স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১০:৩৪ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

জাপানের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় ব্রাজিল

শেষ মুহূর্তের জোড়া গোলে জাপানের কাছে হেরেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তের জোড়া গোলে জাপানের কাছে হেরেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত

রোববার (২৮ জুলাই) অলিম্পিকের নারী ফুটবলে শেষমুহূর্তের দুই গোলে জাপান আসরের অন্যতম ফেভারিট ব্রাজিলকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। জাপানের মোমোকো তানিকাওয়া ম্যাচের ৯৬তম মিনিটে একটি চমকপ্রদ গোল করেন।

অলিম্পিকের ‘গ্রুপ সি’-এর দ্বিতীয় ম্যাচে, ২০১২ সালের রৌপ্য পদক বিজয়ী জাপান টানা দ্বিতীয় পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল, যা তাদের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের ফুটবলার ঝেনিফার গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায় যা জাপানকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেয়।

তবে ইনজুরি সময়ে পরিস্থিতি পাল্টে যায়। জাপানের অধিনায়ক সাকি কুমাগাই প্যারিসের পার্ক দেস প্রিন্সেস-এ ৯২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান। তারপর, একটি অবিশ্বাস্য মুহূর্তে, ১৯ বছর বয়সী বদলী খেলোয়াড় মোমোকো তানিকাওয়া ৩০ মিটার দূর থেকে একটি অবিশ্বাস্য শট মারেন যা গোলরক্ষকের ওপরে দিয়ে জালে চলে যায় এবং জাপানের জন্য বিজয় নিশ্চিত করে।

এই ফলাফল জাপান এবং ব্রাজিলকে, যারা ২০০৪ এবং ২০০৮ সালের রৌপ্য পদক বিজয়ী, দুটি ম্যাচের পর তিন পয়েন্টে সমান অবস্থানে নিয়ে আসে। বিশ্বকাপ ধারক স্পেনেরও তিন পয়েন্ট ছিল পরে অবশ্য তারা নঁতে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে। তিনটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার-ফাইনালে অগ্রসর হবে, সাথে দুটি সেরা তৃতীয় স্থানের দলও।

প্রথমার্ধের শেষের দিকের স্টপেজ সময়ই অবশ্য জাপান এগিয়ে যাওয়ার একটি সুযোগ পায়, তবে মিনা তানাকা’র দুর্বল পেনাল্টি কিক সহজেই ব্রাজিলের গোলরক্ষক লরেনা ফিরিয়ে দেয়।

৫৬তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায় যখন অভিজ্ঞ তারকা মার্তা যিনি তার ষষ্ঠ অলিম্পিকে খেলছেন লুডমিলার জন্য একটি চমৎকার বল দেন, যিনি ঝেনিফারকে গোল করতে সহায়তা করেন। যখন মনে হচ্ছিল খেলা জাপানের হাতছাড়া হয়ে যাচ্ছে, তবে তারা ইনজুরি সময়ে ভিএআর পর্যালোচনার পর ইয়াসমিমের হ্যান্ডবলের জন্য আরও একটি পেনাল্টি পায়। কুমাগাই স্পট থেকে কোন ভুল করেননি, জাপানের জন্য সমতা আনেন, যারা তাদের প্রথম খেলায় স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। তবে জাপান এখানেই থামেনি; তানিকাওয়া রাফায়েলের একটি আলগা পাস কাজে লাগিয়ে নাটকীয় বিজয়ী গোলটি করেন।

এছাড়া, আসরের অনান্য ফুটবল ম্যাচে কলম্বিয়া লিঁয়নে গ্রুপ এ-তে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করে। স্বাগতিক ফ্রান্স পরবর্তীতে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডার বিরুদ্ধে খেলে। কানাডিয়ান দলটি গুপ্তচরবৃত্তি কেলেঙ্কারির জন্য শনিবার ছয় পয়েন্ট কাটা যাওয়ার পরে সংকটে রয়েছে। এ ছাড়াও ফিফা দ্বারা কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের জন্য বরখাস্ত করার কারণ হয়েছিল। তবে তারা ফ্রান্সকে ঠিকই ২-১ গোলে হারায়।

অন্যদিকে রেকর্ড চারবারের স্বর্ণপদক বিজয়ী যুক্তরাষ্ট্র মার্সেইয়ে গ্রুপ বি-তে জার্মানিকে ৪-১ গোলে হারায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X