শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

লেওয়েলিংয়ের অভিষেক গোলে ডাচদের হারাল জার্মানরা

গোলের পর লেওয়েলিংকে ঘিরে জার্মানদের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর লেওয়েলিংকে ঘিরে জার্মানদের উল্লাস। ছবি : সংগৃহীত

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে জয় দরকার ছিল জার্মানির। তবে প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস হওয়ায় জয় নিশ্চিত ছিল না, তবে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মিডফিল্ডার জেমি লেওয়েলিং জার্মানদের জয় ‍নিশ্চিত করলেন আর সঙ্গে করলেন নিজের অভিষেক গোল। অভিষিক্ত এই মিডফিল্ডারের গোলেই নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি।

২৩ বছর বয়সী লেওয়েলিং, যিনি সোমবার (১৫ অক্টোবর) জার্মানির দুজন অভিষিক্ত খেলোয়াড়ের একজন ছিলেন, ম্যাচের দ্বিতীয় মিনিটেই নেদারল্যান্ডসের জালে বল পাঠান, তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। তবে ৬৪তম মিনিটে কর্নার থেকে নেদারল্যান্ডসের ডিফেন্স ক্লিয়ার করতে ব্যর্থ হলে তিনি বলটি জালে পাঠাতে ভুল করেননি যা জার্মানির জয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।

জার্মানি এখন চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে এবং কোয়ার্টার ফাইনালে স্থান নিশ্চিত করেছে। নেদারল্যান্ডস ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বসনিয়া এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে, তারা হাঙ্গেরির কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে।

ম্যাচ শেষে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘প্রথমার্ধে আমরা অসাধারণ খেলেছি। বিরতির পর নেদারল্যান্ডস কিছু পরিবর্তন আনলেও আমরা রক্ষণে কিছুটা পিছিয়ে পড়ি। তবে আমরা জয়ের সম্পূর্ণ যোগ্য। এখন আমাদের লক্ষ্য বাকি ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে জয়ী হওয়া।’

নাগেলসম্যানের জার্মানি আসলেই শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে, এবং লেওয়েলিংয়ের গোল ছাড়াও টিম ক্লেইনডিয়েনস্ট এবং ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেডট গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে নেদারল্যান্ডস পুরো ম্যাচে সংগ্রাম করেই গেছে।

বিরতির পরও জার্মানির চাপ অব্যাহত ছিল, এবং ৫৪তম মিনিটে সার্জ জিনাব্রির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এরপর লেওয়েলিং তার জয়সূচক গোল করেন।

নেদারল্যান্ডস তাদের প্রথম সুযোগ পায় ৭৭তম মিনিটে, যখন জাভি সিমন্সের শট বার ঘেঁষে বাইরে যায়। কয়েক মিনিট পর মিটেলস্টেডটের একটি শট ডিফ্লেক্ট হয়ে পোস্টের খুব কাছে দিয়ে বেরিয়ে যায়।

নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড ক্যোমান ম্যাচের পর বলেন, ‘আমি আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট নই। জার্মানরা বেশি শক্তিশালী এবং দ্রুতগতির ছিল। তারা আমাদের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছে।’

জার্মানির ৩৪ বছর বয়সী অভিষিক্ত গোলরক্ষক অলিভার বাউম্যানও ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, তিনি ৯০তম মিনিটে ডনিয়েল ম্যালেনের জোরালো শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন এবং দলের জয় নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১০

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১১

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১২

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১৩

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৪

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৫

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৬

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৭

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৮

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৯

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

২০
X