স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কবে মাঠে ফিরছেন নেইমার?

অবশেষে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
অবশেষে অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল আর নেইমার সমর্থকদের জন্য আশার খবর দিয়েছে তার ক্লাব আল হিলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে ক্লাবটি। এরপর থেকেই শুরু হয়েছে চর্চা, ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র? ইনজুরিতে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকা নেইমারের মাঠে ফেরার ব্যাপারে সর্বশেষ খবর জানা গেল।

বিরানব্বইয়ে সাও পাওলোতে জন্ম নেওয়া ছোট্ট ছেলে নেইমার, ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ভাবা হয় তাকে। সান্তোসে ক্যারিয়ার শুরু করা নেইমার ক্যারিয়ারের বড় অংশ কাটিয়েছেন বার্সেলোনা আর পিএসজির জার্সিতে। গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বল পায়ে জাদু দেখানোর আগেই ইনজুরির কারণে ছিটকে যান তিনি। এক ইনজুরির কারণে নেইমারকে প্রায় ৯ মাস ধরে থাকতে হচ্ছে মাঠের বাইরে।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। সেই চোট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে। এসময় কেবল ক্লাবের জার্সিতে নয়, জাতীয় দলের জার্সিতেও মিস করেছেন কোপা আমেরিকার মতো বড় আসর। নেইমার ছাড়া ব্রাজিল কতটা ছন্নছাড়া তা কোপা আমেরিকার এই আসরে প্রমাণিত হয়েছে।

লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে ফিরবেন মাঠে, এটিই এখন ব্রাজিল সমর্থকদের বড় প্রশ্ন। সমর্থকদের জন্য আশার খবর হলো, চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করে। যেখানে তারকা এই ফুটবলারকে দেখা যায় হাসি মুখে। ধারণা করা হচ্ছে, নতুন করে কোনো সমস্যা না হলে খুব শিগগিরই ক্লাবের অনুশীলনে যোগ দেবেন নেইমার।

তবে ইনজুরি থেকে প্রায় সেরে উঠলেও এখনই ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলের এই তারকার ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগতে পারে সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়ের মধ্যে ছয় ম্যাচ খেলবে আল হিলাল, যার কোনোটিতেই নেইমারের খেলার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নামবেন নেইমার।

ক্লাব ফুটবলে নেইমারকে কবে দেখা যাবে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেলেও জাতীয় দলে জার্সিতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে কবে নামবেন মাঠে সেই প্রশ্নের এখনো কোনো উত্তর মেলেনি। যদিও ভক্তরা আশা করছেন খুব দ্রুতই হলুদ জার্সি গায়ে নেইমার ফিরবে ফুটবলের সৌন্দর্য নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

চমকে দিলেন ফারিণ

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

কনার রহস্যজনক পোস্ট

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

১০

‘আলোচিত’ ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবি

১১

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

১২

চ্যাম্পিয়ন একাডেমি, ছেলেকে পড়াতে পারেন আবাসিক স্কুলে

১৩

জোবাইদা রহমান দেশে আসছেন শুক্রবার

১৪

কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

১৫

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

১৬

ক্ষোভ প্রকাশ করলেন রবি শঙ্কর কন্যা

১৭

মামদানিকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

১৮

মাইকিং করে ডেকে পরীক্ষা নেওয়া হলো শিক্ষার্থীদের

১৯

বিএনপির আরও ৩৬ প্রার্থীর কে কোন আসনে

২০
X