স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোচ পেল ম্যানইউ

রুবেন আমোরিম। ছবি : সংগৃহীত
রুবেন আমোরিম। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নতুন প্রধান কোচ হিসেবে পর্তুগালের রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে। ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ কোচ ১১ নভেম্বর লিসবনের ক্লাব স্পোর্টিং থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসবেন। রেড ডেভিলসরা জানিয়েছে রুবেনের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে ইউনাইটেডের স্ট্রাইকার রুড ভ্যান নিসটেলরয়, যিনি এরিক টেন হাগের বরখাস্ত হওয়ার পর অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, ক্লাবের পরবর্তী তিনটি ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন।

আমোরিম হলেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৬ বছরের শাসনের পর থেকে ইউনাইটেডের ষষ্ঠ স্থায়ী ম্যানেজার। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আমোরিম হলেন ইউরোপীয় ফুটবলের অন্যতম সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং উচ্চমানের তরুণ কোচ।

আমোরিমের প্রথম ম্যাচ হবে ২৪ নভেম্বর, প্রিমিয়ার লিগে নতুন প্রোমোটেড ইপসউইচের বিরুদ্ধে। তার প্রথম ঘরের মাঠে খেলা ২৮ নভেম্বর নরওয়ের বোদো/গ্লিমটের বিরুদ্ধে ইউরোপা লিগে অনুষ্ঠিত হবে। এর পরের সপ্তাহে এভারটনের বিরুদ্ধে একটি লিগ ম্যাচ খেলবেন তিনি।

ক্লাব পরবর্তীতে আমোরিমের কোচিং স্টাফের নাম ঘোষণা করবে। গত ৩ আগস্ট পোর্তোর কাছে পর্তুগিজ সুপার কাপের পরাজয়ের পর আমোরিম গত মৌসুমে প্রাইমেইরা লিগ শিরোপা জিতিয়ে ১৪ ম্যাচের অপরাজিত দৌড়ে দলটিকে নিয়ে এসেছেন।

আমোরিমের আগমন ঘটছে এমন সময়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে ১৪তম এবং ইউরোপা লিগে ৩৬টি দলের মধ্যে ২১তম অবস্থানে রয়েছে। কিন্তু এই পর্তুগিজ কোচ ইউরোপের সবচেয়ে প্রতিশ্রুতিশীল কোচদের একজন হিসেবে পরিচিত।

আমোরিমের ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে তৃতীয় স্তরের ক্লাব কাসা পিয়ায়। পরবর্তী সময়ে তিনি ব্রাগার বি টিমে যোগ দেন এবং সেখানে মাত্র ১১ ম্যাচ পরিচালনা করার পর প্রধান দলের কোচ হন। ব্রাগার কোচ হিসেবে তার ১৩ ম্যাচে তিনি বেনিফিকার বিরুদ্ধে ৬৫ বছর পর প্রথম জয় এবং পোর্তোর বিরুদ্ধে টাক্সা দা লিগা কাপ ফাইনাল জয়ের মাধ্যমে দলটিকে অনুপ্রাণিত করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

১০

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১১

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১২

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১৩

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৪

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৫

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৬

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৭

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৮

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৯

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

২০
X