অসংখ্য টিকিটবিহীন সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলে বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। এতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এতে নির্ধারিত সময়ের প্রায় ৮২ মিনিট পর শুরু হয় আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার কোপা আমেকিার ফাইনাল।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হওয়া ৪৮তম আসরের ফাইনালের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। বল দখল, আক্রমণ, গোল পোস্টে শট সব কিছুতে আর্জেন্টাইনদের তুলনায় এগিয়ে ছিলেন কলম্বিয়ানরা।
ম্যাচের গোলের দেখা না গেলেও প্রথমার্ধের বিরতিতে সুরের ঝংকার তুলে ছিলেন জনপ্রিয় পপ গায়িকা শারিকা। নিজের বেশ কয়েকটি গান পরিবেশন করেন কলম্বিয়ান এই গায়িকা। ফলে দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে কিছুটা দেরি হয়।
এতে অবশ্য ভক্তরা বিরক্ত হয়েছেন, তা বলা যাবে না। নিজ দেশ ফাইনাল খেললেও পারফরম্যান্সের জন্য বড় অঙ্কের টাকা নেন শাকিরা। আর্জেন্টাইন সাংবাদিক জুয়ান এচেগয়েন জানিয়ে ছিলেন সংক্ষিপ্ত এই পারফরম্যান্সের জন্য ২ মিলিয়ন ডলার দেওয়া হয় তাকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ কোটি ৪৩ লাখ টাকা।
Hips Dont Lie! https://t.co/D07qSN4sMo
— Shakira Brasil | Fã Clube (@Shakira_Brasil) July 15, 2024
মন্তব্য করুন