স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনায় হামলার শিকার ফুটবলাররা, গুলির হুমকি

নিজ দলের সমর্থকদের কাছেই হামলার শিকার হয়েছেন সার্সফিল্ডের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
নিজ দলের সমর্থকদের কাছেই হামলার শিকার হয়েছেন সার্সফিল্ডের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

প্রিয় দলের হার মানতে পারেন না কোনো ভক্তই। নানাভাবে ক্ষোভ উগড়ে দেন তারা। তবে সেটা কখনো কখনো সহিংস পর্যায়ে চলে যায়। তেমন এক ঘটনা ঘটেছে আর্জেন্টিনার ফুটবলের ঘরোয়া লিগে। দলের হার মানতে না পেরে খেলোয়াড়দের ওপর আক্রমণ চালিয়েছেন ভক্ত-সমর্থকরা।

আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে দশবারের চ্যাম্পিয়ন ভেলেজ সার্সফিল্ড। সদ্য শেষ হওয়া মৌসুমে কোনোরকমে অবনমন এড়িয়েছে উরুগুয়ের কিংবদন্তি দিয়েগো গোদিনের দল। ২৭ ম্যাচে সমান ২৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করা ক্লাবটি ২৮ দলের মধ্যে হয়েছে ২৫তম। পুরো লিগে মাত্র পাঁচ ম্যাচ জিতেছে সার্সফিল্ড, ড্র করেছে ১২টিতে, হেরেছে বাকি ১০ ম্যাচে। দলের এমন পারফরম্যান্সে বিরক্ত হয়ে খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছেন সমর্থকরা।

মৌসুমের শেষ ম্যাচে উরকানের কাছে হারের পর বাড়ি ফেরার আগে রীতিমতো সশস্ত্র আক্রমণের শিকার হয়েছেন সার্সফিল্ডের কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়।

সার্সফিল্ডের খেলোয়াড়েরা আক্রমণের শিকার হয়েছেন ভিলা অলিম্পিকা স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়াম থেকে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে খেলোয়াড়েরা বের হতেই রোষানলে পড়েন সমর্থকদের। গাড়িতে করে অস্ত্রশস্ত্র নিয়েই চড়াও হয় হামলাকারীরা।

সার্সফিল্ডের তরুণ স্ট্রাইকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ইএসপিএনকে ভয়ানক এ ঘটনার বর্ণনা দেন, “গাড়ি নিয়ে বাড়ি ফিরতে স্টেডিয়াম থেকে যখন বের হলাম, ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে ছিল এলাকাটা। এমন সময় ‘ব্রাভা ব্রাভা’ সমর্থকগোষ্ঠীর কয়েকটি গাড়ি আমাদের সামনে চলে এল। পাঁচ থেকে ছয়টি তো হবেই। তারা আমার জ্যাকেট ধরে মুখে দুবার আঘাত করে। খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

পিস্তল হাতে খেলোয়াড়দের কীভাবে হুমকি দেওয়া হয়েছে, সেটিও জানিয়েছেন ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার, “ওরা না আবার পিছু নেয়, এই ভয়ে সতীর্থদের কেউ তখন আর বাড়ি যেতে চাইছিল না। ওরা তো আমাদের একজনকে এটাও বলল, ‘গাড়ি থেকে বের হও, নইলে পায়ে দুটি গুলি করব।’” এমন অভিজ্ঞতার পর সার্সফিল্ড ছাড়ার চিন্তাভাবনার কথাও জানিয়েছেন প্রেস্তিয়ান্নি।

লিওনার্দো হারা নামে এক খেলোয়াড়কে হুমকি দেওয়া হয় গুলির। স্থানীয় এক বেতারকেন্দ্রে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন বোকা জুনিয়র্সের সাবেক এই ডিফেন্ডার, ‘ওরা আমার সামনে একটি গাড়ি আড়াআড়ি রাখল। এরপর আমাকে গাড়ি থেকে নামতে বলে। আমার পায়ে গুলির করার হুমকিও দেয় তারা।’

ওই ঘটনার সময় সেখানে ছিলেন ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো ও ডিফেন্ডার ফ্রান্সিসকো ওর্তেগাও।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনার পর ভয়ে পুলিশের কাছে অভিযোগও করেননি খেলোয়াড়েরা। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়েই তদন্ত শুরু করেছে এবং খেলোয়াড়দের কাছে ঘটনার বর্ণনা চেয়েছে।

এ ঘটনার পরে ভেলেজ সার্সফিল্ডের কোচ সেবাস্তিয়ান মেন্দেজ জানিয়েছেন, ‘এমন ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। খেলোয়াড়দের যথার্থ নিরাপত্তা নিশ্চিত না হলে তারা অনুশীলনে ফিরবেন না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজে মসজিদে হামলা, প্রাণ গেল মুসল্লির

স্বেচ্ছায় না গেলে শরণার্থীদের যেভাবে নির্বাসিত করবে জার্মানি

কাকরাইল গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

এনসিপিতে যোগ দিয়ে যে ব্যাখ্যা দিলেন যুবলীগ নেতা

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

১০

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

১১

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

১২

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

১৩

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

১৫

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

১৬

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

১৭

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

১৮

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

১৯

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

২০
X