স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:৪১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন অলিম্পিকে আর্জেন্টিনার ম্যাচ

সোনা জয়ের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
সোনা জয়ের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হতে এখনো বাকি দুই দিন। তবে তার আগেই শুরু হচ্ছে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। আর অলিম্পিকের ফুটবলে মরক্কোর বিরুদ্ধে গ্রুপ ‘বি’-এর ম্যাচ দিয়ে স্বর্ণ পদকের অভিযান শুরু করবে আর্জেন্টিনা ফুটবল দল। বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক কোপা আমেরিকার সাফল্যের পর, আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল তাদের প্রাক্তন তারকা খেলোয়াড় হ্যাভিয়ের মাসচেরানোর নেতৃত্বে, তাদের অসাধারণ গ্রীষ্মকালীন পারফরম্যান্স চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে।

মাসচেরানো কোপা স্কোয়াড থেকে তিনজন অতিরিক্ত বয়সের খেলোয়াড়কে অলিম্পিক দলে অন্তর্ভুক্ত করেছেন: জেরোনিমো রুলি, নিকোলাস ওতামেন্দি এবং জুলিয়ান আলভারেজ। এই অভিজ্ঞ খেলোয়াড়রা তরুণ স্কোয়াডে অভিজ্ঞতা এবং স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

ম্যাচের মূল বিবরণ

ম্যাচের সময় এবং স্থান:

ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট-এতিয়েন, ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ডে।

খেলা শুরুর নির্ধারিত সময় ঠিক করা হয়েছে বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)।

যেভাবে দেখবেন:

যুক্তরাষ্ট্র: খেলা সরাসরি সম্প্রচার করা হবে এনবিসির-এর ইউএসএ নেটওয়ার্ক এবং টেলেমুন্ডোতে। স্ট্রিমিং বিকল্পগুলোর মধ্যে রয়েছে ফুবো, যা একটি বিনামূল্যের ট্রায়াল অফার করে এবং পিকক।

ভারত ও বাংলাদেশ: ভারত ও বাংলাদেশে ম্যাচটি সরাসরি দেখাবে সনি লাইভ ও সনি নেটওয়ার্ক

লাইনআপ এবং টিম নিউজ

আর্জেন্টিনা:

হ্যাভিয়ের মাসচেরানো জুলিয়ান আলভারেজকে শুরুতে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেরিতে সিদ্ধান্ত নেবেন, কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনাল জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় নিয়ে।

জেরোনিমো রুলি এবং নিকোলাস ওটামেন্দি শুরুর একাদশে থাকবে বলে আশা করা হচ্ছে। এজেকিয়েল ফার্নান্দেজ এবং এমএলএস তারকা থিয়াগো আলমাদা আর্জেন্টিনার মিডফিল্ডকে শক্তিশালী করবে।

প্রত্যাশিত আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩):

রুলি (গোলকিপার)

লুজান, ওটামেন্দি, গার্সিয়া, সোলার

মেডিনা, আলমাদা, ফার্নান্দেজ

এচেভেরি, আলভারেজ, বেলট্রান

মরক্কো:

মরক্কো দলে অভিজ্ঞ গোলকিপার মুনির মোহামেদি এবং পিএসজি তারকা আশরাফ হাকিমিসহ তিনজন অতিরিক্ত বয়সের খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাক্তন বার্সেলোনা খেলোয়াড় ইলিয়াস আখোমাচ এবং আব্দে এজালজৌলি দলে রয়েছেন এবং শুরুর একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রত্যাশিত মরক্কো একাদশ (৩-৪-৩):

মোহামেদি (গোলকিপার)

তাহিফ, বোকামির, এল ওয়াহদি

হাকিমি, এল খান্নৌস, বুশুআরি

আখোমাচ, রাহিমি, এজালজৌলি

উভয় দল তাদের অলিম্পিক অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছে, ভক্তরা আর্জেন্টিনা এবং মরক্কোর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আশা করতে পারেন। ম্যাচটি শীর্ষ স্তরের ফুটবল প্রতিভা এবং কৌশলগত খেলার প্রদর্শনীর প্রতিশ্রুতি দিচ্ছে, কারণ উভয় দলই গ্রুপ বি-তে একটি প্রাথমিক সুবিধা অর্জনের চেষ্টা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলেই কি পিসিবির কাছে ক্ষমা চেয়েছিলেন পাইক্রফট?

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

আজ প্রথম প্রেম মনে করার দিন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

১০

টানা ৫ দিন বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

১১

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

১২

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

১৪

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

১৬

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

১৭

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

১৮

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

১৯

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

২০
X