-ই ফাইনালে উঠুক, কাজ সহজ হবে না। অনেক দিন ধরে কলম্বিয়া হারেনি। ওদের দলে অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে। এক মুহূর্তে ম্যাচের ফল বদলে দেওয়ার মতো ফুটবলার রয়েছে। ফলে খেলা কঠিন হবে। তবে আমরাও ভালো খেলছি। পুরো প্রতিযোগিতায় শান্ত হয়ে খেলতে পেরেছি। জানি ফাইনাল কঠিন হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
La gran final de la CONMEBOL Copa América USA 2024 será a estadio repleto Argentina Colombia - SOLD OUT pic.twitter.com/251PjWHNL8 — CONMEBOL Copa América️ (@CopaAmerica) July 13, 2024
আর্জেন্টিনার গোলবারের নিচে বরাবরের মতোই ভরসা দিচ্ছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যালিয়াফিকোরা প্রাচীর গড়ে তুলছেন।
মাঝমাঠে ফুল ফোটাচ্ছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা। আর আর্জেন্টিনার আক্রমণভাগ? যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ংকর। আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি। এমন একটা দলকে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফেভারিট না বলে উপায় আছে।