স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

অভিষেকে গোলের পর শিরোপা উৎসব এমবাপ্পের

রিয়ালের জার্সিতে গোলের পর এমবাপ্পের উল্লাস। ছবি : সংগৃহীত
রিয়ালের জার্সিতে গোলের পর এমবাপ্পের উল্লাস। ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হতেই কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। অপেক্ষায় ছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির জার্সিতে মাঠে নামার। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মধ্যরাতে ফুরায় ফরাসি তারকার অপেক্ষা।

উচ্ছ্বাসে ভাসলেন এমবাপ্পে। শুরুটাও করলেন উড়ন্তভাবে। রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে গোল। একই সঙ্গে উৎসব করলেন ট্রফি জয়ের। কী দুর্দান্ত একটা রাতই না কাটালেন ফরাসি তারকা।

একই সঙ্গে দুর্দান্ত এক রাত কাটলো রিয়াল মাদ্রিদেরও। আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। বার্সেলোনা ও এসি মিলানকে (৫ শিরোপা) টপকে সুপার কাপের সর্বোচ্চ ৬ শিরোপা জয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে আতালান্তার জালে প্রথমার্ধে গোলের জন্য ৩টি শট নেয় রিয়াল, যার একটি ছিল পোস্টে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে নেওয়া ১০ শটের ৬টি পোস্টে। আর পুরো ম্যাচে আতালান্তার ৭ শটের ২টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে বক্সে বল পেয়ে শট নেন এমবাপ্পে। তবে সেই শট রুখে দেন আতালান্তার ডিফেন্ডার। ২৪ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল রিয়াল। আতালান্তার মার্টেন ডে রুনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে হেড করেন রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও। বল গিয়ে লাগে ক্রসবারে।

বিরতির আগে ১০ গজ দূর থেকে নেওয়া রদ্রিগোর শট লাগে ক্রসবারে। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ করার পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশ জায়ান্টরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।

৫৯ মিনিটে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে নেন উরুগুয়ের ফেডরিকো ভালভার্দে। বাঁ দিকে ভিনিসিয়াস জুনিয়র বল দেন অরক্ষিত এ মিডফিল্ডারের দিকে। সময় নষ্ট না করে ঠান্ডা মাথায় বল প্রতিপক্ষের জালে জড়ান ভালভার্দে। ১-০ গোলের লিড পায় রিয়াল।

এ আনন্দের রেশ কাটার আগেই ৯ মিনিট পর দলকে আবারও এগিয়ে নেন এমবাপ্পে। জুড বেলিংহ্যামের অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করে নিজের নতুন অধ্যায় রাঙিয়ে রাখলেন এমবাপ্পে। প্রথম ম্যাচেই করলেন শিরোপা উৎসব।

আগামী রোববার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রিয়ার মাদ্রিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

জাঁকজমকপূর্ণ আয়োজনে শাহরুখপুত্রের অভিষেক

স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে

রহস্যময় সৌন্দর্যে ঘেরা ৭০০ বছর পুরোনো সোনারগাঁয়ের পোদ্দার বাড়ি

১০

অ্যানফিল্ডে দর্শকের সঙ্গে ঝগড়া করে লাল কার্ড দেখলেন সিমিওনে

১১

প্রথমবার পডকাস্টে আফজাল হোসেন

১২

চুরি গেল জাদুঘরে রাখা ‘ফেরাউনের’ স্বর্ণের ব্রেসলেট

১৩

একে অন্যের বোনকে নিয়ে পালালেন শ্যালক-দুলাভাই

১৪

আত্মীয়স্বজনের যে আচরণের কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়

১৫

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন সালাহ

১৬

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

১৭

গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

১৮

বাংলাদেশের সমর্থকদের ভরসা দিলেন লঙ্কান অলরাউন্ডার

১৯

আজ বিশ্ব বাঁশ দিবস

২০
X