স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসি থাকার পরেও জেতা হলো না আর্জেন্টিনার

ম্যাচে মেসি খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ছবি : সংগৃহীত
ম্যাচে মেসি খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ছবি : সংগৃহীত

সেই কোপা আমেরিকার ফাইনালের পর আবারও আর্জেন্টিনার বিখ্যাত আকাশী-নীল জার্সি গায়ে চড়ালেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তবে আট বারের ব্যালন ডি’অর জয়ীর ফেরাও জেতাতে পারল না আর্জেন্টিনাকে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ১-১ গোলে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচটি মাঠে অতিরিক্ত বৃষ্টির কারণে ভেনেজুয়েলার মাতুরিন শহরের মনুমেন্টাল স্টেডিয়ামে ৩০ মিনিট বিলম্বে শুরু হয় ।

তবে এই ড্রয়ের পরও আর্জেন্টিনা ৯ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে ১০ দলের রাউন্ড-রবিন প্রতিযোগিতায় শীর্ষস্থানে রয়েছে। কলম্বিয়া ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, যারা বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে।

এই দুই ফলাফলের পর, ব্রাজিল আপাতত স্বয়ংক্রিয় বিশ্বকাপের বাছাই স্থান থেকে বাদ পড়েছে এবং ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। ব্রাজিল বর্তমানে চিলির বিপক্ষে খেলছে।

পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার লিড কমতে পারে যদি উরুগুয়ে তাদের হাতে থাকা পেরুর বিপক্ষে ম্যাচে জয় পায়।

এদিকে ম্যাচে প্রথম গোল কিন্তু আর্জেন্টিনাই করে। আলবিসেলেস্তেরাদের হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ম্যাচের ১৩ মিনিটে। মেসির ক্রস থেকে ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমোর ভুলের সুযোগ নিয়ে বলটি ফাঁকা জালে ঠেলে দেন ওটামেন্ডি। তবে এরপর সুযোগ পেয়েও লিড বাড়াতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৬৫ মিনিটে সালোমন রন্ডনের হেডে গোল করে ভেনেজুয়েলা ম্যাচে সমতা ফেরায়।

এদিকে, দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত থাকা কলম্বিয়া বলিভিয়ার বিপক্ষে হেরে যায় ১-০ গোলে। ম্যাচটি বলিভিয়ার এল আল্টো শহরের মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হয়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উপরে অবস্থিত। ২১ বছরের মধ্যে এটি ছিল বলিভিয়ার বিরুদ্ধে কলম্বিয়ার প্রথম হার, যা বলিভিয়াকে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তুলে এনেছে।

বলিভিয়ার হয়ে মিগুয়েল টেরসেরস, যিনি মিগুয়েলিতো নামেও পরিচিত, ৫৮ মিনিটে দুটি ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান। বলিভিয়া ২১ মিনিটে হেক্টর কুয়েলারের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচের শেষ পর্যন্ত প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকে।

অন্যদিকে, ইকুয়েডর ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। ইকুয়েডর ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, আর প্যারাগুয়ে ১০ পয়েন্ট নিয়ে স্বয়ংক্রিয় বাছাই থেকে বাইরে রয়েছে।

রাউন্ড-রবিন প্রতিযোগিতার শীর্ষ ছয় দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১০

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১১

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১২

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৩

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৪

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৫

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৬

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৭

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৮

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৯

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

২০
X