বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টেন হাগের পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে জাভি!

এরিক টেন হাগ ও জাভি। ছবি : সংগৃহীত
এরিক টেন হাগ ও জাভি। ছবি : সংগৃহীত

চাপে থাকা বর্তমান ম্যানেজার এরিক টেন হাগের পরিবর্তে সাবেক বার্সেলোনা কোচ জাভিকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বিখ্যাত দল ম্যানচেস্টার ইউনাইটেড। এমন খবরই ছড়িয়ে পড়েছে ইউরোপিয়ান গণমাধ্যমে। চলতি মৌসুমে ইউনাইটেডের দুর্বল পারফরম্যান্সের কারণে টেন হাগ ব্যাপক চাপের মুখে রয়েছেন। প্রিমিয়ার লিগের প্রথম ছয় ম্যাচের মধ্যে তিনটি হারার পাশাপাশি, তারা ইউরোপা লিগের প্রথম দুটি গ্রুপ ম্যাচে ড্র করেছে।

খবরে বলা হয়েছে, ইউনাইটেডের ম্যানেজমেন্ট ইতোমধ্যে টেন হাগের বিকল্প খুঁজতে শুরু করেছে, যেখানে শীর্ষ তালিকায় রয়েছেন জাভি। বার্সেলোনার কোচ হিসেবে লা লিগা এবং সুপারকোপা দে এস্পানা জেতা জাভি বর্তমানে বেকার রয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফ নাকি আসন্ন অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে উপস্থিত থাকবেন, যেখানে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, ক্লাবের শীর্ষ কর্তৃপক্ষ মঙ্গলবার (৮ অক্টোবর) একটি বৈঠক করার পরিকল্পনা করছে, যা ম্যানেজারের ভাগ্য নির্ধারণ করতে পারে।

ইউনাইটেড নাকি জাভিকে দলে টানার জন্য একটি চমকপ্রদ কৌশল নিয়ে ভাবছে। এর মধ্যে রয়েছে বার্সেলোনার মিডফিল্ডার ফারমিন লোপেজকেও দলে নেওয়ার প্রস্তাব। ২১ বছর বয়সী লোপেজ গত মৌসুমে জাভির অধীনে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং তার প্রতি জাভির বিশেষ আগ্রহ রয়েছে। ইনজুরির কারণে সাম্প্রতিক ম্যাচগুলোতে খেলতে না পারলেও, লোপেজ লা লিগায় আটটি গোল করেছিলেন।

বার্সেলোনা লোপেজকে ধরে রাখতে চাইলেও, ম্যানচেস্টার ইউনাইটেড বড় অঙ্কের প্রস্তাব নিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। জাভির সঙ্গে লোপেজের ঘনিষ্ঠ সম্পর্ক ইউনাইটেডের পক্ষে একটি সুবিধা হতে পারে, যা জাভিকে ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে প্ররোচিত করতে পারে।

বার্সেলোনা লোপেজকে ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছে এবং তাকে ছাড়তে চাইছে না। তবে ইউনাইটেডের আর্থিক ক্ষমতা এবং লোপেজ ও জাভির পুনর্মিলনের সুযোগ বার্সেলোনার জন্য উপেক্ষা করা কঠিন হতে পারে।

যেহেতু ইউনাইটেড তাদের মৌসুমে উন্নতি করতে মরিয়া, তাই টেন হাগের ওপর চাপ বেড়েই চলছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে আসন্ন ম্যাচ থেকে ভালো ফলাফল আনতে হবে তাকে। জাভি ইউনাইটেডের সঙ্গে যুক্ত হবেন কি না, তা সময়ই বলে দেবে, তবে তার নাম ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১০

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১১

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১২

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

১৩

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

১৪

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

১৫

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

১৬

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

১৭

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

১৯

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

২০
X