স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপের ফাইনালের ভেন্যু চূড়ান্ত

ক্লাব বিশ্বকাপের ট্রফি ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের ট্রফি ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

২০২৫ সালে বেশ বড় করেই হবে ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের অংশ গ্রহণে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ফিফার এ টুর্নামেন্ট। নতুন ফরম্যাটের এ টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে হবে আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল।

জুলাইয়ে শেষ হওয়া কোপা আমেরিকা কাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। এ কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে মার্কিনিরা। বিশ্ব আসরে ভেন্যু হিসেবে থাকবে নিউ লাইফ স্টেডিয়াম।

সূচি অনুযায়ী ২০২৫ সালের ১৫ জুন শুরু হওয়ার কথা ফিফা ক্লাব বিশ্বকাপ। আর শেষ হবে ১৩ জুলাই। সর্বমোট ১২টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো। নিউ জার্সি ছাড়াও ভেন্যু হিসেবে আরও থাকছে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, জিওডিস পার্ক, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, অডি ফিল্ড, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।

চলতি বছর ডিসেম্বরে হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র। অংশগ্রহণকারী ৩২ দলের মধ্যে নিশ্চিত হয়েছে ৩০ দল। ২০০০ সালে ক্লাবগুলোকে নিয়ে বিশ্বকাপ চালু করে ফিফা। ২০২২ সালে আরও বড় করে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ২০২৫ সাল থেকে ৩২ দলের অংশগ্রহণে হবে ক্লাব বিশ্বকাপ।

ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকা ৬টি, আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকার ৪টি করে ক্লাব অংশ নেবে ফিফা এই টুর্নামেন্টে। বাকি দুটির দলের একটি ওশেনিয়া মহাদেশের এবং অপরটি স্বাগতিক দেশের ক্লাব।

ইউরোপীয় ক্লাবগুলো মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দল। লাতিন আমেরিকা থেকে থাকবে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, রিভারপ্লেট, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।

ফিফা সভাপতি ক্লাব বিশ্বকাপ নিয়ে বলেন, ‘এই নতুন ফিফা প্রতিযোগিতা বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে সত্যিকারের সংহতি এবং অন্তর্ভুক্তির সত্যিকারের এক উদাহরণ হয়ে থাকবে, যা আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার সেরা ক্লাবগুলোকে নতুন বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ দিয়েছে। এটি বিশ্বব্যাপী ক্লাব ফুটবল এবং প্রতিভা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১২

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

১৩

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

১৪

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

১৫

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

১৬

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

১৭

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

১৮

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

১৯

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

২০
X