স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এই মাঠে খেলা উচিত ছিল না’

বৃষ্টিভেজা মাঠে খেলতে আগ্রহী ছিলেন না স্কালোনি। ছবি : সংগৃহীত
বৃষ্টিভেজা মাঠে খেলতে আগ্রহী ছিলেন না স্কালোনি। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর খেলাধুলার অনুপযুক্ত অবস্থার বিষয়ে তার হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি।

ভারি বৃষ্টিপাতের ফলে মাঠে জমে থাকা পানির কারণে ম্যাচটি ৩০ মিনিট দেরিতে শুরু হয়। স্কালোনির মতে, এমন পরিস্থিতিতে ম্যাচ খেলার শর্ত পূরণ হয়নি।

ম্যাচের পর স্কালোনি বলেন, ‘খেলার উপযুক্ত শর্ত আজ ছিল না। এটা পরিষ্কার। রেফারি সিদ্ধান্ত নিয়েছেন, আর আমরা তা মেনে নিয়েছি। তবে স্পষ্টতই, ম্যাচের জন্য এই পরিস্থিতি ছিল অনুপযুক্ত।’

তার মতে, ম্যাচটি আরও একদিন পিছিয়ে খেলানো যেতে পারত, কিন্তু তা করা হয়নি।

আর্জেন্টনাইন কোচ বলেন, ‘বৃহস্পতিবার খেলার পরিবর্তে আমরা শুক্রবার খেলতে পারতাম, কিন্তু সেটা আরেকটা বিষয়। যখন মাঠের শর্ত খেলার জন্য যথাযথ না থাকে তখন খেলা উচিত নয়।’

স্কালোনি পরে টিওআইসি স্পোর্টসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন যে, তিনি ম্যাচের রেফারির সঙ্গে কথা বলেছেন যেখানে রেফারি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বল যদি মাঠে না গড়ায় তাহলে তিনি খেলা বন্ধ করবেন।

‘রেফারি আমাকে বলেছিলেন যে, যদি বল ঠিকভাবে না গড়ায়, তিনি খেলা বন্ধ করবেন। কিন্তু বল ঠিকমতো গড়াচ্ছিল না, এটা স্পষ্ট ছিল। নিয়মগুলো হয়তো অন্যকিছু বলে, কিন্তু ম্যাচের জন্য এটা ভালো ছিল না,’ বলেন স্ক্যালোনি।

ক্যাপ্টেন লিওনেল মেসিও মাঠের অবস্থায় হতাশা প্রকাশ করে বলেন, ‘মাঠের অবস্থা আমাদের খেলায় বড় বাধা সৃষ্টি করেছিল। আমরা একটার পর একটা পাস করতে পারছিলাম না। দ্বিতীয়ার্ধে ডানদিকে কিছুটা ভালো ছিল, কিন্তু এমন মাঠে খেলা খুব কঠিন।’

মেসি আরও বলেন, ‘আমরা যে ধরনের খেলা খেলতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। আমাদের অন্য ধরনের খেলা খেলতে হয়েছিল, যেটা আমরা প্রস্তুত করিনি। আমরা শুধু লড়াই করেছি, প্রতিপক্ষের ভুলের সুযোগ নেওয়ার চেষ্টা করেছি এবং খুব বেশি ঝুঁকি নেইনি। প্রথমার্ধে কয়েকটি ব্যাক পাস দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বল থেমে যাচ্ছিল যা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছিল। আমরা মাঠের অবস্থা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

আর্জেন্টিনা এ ড্রয়ের পর এখন তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা বলিভিয়ার মুখোমুখি হবে। তবে স্কালোনি এবং মেসির মন্তব্যগুলো স্পষ্টতই এই ইঙ্গিত দেয় যে, এই ম্যাচের পরিবেশ তাদের পরিকল্পনাকে প্রভাবিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জবির ভর্তি পরীক্ষা : আঞ্চলিক কেন্দ্রে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

হাসপাতালে হাসান মাসুদ, দুই সপ্তাহ ধরে চলছে চিকিৎসা

অস্ত্রসহ আ.লীগের তিন কর্মী গ্রেপ্তার

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন, অংশ নিচ্ছেন বিশ্বের ১২ খ্যাতনামা আলেম

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম পঞ্চগড়ের আবু তালেব

উসকানি ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা : চিফ প্রসিকিউটর

ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন 

১০

হাসিনার রায়ের তারিখ ঘোষণায় চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

১১

ভারতের কাছে স্বর্ণের লড়াই হেরে গেল বাংলাদেশ

১২

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

প্রাণহানি রোধে মেহেরপুরে সুইমিংপুলের উদ্বোধন

১৪

ধানের শীষের প্রার্থিতা দাবি করা সেই রিয়াজুল হাসপাতালে ভর্তি

১৫

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৭

১৬

সাংবাদিককে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ নেইমারের

১৭

যশোরে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বস্তিবাসী

১৮

ফেনীতে গাছ কেটে রেলপথে নাশকতার চেষ্টা

১৯

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ জানালেন ভিকি

২০
X