স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনায় হামলার শিকার ফুটবলাররা, গুলির হুমকি

নিজ দলের সমর্থকদের কাছেই হামলার শিকার হয়েছেন সার্সফিল্ডের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
নিজ দলের সমর্থকদের কাছেই হামলার শিকার হয়েছেন সার্সফিল্ডের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

প্রিয় দলের হার মানতে পারেন না কোনো ভক্তই। নানাভাবে ক্ষোভ উগড়ে দেন তারা। তবে সেটা কখনো কখনো সহিংস পর্যায়ে চলে যায়। তেমন এক ঘটনা ঘটেছে আর্জেন্টিনার ফুটবলের ঘরোয়া লিগে। দলের হার মানতে না পেরে খেলোয়াড়দের ওপর আক্রমণ চালিয়েছেন ভক্ত-সমর্থকরা।

আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে দশবারের চ্যাম্পিয়ন ভেলেজ সার্সফিল্ড। সদ্য শেষ হওয়া মৌসুমে কোনোরকমে অবনমন এড়িয়েছে উরুগুয়ের কিংবদন্তি দিয়েগো গোদিনের দল। ২৭ ম্যাচে সমান ২৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করা ক্লাবটি ২৮ দলের মধ্যে হয়েছে ২৫তম। পুরো লিগে মাত্র পাঁচ ম্যাচ জিতেছে সার্সফিল্ড, ড্র করেছে ১২টিতে, হেরেছে বাকি ১০ ম্যাচে। দলের এমন পারফরম্যান্সে বিরক্ত হয়ে খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছেন সমর্থকরা।

মৌসুমের শেষ ম্যাচে উরকানের কাছে হারের পর বাড়ি ফেরার আগে রীতিমতো সশস্ত্র আক্রমণের শিকার হয়েছেন সার্সফিল্ডের কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়।

সার্সফিল্ডের খেলোয়াড়েরা আক্রমণের শিকার হয়েছেন ভিলা অলিম্পিকা স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়াম থেকে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে খেলোয়াড়েরা বের হতেই রোষানলে পড়েন সমর্থকদের। গাড়িতে করে অস্ত্রশস্ত্র নিয়েই চড়াও হয় হামলাকারীরা।

সার্সফিল্ডের তরুণ স্ট্রাইকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ইএসপিএনকে ভয়ানক এ ঘটনার বর্ণনা দেন, “গাড়ি নিয়ে বাড়ি ফিরতে স্টেডিয়াম থেকে যখন বের হলাম, ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে ছিল এলাকাটা। এমন সময় ‘ব্রাভা ব্রাভা’ সমর্থকগোষ্ঠীর কয়েকটি গাড়ি আমাদের সামনে চলে এল। পাঁচ থেকে ছয়টি তো হবেই। তারা আমার জ্যাকেট ধরে মুখে দুবার আঘাত করে। খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

পিস্তল হাতে খেলোয়াড়দের কীভাবে হুমকি দেওয়া হয়েছে, সেটিও জানিয়েছেন ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার, “ওরা না আবার পিছু নেয়, এই ভয়ে সতীর্থদের কেউ তখন আর বাড়ি যেতে চাইছিল না। ওরা তো আমাদের একজনকে এটাও বলল, ‘গাড়ি থেকে বের হও, নইলে পায়ে দুটি গুলি করব।’” এমন অভিজ্ঞতার পর সার্সফিল্ড ছাড়ার চিন্তাভাবনার কথাও জানিয়েছেন প্রেস্তিয়ান্নি।

লিওনার্দো হারা নামে এক খেলোয়াড়কে হুমকি দেওয়া হয় গুলির। স্থানীয় এক বেতারকেন্দ্রে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন বোকা জুনিয়র্সের সাবেক এই ডিফেন্ডার, ‘ওরা আমার সামনে একটি গাড়ি আড়াআড়ি রাখল। এরপর আমাকে গাড়ি থেকে নামতে বলে। আমার পায়ে গুলির করার হুমকিও দেয় তারা।’

ওই ঘটনার সময় সেখানে ছিলেন ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো ও ডিফেন্ডার ফ্রান্সিসকো ওর্তেগাও।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনার পর ভয়ে পুলিশের কাছে অভিযোগও করেননি খেলোয়াড়েরা। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়েই তদন্ত শুরু করেছে এবং খেলোয়াড়দের কাছে ঘটনার বর্ণনা চেয়েছে।

এ ঘটনার পরে ভেলেজ সার্সফিল্ডের কোচ সেবাস্তিয়ান মেন্দেজ জানিয়েছেন, ‘এমন ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। খেলোয়াড়দের যথার্থ নিরাপত্তা নিশ্চিত না হলে তারা অনুশীলনে ফিরবেন না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দেবেন কিনা জানালেন তাসনিম জারা

সদরঘাট থেকে নৌযান চলাচল বন্ধ

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিষিদ্ধ দলকে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

নতুন করে যে দিবসগুলোতে বন্ধ থাকবে স্কুল, তালিকা প্রকাশ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সরিষা ফুলের সৌন্দর্যে দর্শনার্থীদের ভিড়, ছবি তোলার হিড়িকে দিশাহারা কৃষক

এনসিপি থেকে পদত্যাগের যৌক্তিকতা দেখছেন না সামান্তা শারমিন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুইয়া

১০

সোসাইটি ফর সোসাল সার্ভিসে বড় নিয়োগ

১১

সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

শবেমেরাজ-একুশে ফেব্রুয়ারিসহ যেসব দিনে খোলা থাকছে স্কুল, ছুটির তালিকা প্রকাশ

১৩

টানা ছুটিতে ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে পর্যটকের ঢল

১৪

আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার হোসেন

১৫

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম

১৬

রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়

১৭

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

১৮

এসিআই পিএলসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৯

যশোর-৩ আসনে এনসিপি নেতা জুয়েলের মনোনয়নপত্র সংগ্রহ

২০
X