স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১০০০ গোলের কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার ফুটবল মাঠে নজর কাড়লেন। সিআরসেভেনের অসাধারণ পারফরম্যান্সে আল-নাসর ৩-০ ব্যবধানে আল-ওরোবাকে হারিয়েছে সৌদি প্রো লিগে। পর্তুগিজ সুপারস্টার এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থ সাদিও মানের জন্য একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। রোনালদো তার অসাধারণ ক্যারিয়ারের ১০০০ গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, বর্তমানে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫-এ।

৩৮ বছর বয়সে এসেও রোনালদো বারবার প্রমাণ করছেন, তার ট্যাংকে এখনো অনেক জ্বালানি বাকি আছে।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। রোনালদো ঠান্ডা মাথায় বলটি জালে জড়ান। এই গোলটি ছিল তার চলতি মৌসুমে নয় ম্যাচে অষ্টম গোল। অনেকে ধারণা করেছিল, রোনালদোর ক্যারিয়ারের শেষ সময় এসে গেছে, কিন্তু তার ধারাবাহিক পারফরম্যান্স সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

শুধু গোল করাই নয়, রোনালদো পুরো খেলায় তার সক্রিয় ভূমিকা দেখিয়েছেন। তার খেলার অংশগ্রহণই ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে দ্বিতীয় গোলের সময়, তিনি বাম প্রান্তে সাদিও মানের সাথে দারুণ লিঙ্ক-আপ করে একটি নিখুঁত পাস দেন, যেটি মানে জালে জড়িয়ে দেন।

ম্যাচটি কেবল রোনালদোর নয়, সাদিও মানেরও ছিল। সেনেগালিজ তারকা দুই গোল করে ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্টেফানো পিওলির অধীনে মানে তার সেরা ফর্মে ফিরেছেন। পিওলির অধীনে তিনি পাঁচ ম্যাচে চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন, যা তার আগের কোচ লুইস কাস্ত্রোর সময়ের তুলনায় বিশাল উন্নতি।

পিওলির নেতৃত্বে আল-নাসর টানা পাঁচ ম্যাচে জয়ী হয়েছে এবং আগের চেয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলছে। এখন তারা লীগ টেবিলে শীর্ষস্থানে থাকা আল-হিলালের থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে, যা শিরোপার জন্য তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

ম্যাচের শেষ গোলটি আসে ৬৬তম মিনিটে। বুশালের নিখুঁত ক্রসে মানে প্রথম ছোঁয়াতেই গোল করেন এবং আল-নাসরের জয় নিশ্চিত করেন। এই গোলটি মানের ফর্ম পুনরুদ্ধারের প্রতীক, যেটি তাকে আবার বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মধ্যে নিয়ে এসেছে।

রোনালদো তার খেলা প্রতি সময় নতুনভাবে প্রমাণ করে যাচ্ছেন। ৩৮ বছর বয়সে এসেও তার প্যাশন, পেশাদারিত্ব এবং ফুটবলের প্রতি নিবেদন অটুট রয়েছে। আল-নাসরের জার্সিতে প্রতিটি ম্যাচে তিনি তার কিংবদন্তী মর্যাদা আরও বাড়িয়ে তুলছেন এবং দেখাচ্ছেন যে তিনি এখনো বিশ্বের সেরাদের মধ্যে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সিবিউন-সঞ্জয়

দুবাইয়ে তৈরি হচ্ছে নতুন বিপিএল ট্রফি, মূল্য কত?

কাফনের কাপড় বেঁধে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রার্থী ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে যে শর্ত দিল জাপা

টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন ভুটানের স্পিনার

দায়িত্ব গ্রহণের পর যে বার্তা দিলেন শিবিরের নতুন সভাপতি

২০২৬ সালে কি বিশ্ব রাজনীতি বদলে দেবেন ট্রাম্প?

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

১০

মাঝরাস্তায় আতশবাজি ফাটিয়ে জন্মদিন উদ্‌যাপন, যানজট ঘিরে উত্তেজনা

১১

শূকর ধরতে গিয়ে কামড় খেলেন বনকর্মীরা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৩

ক্রেতায় ঠাসা শপিংমল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

কাবা শরিফে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক মুসল্লির

১৫

শাহবাগে দাঁড়িয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুললেন জুমা

১৬

ভারতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার হুমকি

১৭

১২৩ বছরের অ্যাশেজ ইতিহাস নতুন করে লিখল বক্সিং ডে টেস্ট

১৮

ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের

১৯

তারেক রহমানের সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ করল বিএনপি

২০
X