স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বিরতিতে সুপার পাওয়ারদের ম্যাচের সূচি

ফুটবল। প্রতীকী ছবি
ফুটবল। প্রতীকী ছবি

ক্লাব ফুটবলে চলছে বিরতি। আন্তর্জাতিক ফুটবলে বুঁদ হয়ে থাকবেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। লাতিন আমেরিকা অঞ্চলে চলবে বিশ্বকাপ বাছাই পর্ব আর ইউরোপে মাঠে গড়াবে নেশন্স লিগের ম্যাচ।

এ সময়ে ফুটবলীয় লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মার্নি, ফ্রান্স, পর্তুগাল, ইতালির মতো ফুটবলের পাওয়ার হাউসরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে ব্রাজিল। দীর্ঘসময় ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখা যাচ্ছে না চেনা ছন্দে।

২০২২ সালে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বাদ পড়ে ব্রাজিল। মাঠের ফুটবলে টানা ব্যর্থতার পাশাপাশি সেলেসাওরা কোচ নিয়েও পড়ে জটিলতায়। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দরিভাল জুনিয়রকে স্থায়ীভাবে নিয়োগ দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

শুরুটা ভালো হলেও কোপা আমেরিকা কাপ থেকে আবারও ব্যর্থতার বৃত্তে পড়ে ব্রাজিল। এমনকি সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে হেরে যায় তারা। আসছে দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৬ অক্টোবর সকাল পৌনে ৭টায় পেরুর বিপক্ষে লড়বে সেলেসাওরা। এই দুই ম্যাচে দলের সেরা তারকাদের মধ্যে নেইমার, অ্যালিসন, ভিনিসিয়ুস জুনিয়র ও এদের মিলিতাওকে পাবে না ব্রাজিল। এমন ভঙ্গুর দল নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে তো ব্রাজিল?

অন্যদিকে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের ৮ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। যদিও সবশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় লিওনেল স্কালোনির দল।

চোট কাটিয়ে প্রায় দুই মাস পর ফিরেছেন লিওনেল মেসি। তবে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা ও মার্কাস আকুনার ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টাইন কোচের কপালে।

১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা ও ১৬ অক্টোবর সকাল ৬টায় মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। মূল একাদশের সেরা তারকাদের ছাড়া কেমন হয় আর্জেন্টিনার মাঠের পারফরম্যান্স সেটাই এখন দেখার বিষয়।

দক্ষিণ আমেরিকা ছেড়ে এবার আসা যাক ইউরোপে। উয়েফা নেশন্স লিগে নিজেদের গ্রুপে শীর্ষে আছে জার্মানি। দীর্ঘ সময় ধরে ব্যর্থতার পর ইউলিয়ান নাগেলসমানের কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবারের আন্তর্জাতিক বিরতিতে ১১ অক্টোবর বসনিয়া-হার্জেগোভিনা (রাত পৌনে ১টা) আর ১৪ অক্টোবর একই সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের চেষ্টায় থাকবে জার্মানরা।

গত মাসে আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলে ফ্রান্স। ইতালির কাছে ৩-১ গোলে হারলেও বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় পায় দিদিয়ের দেশমের দল। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে ফরাসিরা লড়বে ইসরায়েল (১০ অক্টোবর, রাত পৌনে ১টা) এবং বেলজিয়ামের (১৪ অক্টোবর, রাত পৌনে ১টা) বিপক্ষে।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সকে হারায় ইতালি। সে ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবারের আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচে বেলজিয়াম (১০ অক্টোবর, রাত পৌনে ১টা) এবং পরের ম্যাচে ইসরায়েলের (১৪ অক্টোবর, রাত পৌনে ১টা) মুখোমুখি হবে ইতালিয়ানরা।

গত মাসে আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচের দুটিতেই জয় পায় পর্তুগাল। এবারের আন্তর্জাতিক বিরতিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর নজর থাকবে ভক্ত-সমর্থকদের। এবার ১২ অক্টোবর রাত পৌনে ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। আর ১৫ অক্টোবর একই সময়ে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে রোনালদোরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্কারে যাচ্ছে ইরানের ছবি 

এমবাপ্পের দুই পেনাল্টিতে রিয়ালের রোমাঞ্চকর জয়

বাংলাদেশের জয়ের পর গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের চিত্র

প্রথম বলে উইকেট আর ম্যাচ সেরা হওয়ার পর নাসুমের প্রতিক্রিয়া

জীবন দেব তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না : ইশরাক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর যা বললেন লিটন

একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

১০

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

১১

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

১২

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

১৩

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

১৪

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

১৫

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

১৬

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

১৭

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

১৮

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

১৯

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

২০
X