স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জিততেই হবে এমন ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ?

মরক্কোর বিপক্ষে গোলের পর আর্জেন্টিনার ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
মরক্কোর বিপক্ষে গোলের পর আর্জেন্টিনার ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

মরক্কোর বিপক্ষে মহানাটকীয় ও বিতর্কিত হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পরের দুই ম্যাচে জিততেই হবে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যদের।

বি-গ্রুপে এর প্রথমটিতে শনিবার (২৭ জুলাই) আর্জেন্টাইনদের প্রতিপক্ষ এশিয়ার দেশ ইরাক। প্যারিস অলিম্পিকে প্রথম জয়ের সন্ধ্যানে লিঁও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

অপেক্ষাকৃত দুর্বল মরক্কোর কাছে শোচনীয় হার দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু করে বর্তমান বিশ্ব ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও হারটি নিয়ে রয়েছে নানা বিতর্ক। ম্যাচে মরক্কো ২-১ গোলে এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের ১৬ মিনিটে ক্রিস্টিয়ান মেদিনার গোলে ২-২ গোলে ড্র করে আর্জেন্টাইনরা।

বৃষ্টির মতো বোতল নিক্ষেপ করাসহ মাঠে ঢুকে পড়েন মরেক্কোর সমর্থকরা। পরে ম্যাচটি স্থগিত করে দুই দলকে ড্রেসিংরুমে পাঠান রেফারি। প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি আবার শুরু হয়। ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি।

এরপর আরও ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হয়। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইনদের। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জিততে হবে মাশচেরানোর শিষ্যদের।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বিপক্ষের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাশচেরানো।

গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অভিজ্ঞ জেরোনিমো রুলি। আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য তিনি। তবে পরিবর্তন আসবে রক্ষণে। জুলিও সোলারের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন লেফট ব্যাক ব্রুনো অ্যামিওন। তার সঙ্গে আরও থাকবেন জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার এবং অধিনায়ক নিকোলাস ওতামেন্ডি।

মাঝমাঠে সান্তিয়াগো হেজের পরিবর্তে একাদশে আসতে পারেন ইকুই ফার্নান্দেজ। মরক্কোর মতো ইরাকের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন ক্রিস্টিয়ান মেদিনা ও থিয়াগো আলমাদা। ফলে কেভিন জেননের অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনের থাকা এক রকম নিশ্চিত। এ দুই তারকার সঙ্গে থাকতে পারেন লুকাস বেল্ট্রান বা লুসিয়ানো গন্ডোর যে কোনো একজন।

ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলকিপার: জেরোনিমো রুলি রক্ষণভাগ: জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), ব্রুনো অ্যামিওন মাঝমাঠ: ইকুই ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মেদিনা, থিয়াগো আলমাদা আক্রমণভাগ: জুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে, লুকাস বেল্ট্রান অথবা লুসিয়ানো গন্ডো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

তিন মাস পর বেঙ্গালুরু ট্রাজেডি নিয়ে মুখ খুলল আরসিবি

আগারগাঁওয়ে ‘ব্লকেড’, সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জোবায়ের

জাকসু নির্বাচন / ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন শেখ সাদী-বৈশাখী

সব কালো চক্রান্ত থেকে রক্ষা করার মালিক আল্লাহ : আরএস ফাহিম

রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তপশিল : আখতার আহমেদ 

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

মসজিদুল হারামে এ সপ্তাহে জুমা পড়াবেন শায়খ সুদাইস

৬ বছরেও শেষ হয়নি কাজ, আশ্রয়কেন্দ্র এখন মাদকসেবীদের আখড়া

১০

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

১১

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

১২

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই : আইএসপিআর

১৩

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

১৪

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

১৫

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

১৬

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

১৭

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

১৮

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

১৯

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X