স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ শুরুর আগে কোচ রক্তাক্ত, পণ্ড লিঁও-মার্শেই ম্যাচ

ম্যাচের আগে রক্তাক্ত লিঁও কোচ ফ্যাবিও গ্রোসো। ছবি : সংগৃহীত
ম্যাচের আগে রক্তাক্ত লিঁও কোচ ফ্যাবিও গ্রোসো। ছবি : সংগৃহীত

ফুটবলে ম্যাচে মারামারি নতুন কিছু নয়। খেলোয়াড় বা সমর্থকদের মারামারিতে পণ্ড হওয়া ম্যাচের সংখ্যা নেহাত কম নয়। এবার সেই তালিকায় যোগ হলো ফরাসি লিগের ম্যাচ। ফরাসি লিগে মার্শেই-লিঁও ম্যাচ ঘিরে রক্ত ঝড়ল। রক্তাক্ত হয়েছেন লিঁওর কোচ ফ্যাবিও গ্রোসো। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ের পথে টাইব্রেকারে শেষ শট নেওয়া ইতালি তারকার কপালে একাধিক শেলাই দিতে হয়েছে। সমর্থকদের হামলা পরবর্তী ঘটনায় ম্যাচ হয়েছে পণ্ড।

স্টেড ভেলোড্রমে স্বাগতিক মার্শেইর বিপক্ষে মাঠে নামার কথা ছিল অলিম্পিক লিঁও। অতিথি দল স্টেডিয়ামে আসার সময় টিম বাস লক্ষ্য করে ঢিল ছুড়েছেন মার্শেই সমর্থকরা। চালক বাসটিকে দ্রুত নিরাপদ স্থানে নিতে গেলে স্টেডিয়ামের কংক্রিটে ধাক্কা লাগে। তাতে জানালার গ্লাস ভেঙে ফাবিও গ্রোসোর চোখের ওপরের অংশ কেটে যায়। যে কারণে একাধিক সেলাই দিতে হয়েছে। সহকারী কোচ রাফায়েলে লঙ্গোও আহত হন। ঘটনার পরও লিঁও খেলতে সম্মত হয়। কিন্তু বিস্তারিত জানার পর মত বদলান ক্লাবটির খেলোয়াড়-অফিসিয়ালরা।

‘এটা বেশ আবেগঘন বিষয়, আমাদের কোচ রক্তাক্ত যখম হয়েছেন। কিন্ত ম্যাচ খেলার বিষয়টি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত নয়। ফুটবল শারীরিক সামর্থ্য ও টেকটিক্যাল বিষয় বেশ গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতি ম্যাচ খেলার উপযোগি নয়’— বলছিলেন লিঁও প্রেসিডেন্ট জন টেক্সটর।

খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত বার্তায় বলা হয়, ‘প্রিয় সমর্থকরা, আজ রাতে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।’ ফরাসি লিগ কমিশন এ ম্যাচ ইস্যুতে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

ম্যাচ পণ্ড হওয়ার পর রেফারি ফ্রাঙ্কোইস লেটেক্সিয়ার বলেছেন, ‘লিঁও ম্যাচ খেলতে সম্মত হয়নি। যখন কোনো একটি দল আঘাতপ্রাপ্ত বা হামলার শিকার হন, তখন সুরক্ষা আইন প্রয়োগ করতে হয়। এ ম্যাচের ক্ষেত্রে সেটাই করা হয়েছে।’

ম্যাচ স্থগিত হওয়ার পর লিগ ওয়ার কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবিবার অলিম্পিক ডি মার্শেই এবং অলিম্পিক লিঁওর মধ্যে রাউন্ড ১০ এর ম্যাচ স্টেডিয়ামের বাইরের সংঘর্ষের ঘটনার পরে স্থগিত করা হয়েছে।

অরেঞ্জ ভেলোড্রোমের বাইরে লিঁওর টিম বাসের সাথে জড়িত গুরুতর ঘটনার পরে, একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে সফরকারী ক্লাবটি এই পরিস্থিতিতে খেলতে অপারগতা প্রকাশ করেছে।

অলিম্পিক ডি মার্শেই এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর, তাই স্থানীয় সময় ৮টা ৪৫এ শুরু হওয়া ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগ ওয়ান কর্তৃপক্ষ এর প্রতিযোগিতা কমিটি এখন আইনের সাথে সঙ্গতি রেখে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

শাহজালালের কার্গোতে আগুনে ক্ষতি কত, জানাল বিজিএমইএ

লঘুচাপ-নিম্নচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শরীয়তপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

সুস্থ থাকতে কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো প্রয়োজন, জেনে নিন

ফেসবুকে দিয়েছিলেন বিনামূল্যে লাশ পরিবহনের খবর, তিনিই এখন যাত্রী!

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ

১০

মোমের আলোয় প্রয়াতদের স্মরণ করেন স্বজনরা

১১

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন

১২

সব রেকর্ড ভেঙে স্বর্ণ এখন সর্বোচ্চ দামে

১৩

খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে জনগণ : রহমাতুল্লাহ

১৪

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ফরম পূরণের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি

১৫

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

১৬

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলছে ৪২ দেশের নাগরিকদের

১৭

বাগেরহাটে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

১৮

ঘাস চিবিয়ে মাঠ ‘অনুভব’ করতেন রোনালদো!

১৯

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০
X