ফুটবলে সাধারণত কোনো মেজর ইভেন্টের পরপরই সেরা একাদশ ঘোষণা করা হয়। কিন্তু এবারের কোপা আমেরিকা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর সেরা একাদশ ঘোষণা করল দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল সংস্থা কনমেবল।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, একাদশে দেশটির ফুটবলারদের দাপট থাকাটা স্বাভাবিক। আলবিসেলেস্তাদের পাঁচ ফুটবলার আছেন কোপার সেরা একাদশে। বর্ষীয়ান তারকা লিওনেল মেসি এবারের কোপায় নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন। মেসির সঙ্গী হয়েছেন আরও চারজন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।
হুলিয়ান আলভারেজের কারণে আর্জেন্টিনার নিয়মিত একাদশে জায়গা না পাওয়া মার্তিনেজ আছেন কোপা আমেরিকার সেরা একাদশে! ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কারণেই ইন্টার মিলান তারকার একাদশে জায়গা পাওয়া।
ব্রাজিলের একমাত্র প্রতিনিধি হিসেবে একাদশে আছেন ফরোয়ার্ড রাফিনিয়া। ৪-৩-৩ ফরমেশনে আক্রমণভাগে মেসি ও মার্তিনেজের পাশে রাখা হয়েছে বার্সেলোনার এ উইঙ্গারকে। মাঝমাঠে কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া হামেস রদ্রিগেজের সঙ্গী আর্জেন্টিনার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে। রক্ষণভাগের চার ফুটবলার হলেন কানাডার অ্যালিস্টার জনস্টন, কলম্বিয়ার দাভিনসন সানচেস, আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো এবং ইকুয়েডরের পিয়েরো হিনকাপি।
কোপা আমেরিকার সেরা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), দাভিনসন সানচেস (কলম্বিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), ম্যানুয়েল উগার্ত (উরুগুয়ে), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
মন্তব্য করুন