স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ বছর বয়সে অবসর ভেঙে ফিরছেন টট্টি!

ফ্রান্সেসকো টট্টি। ছবি : সংগৃহীত
ফ্রান্সেসকো টট্টি। ছবি : সংগৃহীত

ইতালি ও রোমার কিংবদন্তি ফুটবলার ফ্রান্সেসকো টট্টি অবসরে যাওয়ার সাত বছর পর ফের সিরি আ-তে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ৪৮ বছর বয়সে পেশাদার ফুটবলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ সিরি আ-র কিছু ক্লাব তাকে ফিরিয়ে আনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

২০১৭ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন টট্টি। তবে সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন যে, বেশ কয়েকটি সিরি আ ক্লাব তাকে আবার মাঠে ফেরার প্রস্তাব দিয়েছে। তার কথায়, এসব প্রস্তাব তাকে কিছুটা পাগল করে তুলেছে।

ফ্রান্সেসকো টট্টির এই মন্তব্য একটি সাম্প্রতিক ইভেন্টে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসে। টট্টি ফেরার সম্ভাবনা নিয়ে বলেন, ‘কিছু সিরি আ দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি স্বীকার করি, তাদের প্রস্তাব আমাকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে, বেশ পাগলাটে। তবে জীবনে কখনো কিছুই চূড়ান্ত নয়, সব সম্ভব। যদিও এটা কঠিন হবে, কিন্তু কোথায় খেলব তার ওপরও অনেক কিছু নির্ভর করছে। সিরি আ-তে ফিরলে আমাকে যথেষ্ট অনুশীলন করতে হবে।’

তবে টট্টি স্পষ্ট করেছেন, তিনি রোমার প্রতিদ্বন্দ্বী ক্লাব লাৎসিওতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। লা গাজ্জেত্তা ডেলো স্পোর্টকে তিনি বলেছেন, ‘লাৎসিও? কখনোই চিন্তা করিনি। আমি হয়তো দুই থেকে তিন মাসের মধ্যে প্রস্তুত হতে পারতাম। এখনো ৪৮ বছর বয়সে খেলছি। হয়তো আধাঘণ্টা, কুড়ি মিনিট খেলতে পারব। যদি কোনো পাগলাটে কিছু করি, তবে সেটা ইতালিতে করব, দেশের বাইরে নয়। তবে এটা নিছকই পাগলামি।’

টট্টি আরও যোগ করেন, ‘একটা সময়ের পরে নতুন অধ্যায় শুরু হয়। তখন আপনি জানেন না সামনে কী অপেক্ষা করছে। এটা আমার ইচ্ছা ছিল না, কিন্তু সেই সময়ে এর ভিন্ন অভিজ্ঞতা নিতে হয়েছিল। হয়তো সেজন্যই ভেতরে কিছু একটা রয়ে গেছে। তবে এটা সত্য, সবকিছুরই শুরু এবং শেষ আছে।"

টট্টি সিরি আ-তে ফেরার সিদ্ধান্ত নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি যদি সিদ্ধান্ত নেন, তাহলে পেশাদার ফুটবলে ফিরে আসার জন্য যে শারীরিক ফিটনেসের প্রয়োজন, সেটা অর্জন করতে অনেক অনুশীলন করতে হবে। এছাড়া, তিনি রোমার বাইরে অন্য কোনো সিরি আ ক্লাবে খেলবেন কিনা, সেটাও সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

০৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

১০

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১১

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১২

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৩

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

১৪

জাবিতে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক

১৫

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

১৬

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১৭

ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই অকৃতকার্য

১৮

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

১৯

সবচেয়ে বেশি ও কম ভোটার কোন কোন আসনে

২০
X