স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১০০০ গোলের কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার ফুটবল মাঠে নজর কাড়লেন। সিআরসেভেনের অসাধারণ পারফরম্যান্সে আল-নাসর ৩-০ ব্যবধানে আল-ওরোবাকে হারিয়েছে সৌদি প্রো লিগে। পর্তুগিজ সুপারস্টার এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থ সাদিও মানের জন্য একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। রোনালদো তার অসাধারণ ক্যারিয়ারের ১০০০ গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, বর্তমানে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫-এ।

৩৮ বছর বয়সে এসেও রোনালদো বারবার প্রমাণ করছেন, তার ট্যাংকে এখনো অনেক জ্বালানি বাকি আছে।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। রোনালদো ঠান্ডা মাথায় বলটি জালে জড়ান। এই গোলটি ছিল তার চলতি মৌসুমে নয় ম্যাচে অষ্টম গোল। অনেকে ধারণা করেছিল, রোনালদোর ক্যারিয়ারের শেষ সময় এসে গেছে, কিন্তু তার ধারাবাহিক পারফরম্যান্স সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

শুধু গোল করাই নয়, রোনালদো পুরো খেলায় তার সক্রিয় ভূমিকা দেখিয়েছেন। তার খেলার অংশগ্রহণই ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে দ্বিতীয় গোলের সময়, তিনি বাম প্রান্তে সাদিও মানের সাথে দারুণ লিঙ্ক-আপ করে একটি নিখুঁত পাস দেন, যেটি মানে জালে জড়িয়ে দেন।

ম্যাচটি কেবল রোনালদোর নয়, সাদিও মানেরও ছিল। সেনেগালিজ তারকা দুই গোল করে ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্টেফানো পিওলির অধীনে মানে তার সেরা ফর্মে ফিরেছেন। পিওলির অধীনে তিনি পাঁচ ম্যাচে চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন, যা তার আগের কোচ লুইস কাস্ত্রোর সময়ের তুলনায় বিশাল উন্নতি।

পিওলির নেতৃত্বে আল-নাসর টানা পাঁচ ম্যাচে জয়ী হয়েছে এবং আগের চেয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলছে। এখন তারা লীগ টেবিলে শীর্ষস্থানে থাকা আল-হিলালের থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে, যা শিরোপার জন্য তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

ম্যাচের শেষ গোলটি আসে ৬৬তম মিনিটে। বুশালের নিখুঁত ক্রসে মানে প্রথম ছোঁয়াতেই গোল করেন এবং আল-নাসরের জয় নিশ্চিত করেন। এই গোলটি মানের ফর্ম পুনরুদ্ধারের প্রতীক, যেটি তাকে আবার বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মধ্যে নিয়ে এসেছে।

রোনালদো তার খেলা প্রতি সময় নতুনভাবে প্রমাণ করে যাচ্ছেন। ৩৮ বছর বয়সে এসেও তার প্যাশন, পেশাদারিত্ব এবং ফুটবলের প্রতি নিবেদন অটুট রয়েছে। আল-নাসরের জার্সিতে প্রতিটি ম্যাচে তিনি তার কিংবদন্তী মর্যাদা আরও বাড়িয়ে তুলছেন এবং দেখাচ্ছেন যে তিনি এখনো বিশ্বের সেরাদের মধ্যে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা সাম্য নিহত

রাতে বাস থামিয়ে তিন পদের ২৮ মণ মাছ জব্দ

আওয়ামী দোসরদের বের করবে জুলাই ঐক্য, শুরু সচিবালয় থেকে

প্রতিপক্ষের হামলা / জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ আহত ৭

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা

কৌশলের রাজনীতি মানুষ দেখতে চায় না : চরমোনাই পীর

টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

খুবি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের মালিকের স্বীকারোক্তি

১০

নরসিংদীতে ভুয়া জুলাইযোদ্ধা তালিকা ও শিক্ষার্থীকে কুপিয়ে জখমের প্রতিবাদ

১১

ববি ভিসিসহ প্রো-ভিসি ও ট্রেজারার অপসারণ

১২

আশুলিয়ায় যুবদলের লিফলেট বিতরণ / ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম

১৩

চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রে একাধিক ভুল, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

১৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির এক সদস্যকে বহিষ্কার 

১৫

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির বর্ষপূর্তি উদযাপন

১৬

বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে শোকজ

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ১৪২ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র চুক্তি

১৮

বেতন-পদোন্নতি নিয়ে চিকিৎসকদের সুখবর দিল সরকার

১৯

সাবেক এমপি আনার হত্যার এক বছর : মরদেহের খণ্ডাংশের অপেক্ষায় স্বজনরা

২০
X