স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এই মাঠে খেলা উচিত ছিল না’

বৃষ্টিভেজা মাঠে খেলতে আগ্রহী ছিলেন না স্কালোনি। ছবি : সংগৃহীত
বৃষ্টিভেজা মাঠে খেলতে আগ্রহী ছিলেন না স্কালোনি। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর খেলাধুলার অনুপযুক্ত অবস্থার বিষয়ে তার হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি।

ভারি বৃষ্টিপাতের ফলে মাঠে জমে থাকা পানির কারণে ম্যাচটি ৩০ মিনিট দেরিতে শুরু হয়। স্কালোনির মতে, এমন পরিস্থিতিতে ম্যাচ খেলার শর্ত পূরণ হয়নি।

ম্যাচের পর স্কালোনি বলেন, ‘খেলার উপযুক্ত শর্ত আজ ছিল না। এটা পরিষ্কার। রেফারি সিদ্ধান্ত নিয়েছেন, আর আমরা তা মেনে নিয়েছি। তবে স্পষ্টতই, ম্যাচের জন্য এই পরিস্থিতি ছিল অনুপযুক্ত।’

তার মতে, ম্যাচটি আরও একদিন পিছিয়ে খেলানো যেতে পারত, কিন্তু তা করা হয়নি।

আর্জেন্টনাইন কোচ বলেন, ‘বৃহস্পতিবার খেলার পরিবর্তে আমরা শুক্রবার খেলতে পারতাম, কিন্তু সেটা আরেকটা বিষয়। যখন মাঠের শর্ত খেলার জন্য যথাযথ না থাকে তখন খেলা উচিত নয়।’

স্কালোনি পরে টিওআইসি স্পোর্টসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন যে, তিনি ম্যাচের রেফারির সঙ্গে কথা বলেছেন যেখানে রেফারি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বল যদি মাঠে না গড়ায় তাহলে তিনি খেলা বন্ধ করবেন।

‘রেফারি আমাকে বলেছিলেন যে, যদি বল ঠিকভাবে না গড়ায়, তিনি খেলা বন্ধ করবেন। কিন্তু বল ঠিকমতো গড়াচ্ছিল না, এটা স্পষ্ট ছিল। নিয়মগুলো হয়তো অন্যকিছু বলে, কিন্তু ম্যাচের জন্য এটা ভালো ছিল না,’ বলেন স্ক্যালোনি।

ক্যাপ্টেন লিওনেল মেসিও মাঠের অবস্থায় হতাশা প্রকাশ করে বলেন, ‘মাঠের অবস্থা আমাদের খেলায় বড় বাধা সৃষ্টি করেছিল। আমরা একটার পর একটা পাস করতে পারছিলাম না। দ্বিতীয়ার্ধে ডানদিকে কিছুটা ভালো ছিল, কিন্তু এমন মাঠে খেলা খুব কঠিন।’

মেসি আরও বলেন, ‘আমরা যে ধরনের খেলা খেলতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। আমাদের অন্য ধরনের খেলা খেলতে হয়েছিল, যেটা আমরা প্রস্তুত করিনি। আমরা শুধু লড়াই করেছি, প্রতিপক্ষের ভুলের সুযোগ নেওয়ার চেষ্টা করেছি এবং খুব বেশি ঝুঁকি নেইনি। প্রথমার্ধে কয়েকটি ব্যাক পাস দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বল থেমে যাচ্ছিল যা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছিল। আমরা মাঠের অবস্থা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

আর্জেন্টিনা এ ড্রয়ের পর এখন তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা বলিভিয়ার মুখোমুখি হবে। তবে স্কালোনি এবং মেসির মন্তব্যগুলো স্পষ্টতই এই ইঙ্গিত দেয় যে, এই ম্যাচের পরিবেশ তাদের পরিকল্পনাকে প্রভাবিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটানা লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট / চার দিনের মধ্যে দাবি না মানলে শাটডাউন

প্রকাশিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

হাঁস নাকি মুরগির ডিম বেশি উপকারী? যা বলছেন পুষ্টিবিদ 

ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে : মফিকুল হাসান

‘বাউলিয়ানার নামে ভণ্ডামি ছাড়ুন’

পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

আবুল সরকারের বিষয়ে অবস্থান পরিষ্কার করল এনসিপি

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

১০

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

১১

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

১২

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৩

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

১৫

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

১৬

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

১৭

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১৮

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

১৯

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

২০
X