রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩৮০ দিন পর ইউরোপে জয় পেল ম্যানইউ

গোলের পর দিয়ালোর উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর দিয়ালোর উল্লাস। ছবি : সংগৃহীত

গত বছরের অক্টোবরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে ইউরোপে সর্বশেষ জয় পেয়েছিল প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর পেরিয়ে গেছে এক বছরের বেশি সময় তবে এর মধ্যে ইউরোপে আর জয়ের মুখ দেখা হয়নি প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটির। ৩৮০ দিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে ইউরোপে জয় পেল ম্যানইউ। চলতি মৌসুমের ইউরোপা লিগের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেল রেড ডেভিলসরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের খরা কাটিয়ে দিলেন আমাদ দিয়ালো। তার দ্বিতীয়ার্ধের জোড়া গোলের মাধ্যমে গ্রিসের চ্যাম্পিয়ন পাওককে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ইউরোপা লিগে যাত্রা শুরু করল ইউনাইটেড। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে টপ-এইটের মধ্যে থাকার লক্ষ্যে তারা গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট অর্জন করল।

পুরো ম্যাচজুড়েই দিয়ালো ছিলেন ইউনাইটেডের সবচেয়ে বড় গোলের হুমকি। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পরেই তিনি একটি লুপিং হেডারের মাধ্যমে ইউনাইটেডকে এগিয়ে দেন। এরপর, ম্যাচের ৭৭তম মিনিটে এজ অব দ্য এরিয়া থেকে কার্ল করা শটে দ্বিতীয় গোলটি করেন এই আইভোরিয়ান ফরোয়ার্ড।

পাওকের তারিক টিসুডালি সহজ সুযোগ মিস করেন। শুধু গোলকিপার অ্যান্দ্রে ওনানাকে একমাত্র বাধা হিসাবে পেয়েও গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধে মাদি কামারার একটি দূরপাল্লার শটও দুর্দান্তভাবে রুখে দেন ওনানা।

এই জয়টি ছিল ইউনাইটেডের গত ১২টি ইউরোপিয়ান ম্যাচে দ্বিতীয় এবং চলতি মৌসুমে তাদের প্রথম। তাদের পরবর্তী ম্যাচে নরওয়ের বোডো/গ্লিমটের মুখোমুখি হবে ইউনাইটেড, যা আমোরিমের অধীনে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম হোম ম্যাচ হবে।

রুবেন আমোরিম ইতিমধ্যেই তার বর্তমান ক্লাব স্পোর্টিং-এর সাথে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ পারফর্ম্যান্স উপভোগ করেছেন। তবে ইউনাইটেডের পারফর্ম্যান্সে অনেক উন্নতির সুযোগ রয়েছে, যা তার নতুন দায়িত্বে কাজে লাগতে পারে।

আমাদ দিয়ালো ইউনাইটেডের হয়ে নিয়মিত পারফর্ম করতে সক্ষম কিনা তা নিয়ে এখনও প্রশ্ন আছে, তবে তিনি এখনই তাদের সবচেয়ে বড় গোলের হুমকি। তিনি মাঠে সাহসিকতার সাথে খেলে এবং পরিস্থিতি জটিল না করে প্রয়োজনীয় জায়গায় মনোযোগ রাখেন। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও ম্যাচ শেষে তার খেলার প্রশংসা করেন এবং তার ছোট ভুলগুলিতে তাকে উৎসাহ দেন, তবে আলেহান্দ্রো গারনাচোর ভুলের ক্ষেত্রে ব্রুনো বেশ কঠোর ছিলেন।

ডায়ালোর প্রথম গোলটি ছিল বিশেষ এক মুহূর্ত, তিনি ফার্নান্দেজের ডিপ ক্রস থেকে একটি লুপিং হেডারে গোলটি করেন। তার দ্বিতীয় গোলটি সম্পূর্ণ তার নিজস্ব প্রচেষ্টার ফল, যখন তিনি ৪০ গজ দূর থেকে বল ধরে ডিফেন্ডারকে পরাস্ত করে গোলরক্ষককে ফাঁকি দেন।

আমোরিম জানেন যে ইউনাইটেডের ইউরোপা লিগের লক্ষ্য অনেকটাই তার নতুন দলে উন্নতির উপর নির্ভর করবে। বোডো/গ্লিমটের পর ভিক্টোরিয়া প্লাজেন, এফসিএসব এবং রেঞ্জার্সের মুখোমুখি হবে ইউনাইটেড, যেখান থেকে টপ-এইটে স্থান নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১০

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১১

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১২

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১৩

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৪

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৫

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৬

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৭

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৮

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৯

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

২০
X