স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কবে মাঠে ফিরছেন নেইমার?

অবশেষে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
অবশেষে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল আর নেইমার সমর্থকদের জন্য আশার খবর দিয়েছে তার ক্লাব আল হিলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে ক্লাবটি। এরপর থেকেই শুরু হয়েছে চর্চা, ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র? ইনজুরিতে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকা নেইমারের মাঠে ফেরার ব্যাপারে সর্বশেষ খবর জানা গেল।

বিরানব্বইয়ে সাও পাওলোতে জন্ম নেওয়া ছোট্ট ছেলে নেইমার, ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ভাবা হয় তাকে। সান্তোসে ক্যারিয়ার শুরু করা নেইমার ক্যারিয়ারের বড় অংশ কাটিয়েছেন বার্সেলোনা আর পিএসজির জার্সিতে। গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বল পায়ে জাদু দেখানোর আগেই ইনজুরির কারণে ছিটকে যান তিনি। এক ইনজুরির কারণে নেইমারকে প্রায় ৯ মাস ধরে থাকতে হচ্ছে মাঠের বাইরে।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। সেই চোট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে। এসময় কেবল ক্লাবের জার্সিতে নয়, জাতীয় দলের জার্সিতেও মিস করেছেন কোপা আমেরিকার মতো বড় আসর। নেইমার ছাড়া ব্রাজিল কতটা ছন্নছাড়া তা কোপা আমেরিকার এই আসরে প্রমাণিত হয়েছে।

লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে ফিরবেন মাঠে, এটিই এখন ব্রাজিল সমর্থকদের বড় প্রশ্ন। সমর্থকদের জন্য আশার খবর হলো, চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করে। যেখানে তারকা এই ফুটবলারকে দেখা যায় হাসি মুখে। ধারণা করা হচ্ছে, নতুন করে কোনো সমস্যা না হলে খুব শিগগিরই ক্লাবের অনুশীলনে যোগ দেবেন নেইমার।

তবে ইনজুরি থেকে প্রায় সেরে উঠলেও এখনই ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলের এই তারকার ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগতে পারে সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়ের মধ্যে ছয় ম্যাচ খেলবে আল হিলাল, যার কোনোটিতেই নেইমারের খেলার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নামবেন নেইমার।

ক্লাব ফুটবলে নেইমারকে কবে দেখা যাবে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেলেও জাতীয় দলে জার্সিতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে কবে নামবেন মাঠে সেই প্রশ্নের এখনো কোনো উত্তর মেলেনি। যদিও ভক্তরা আশা করছেন খুব দ্রুতই হলুদ জার্সি গায়ে নেইমার ফিরবে ফুটবলের সৌন্দর্য নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X