স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাফুফে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল

সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সভাপতি পদে না লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরপরই বাফুফে নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ তার এই সিদ্ধান্তের কথা জানান। তার বক্তব্যের মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে তিনি আসন্ন নির্বাচনে ফুটবল সংশ্লিষ্টদের সমর্থন নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে বাফুফের চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন এবার নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশ ফুটবলে একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। সালাউদ্দিনের অবর্তমানে সভাপতি পদে নতুন নেতৃত্বের আগমন স্পষ্ট হয়ে ওঠে। তার সিদ্ধান্তের পরপরই ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন প্রথমে প্রার্থীতা ঘোষণা করেন। তরফদারের এই আকস্মিক ঘোষণায় নির্বাচনী প্রেক্ষাপট বেশ কিছুটা বদলে যায় এবং তাবিথ আউয়ালের সিদ্ধান্ত নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।

এদিকে তাবিথ আউয়াল দীর্ঘদিন ধরে বাফুফে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তার সভাপতির পদে প্রার্থী হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে, আজকের সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ‘বাফুফে নির্বাচনে আমি সভাপতি নির্বাচন করতে আগ্রহী। ফুটবল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’ তিনি আরও যোগ করেন, ‘এই ঘোষণা আনুষ্ঠানিক হবে যখন আমি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করব।’

তরফদার রুহুল আমিন ইতোমধ্যে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন এবং নির্বাচনে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য আমি প্রস্তুত। অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা করছি।’

তাবিথ আউয়ালও আশাবাদী যে তিনি নির্বাচনে জিতবেন। তিনি উল্লেখ করেন, ‘কাউন্সিলররা আমাকে দুইবার সহ-সভাপতি নির্বাচিত করেছে। আশা করি এবারও তারা আমাকে সমর্থন করবেন এবং সভাপতি পদে ভোট দেবেন।’

তাবিথ আরও জানান, নির্বাচনী প্যানেল গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করবেন। তার ভাষায়, ‘আমি সভাপতি পদে আগ্রহ প্রকাশ করেছি। এখন নির্বাচনে অন্য পদে কারা ইচ্ছুক, তাদের সঙ্গে আলোচনা করে প্যানেল গঠন করব।’

তাবিথ আউয়ালের প্রার্থীতা বাংলাদেশের ফুটবলে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে বলে অনেকেই মনে করছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে জড়িত এবং তার অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা বাফুফেকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তাবিথ ফুটবলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপো অনুষ্ঠিত

শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া

৫০০ কোটির ক্লাবে আমির খানের যে চার সিনেমা

সোহেল বহিষ্কার, নতুন ভারপ্রাপ্ত মহাসচিব পেল এনডিপি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

রাত ১০টার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকার নির্দেশ

প্রশাসনে ৫ বড় পদে রদবদল

সাবেক সিইসি নুরুল হুদার জামিন মেলেনি

সাজানো অভিযান / কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

১০

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

১১

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

১২

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

১৩

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

১৪

কম্পিউটার সমিতির সভাপতি জহিরুলকে সনির শুভেচ্ছা

১৫

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ

১৬

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

১৭

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

১৮

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৯

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

২০
X