স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১০০০ গোলের কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার ফুটবল মাঠে নজর কাড়লেন। সিআরসেভেনের অসাধারণ পারফরম্যান্সে আল-নাসর ৩-০ ব্যবধানে আল-ওরোবাকে হারিয়েছে সৌদি প্রো লিগে। পর্তুগিজ সুপারস্টার এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থ সাদিও মানের জন্য একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। রোনালদো তার অসাধারণ ক্যারিয়ারের ১০০০ গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, বর্তমানে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫-এ।

৩৮ বছর বয়সে এসেও রোনালদো বারবার প্রমাণ করছেন, তার ট্যাংকে এখনো অনেক জ্বালানি বাকি আছে।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। রোনালদো ঠান্ডা মাথায় বলটি জালে জড়ান। এই গোলটি ছিল তার চলতি মৌসুমে নয় ম্যাচে অষ্টম গোল। অনেকে ধারণা করেছিল, রোনালদোর ক্যারিয়ারের শেষ সময় এসে গেছে, কিন্তু তার ধারাবাহিক পারফরম্যান্স সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

শুধু গোল করাই নয়, রোনালদো পুরো খেলায় তার সক্রিয় ভূমিকা দেখিয়েছেন। তার খেলার অংশগ্রহণই ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে দ্বিতীয় গোলের সময়, তিনি বাম প্রান্তে সাদিও মানের সাথে দারুণ লিঙ্ক-আপ করে একটি নিখুঁত পাস দেন, যেটি মানে জালে জড়িয়ে দেন।

ম্যাচটি কেবল রোনালদোর নয়, সাদিও মানেরও ছিল। সেনেগালিজ তারকা দুই গোল করে ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্টেফানো পিওলির অধীনে মানে তার সেরা ফর্মে ফিরেছেন। পিওলির অধীনে তিনি পাঁচ ম্যাচে চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন, যা তার আগের কোচ লুইস কাস্ত্রোর সময়ের তুলনায় বিশাল উন্নতি।

পিওলির নেতৃত্বে আল-নাসর টানা পাঁচ ম্যাচে জয়ী হয়েছে এবং আগের চেয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলছে। এখন তারা লীগ টেবিলে শীর্ষস্থানে থাকা আল-হিলালের থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে, যা শিরোপার জন্য তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

ম্যাচের শেষ গোলটি আসে ৬৬তম মিনিটে। বুশালের নিখুঁত ক্রসে মানে প্রথম ছোঁয়াতেই গোল করেন এবং আল-নাসরের জয় নিশ্চিত করেন। এই গোলটি মানের ফর্ম পুনরুদ্ধারের প্রতীক, যেটি তাকে আবার বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মধ্যে নিয়ে এসেছে।

রোনালদো তার খেলা প্রতি সময় নতুনভাবে প্রমাণ করে যাচ্ছেন। ৩৮ বছর বয়সে এসেও তার প্যাশন, পেশাদারিত্ব এবং ফুটবলের প্রতি নিবেদন অটুট রয়েছে। আল-নাসরের জার্সিতে প্রতিটি ম্যাচে তিনি তার কিংবদন্তী মর্যাদা আরও বাড়িয়ে তুলছেন এবং দেখাচ্ছেন যে তিনি এখনো বিশ্বের সেরাদের মধ্যে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

বিএনপিতে যোগ দিলেন কৃষক লীগের সাবেক ২ নেতা

‘মোটরসাইকেলটিকে ১শ মিটার টেনে নিয়ে যায় ঘাতক বাস’

তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

সীমান্তে মর্টারশেলের শব্দ, আতঙ্কে এলাকাবাসী

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদ

নৌবাহিনী থামাল মিয়ানমারে সিমেন্ট পাচার

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফয়সালের জামিন বিতর্ক নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

১০

‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন ব্রাদার’

১১

মানবপাচার মোকাবিলায় ভুক্তভোগী কেন্দ্রিক আইনজীবী গড়ে তোলার আহ্বান

১২

লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে বিজয় দিবসের আলোচনা সভা

১৩

সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

১৪

রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

১৫

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার শেখ আব্দুল্লাহর

১৬

হাদির বিষয়ে ড. ইউনূসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

১৭

অবশেষে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

১৮

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

২০
X