স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১০০০ গোলের কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার ফুটবল মাঠে নজর কাড়লেন। সিআরসেভেনের অসাধারণ পারফরম্যান্সে আল-নাসর ৩-০ ব্যবধানে আল-ওরোবাকে হারিয়েছে সৌদি প্রো লিগে। পর্তুগিজ সুপারস্টার এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থ সাদিও মানের জন্য একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। রোনালদো তার অসাধারণ ক্যারিয়ারের ১০০০ গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, বর্তমানে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫-এ।

৩৮ বছর বয়সে এসেও রোনালদো বারবার প্রমাণ করছেন, তার ট্যাংকে এখনো অনেক জ্বালানি বাকি আছে।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। রোনালদো ঠান্ডা মাথায় বলটি জালে জড়ান। এই গোলটি ছিল তার চলতি মৌসুমে নয় ম্যাচে অষ্টম গোল। অনেকে ধারণা করেছিল, রোনালদোর ক্যারিয়ারের শেষ সময় এসে গেছে, কিন্তু তার ধারাবাহিক পারফরম্যান্স সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

শুধু গোল করাই নয়, রোনালদো পুরো খেলায় তার সক্রিয় ভূমিকা দেখিয়েছেন। তার খেলার অংশগ্রহণই ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে দ্বিতীয় গোলের সময়, তিনি বাম প্রান্তে সাদিও মানের সাথে দারুণ লিঙ্ক-আপ করে একটি নিখুঁত পাস দেন, যেটি মানে জালে জড়িয়ে দেন।

ম্যাচটি কেবল রোনালদোর নয়, সাদিও মানেরও ছিল। সেনেগালিজ তারকা দুই গোল করে ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্টেফানো পিওলির অধীনে মানে তার সেরা ফর্মে ফিরেছেন। পিওলির অধীনে তিনি পাঁচ ম্যাচে চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন, যা তার আগের কোচ লুইস কাস্ত্রোর সময়ের তুলনায় বিশাল উন্নতি।

পিওলির নেতৃত্বে আল-নাসর টানা পাঁচ ম্যাচে জয়ী হয়েছে এবং আগের চেয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলছে। এখন তারা লীগ টেবিলে শীর্ষস্থানে থাকা আল-হিলালের থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে, যা শিরোপার জন্য তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

ম্যাচের শেষ গোলটি আসে ৬৬তম মিনিটে। বুশালের নিখুঁত ক্রসে মানে প্রথম ছোঁয়াতেই গোল করেন এবং আল-নাসরের জয় নিশ্চিত করেন। এই গোলটি মানের ফর্ম পুনরুদ্ধারের প্রতীক, যেটি তাকে আবার বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মধ্যে নিয়ে এসেছে।

রোনালদো তার খেলা প্রতি সময় নতুনভাবে প্রমাণ করে যাচ্ছেন। ৩৮ বছর বয়সে এসেও তার প্যাশন, পেশাদারিত্ব এবং ফুটবলের প্রতি নিবেদন অটুট রয়েছে। আল-নাসরের জার্সিতে প্রতিটি ম্যাচে তিনি তার কিংবদন্তী মর্যাদা আরও বাড়িয়ে তুলছেন এবং দেখাচ্ছেন যে তিনি এখনো বিশ্বের সেরাদের মধ্যে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খুনিদের বিচার না করলে বর্তমান সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে’

দাদাগিরি করতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়ছে ভারত : মুরাদ

বগুড়ায় ডা. জুবাইদার লেখা বই বিতরণ ও ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

হৃদরোগীদের জন্য ডা. জোবায়দা রহমানের পরামর্শমূলক বই বিতরণ উদ্বোধন

মাহমুদউল্লাহ পারেন কিন্তু বাকিরা…

ফ্যাসিবাদের হোতা আ.লীগের বিচার হবেই হবে : প্রিন্স

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১

কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

২৫ সালের মধ্যে নির্বাচন করা যেতে পারে : জামায়াত সেক্রেটারি

দুঃসংবাদ দিল তিতাস গ্যাস

১০

যথাযোগ্য মর্যাদায় ‘বুদ্ধিজীবী দিবস’ ও ‘বিজয় দিবস’ পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

১১

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে ২ পাচারকারী আটক

১২

ফিক্সিংয়ের প্রস্তাব; গ্রেপ্তার সাকিবদের মালিক

১৩

মার্কিন উপকূলে ইরানের যুদ্ধজাহাজ, আকাশে উড়ছে ড্রোন!

১৪

নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশের

১৫

বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি

১৬

জিএমপির ডিসি কার্যালয়ের সামনে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

১৭

আ.লীগের চরিত্র বদলায়নি : জামায়াত আমির

১৮

২৫ মার্চ কালরাতে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন কবি হেলাল হাফিজ

১৯

বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু

২০
X