স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এমবাপ্পেম্যানিয়ায়’ আক্রান্ত স্পেন, প্রথম ম্যাচে থাকবেন আর্জেন্টিনা কোচও

এমবাপ্পের লিগ অভিষেকের ম্যাচে থাকছেন স্কালোনিও। ছবি : সংগৃহীত
এমবাপ্পের লিগ অভিষেকের ম্যাচে থাকছেন স্কালোনিও। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সময় রাত দেড়টায় রিয়াল মাদ্রিদের নতুন গ্যালাকটিকো কিলিয়ান এমবাপ্পে মায়োর্কার সন মোইক্স স্টেডিয়ামে তার বহুল প্রতীক্ষিত লা লিগা অভিষেক ম্যাচে মাঠে নামবেন। আটালান্টার বিপক্ষে ইউরোপীয় সুপার কাপে গোল করে নিজের অভিষেক ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখানোর পর, এই ফরাসি সুপারস্টার ‘এমবাপ্পেম্যানিয়া’-এর মাধ্যমে স্পেন জুড়ে উত্তেজনার ঝড় তুলেছেন।

বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের আগমণ উপলক্ষে মায়োর্কার পরিবেশ উত্তাল হয়ে উঠেছে, যেখানে ক্লাবটি আজ রাতের ম্যাচের জন্য তাদের ইতিহাসে সর্বোচ্চ ২৬,০২০ দর্শকের উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। স্টেডিয়ামটিতে ম্যাচের কয়েক দিন আগে থেকেই সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে। স্থানীয় ও পর্যটকরা সবাই রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের প্রথম লিগ ম্যাচ দেখতে উদগ্রীব।

ম্যাচটি শুধু সাধারণ দর্শক নয় অনেক তারকা এবং ক্রীড়া ব্যক্তিত্বদেরও আকৃষ্ট করেছে, যার মধ্যে রয়েছে আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি, মায়োর্কার সাবেক তারকা মারিও সুয়ারেজ এবং দুডু আওয়াতে, এছাড়াও গায়ক রেলস বিও থাকবেন দর্শক তালিকায়। রাতে সম্মান বাড়ানোর জন্য অলিম্পিক পদক বিজয়ী মার্কাস কুপার এবং প্যারিস অলিম্পিক থেকে তার শেষ পেশাদার ম্যাচ খেলে আসা বাস্কেটবল কিংবদন্তি রুডি ফার্নান্দেজও উপস্থিত থাকবেন।

এমবাপ্পেকে ঘিরে যে তীব্র উন্মাদনা তৈরি হয়েছে, তাতে অবশ্য মায়োর্কার দল ভীত নয়। নতুন কোচ জাগোবা আররাসাটের নেতৃত্বে দলটি অটুট রয়েছে। দলটির ভয়ঙ্কর রক্ষণভাগ, যার মধ্যে রাইলো, কোপেতে এবং ভালজেন্ট রয়েছেন তারা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস, এমবাপ্পে, এবং রদ্রিগোর ভয়ঙ্কর আক্রমণভাগের জন্য কঠিন সময় তৈরি করতে প্রস্তুত।

একজন মায়োর্কা খেলোয়াড় বলেন, ‘যখন সে (এমবাপ্পে) দেখবে যে তার উপরে চারজন দানব আছে, তখন দেখি সে কী করে,’ এই কথা তাদের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতির ইঙ্গিত দেয়।

সন মোইক্স সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রিদের জন্য একটি কঠিন মাঠ হিসেবে পরিচিতি পেয়েছে এবং মায়োর্কা ভক্তরা আশা করছেন যে তীব্র পরিবেশ তাদের দলকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজিত করতে সাহায্য করবে।

রাত দেড়টায় যখন এমবাপ্পে তার প্রথম লা লিগা ম্যাচের জন্য মাঠে নামবেন, তখন সবার চোখ থাকবে এই পরিস্থিতি এবং দ্বীপের কুখ্যাত শত্রুতামূলক পরিবেশের মধ্যে তিনি কেমন পারফর্ম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

১০

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

১১

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১২

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

১৩

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

১৪

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

১৫

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৬

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

১৭

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

১৮

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

১৯

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

২০
X