রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ভিনিসিয়ুস জুনিয়রকে সমর্থন দিতে স্প্যানিশ রাজধানী মাদ্রিদের সংবাদমাধ্যম, সমর্থক এবং ক্লাবের প্রতি সরাসরি বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্রাজিল ও স্পেনে ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে আনচেলত্তি স্পষ্ট করেছেন যে এই ব্রাজিলিয়ান তারকার ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস এখনও তার সেরা ফর্মে নেই, তবে তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনো তাড়াহুড়া করছি না। দল গোল করেছে এবং ভিনিসিয়াস গোলগুলোতে ভূমিকা রাখছে। তার পারফরম্যান্স নিয়ে আমার একটুও চিন্তা নেই। তিনি সব সময় কঠোর পরিশ্রম করেন এবং তার সবকিছু দেন। আমি তার প্রতি সন্তুষ্ট। প্রত্যেকে সবসময় ১০০% ফর্মে থাকবে, এটা ভাবা ভুল।’
অবশ্য ভিনিসিয়ুসকে ঘিরে এমন তীব্র সমালোচনার একটি কারণ হলো সৌদি আরবের আল-আহলি ক্লাব থেকে আগ্রহের গুঞ্জন, যা গত বৃহস্পতিবার সৌদি ক্লাবটির এক পরিচালক নিশ্চিত করেন। তবে আনচেলত্তি মনে করেন না যে এই বিষয়টি ভিনিসিয়ুসকে প্রভাবিত করবে।
তিনি বলেন, ‘আমি জানি না কোনো প্রস্তাব এসেছে কি না, তবে আমি প্রতিদিন তার সাথে কথা বলি। আমরা কখনো এই বিষয়ে আলোচনা করিনি। ভিনিসিয়ুস ফুটবল খেলা এতটাই ভালোবাসে যে মাঠের বাইরের কিছুই তার ফোকাস নষ্ট করতে পারবে না। তার মূল লক্ষ্য ফুটবল খেলা।’
আন্তর্জাতিক মঞ্চে ভিনিসিয়ুসের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন করা হয় আনচেলত্তিকে, বিশেষ করে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। কেউ কেউ এমনকি তাকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন। ভিনিসিয়ুস অবশ্য দাবি করেন, দক্ষিণ আমেরিকায় বলের গতি অনেক ধীর, তবে আনচেলত্তি ভিনিসিয়ুসের বাজে ফর্মের জন্য অন্য কারণ খুঁজে পেয়েছেন ।
আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলের সমস্যা, যা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, একটি সাধারণ সমস্যা। তারা তাদের সেরা ফর্ম খুঁজে পেতে সমস্যায় পড়ছে। এটি ভিনিসিয়ুসের সমস্যা নয়, বরং পুরো দলের সমস্যা। আমরা তার পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি তার সেরা অবস্থানে নেই, তবে কেউই সবসময় সেরা অবস্থায় থাকতে পারে না।’
আনচেলত্তি আরও বলেন, ‘আমরা ভুলে যেতে পারি না যে ভিনিসিয়ুসের জন্যই আমরা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। তাকে অনেক ভালোবাসা দিতে হবে, এখানে, রিয়াল মাদ্রিদে।’
সংবাদ সম্মেলনের শেষে তার মন্তব্যগুলো বেশ ইঙ্গিতপূর্ণ ছিল। ক্লাবের কিছু সদস্য নাকি ভিনিসিয়ুসের স্পেনে বিশ্বকাপ আয়োজনে অস্বস্তির কথার সমালোচনায় সন্তুষ্ট নয়। আনচেলত্তি পরিষ্কারভাবে তার তারকাকে ক্লাবের পক্ষ থেকে আরও সুরক্ষা এবং সমর্থন দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন