স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখতে চায় সেলেসাওরা

ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে ভেনেজুয়েলা মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে মাচুরিনের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে, যেখানে ভেনেজুয়েলা তাদের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে চায়। বর্তমানে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। ১০ ম্যাচে তারা দুইটি জয়, পাঁচটি ড্র এবং তিনটি হারের সম্মুখীন হয়েছে।

বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী এবার দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এবং সপ্তম স্থান অর্জনকারী দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ পাবে। এই নিয়মের ফলে, ভেনেজুয়েলার জন্য বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ অনেকটাই উজ্জ্বল হয়েছে। তবে, ফর্মে ফেরা ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।

অন্যদিকে, ব্রাজিল তাদের ধীর গতির শুরু কাটিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। ১০ ম্যাচে পাঁচটি জয়, একটি ড্র এবং চারটি হারের মাধ্যমে তারা এখন উরুগুয়ের সাথে পয়েন্টে সমান অবস্থানে রয়েছে। ব্রাজিলের এই ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে তাদের অবস্থান আরও মজবুত করতে চায়।

এই ম্যাচে ভেনেজুয়েলার রক্ষণভাগে বড় একটি ঘাটতি রয়েছে, কারণ তাদের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জর্ডান ওসোরিও চোটের কারণে ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে, ব্রাজিলের রদ্রিগো এবং এডার মিলিতাও যথাক্রমে উরুর এবং এসিএল চোটের কারণে মাঠের বাইরে থাকবেন।

খেলার সম্ভাব্য একাদশ:

ভেনেজুয়েলা (৪-২-৩-১): রোমো (গোলকিপার); আরামবুরু, রামিরেজ, ফেরারেসি, নাভারো; হেরেরা, ক্যাসেরেস জুনিয়র; মাচিস, সাভারিনো, সোটেলদো; রন্ডন

ব্রাজিল (৪-২-৩-১): এডারসন (গোলকিপার); ভিনিসিয়াস, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, ভ্যান্ডারসন; গুইমারায়েস, গারসন; মার্টিনেলি, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র; জেসুস

ম্যাচ ফ্যাক্টস:

সর্বশেষ মুখোমুখি ম্যাচে ব্রাজিল ও ভেনেজুয়েলা ১-১ গোলে ড্র করেছিল।

ভেনেজুয়েলা তাদের শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে, আর ব্রাজিল ৪-০ গোলে পেরুকে পরাজিত করেছে।

সম্ভাব্য ফলাফল অনুযায়ী ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি।

এই ম্যাচটি নিয়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, যেখানে ভেনেজুয়েলা চমক দেখাতে চায় এবং ব্রাজিল তাদের জয় অব্যাহত রাখতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের টার্ন টেবিল উদ্ভাবন / সিলভার স্টেভি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রকৌশলী তাসরুজ্জামান

‘হামার স্বামীকে কী জবাব দিব, বলেছিল গরু দেখে রাখতে’

আরেক মুসলিম দেশের সঙ্গে ভারত নিয়ে আলোচনা করল পাকিস্তান

জামায়াতের রাজনীতিতে আলোচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু করল চীন

উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত

নতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী

আমিরাত থেকে কফিনে ফিরলেন মনির

সোমবার দুপুরের মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত

এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ, আমদানির প্রয়োজন নেই

১০

কোরবানির ঈদের তারিখ জানাল কুয়েত

১১

রহস্যাবৃত্তেই আটকে আছে সেই ‘আয়নাঘর’, রিমান্ডে গ্রাম্য ডাক্তার

১২

শিক্ষার্থীদের দাবি নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদল

১৩

নর্দান ইউনিভার্সিটি ব্যবসায় অনুষদের ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

১৫

কুয়েটে নতুন সংকট, ক্লাসে যাননি শিক্ষকরা

১৬

কুমিল্লায় বন্ধের পথে সরকারি হাসপাতালের আইসিইউ সেবা

১৭

ছাত্র-জনতার অসাধারণ ভূমিকার প্রতি স্যালুট : সালাউদ্দিন বাবু

১৮

বাংলাদেশিদের পুনরায় ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত

১৯

পাকিস্তানি নারীকে বিয়ে ভারতীয় জওয়ানের, অতঃপর…

২০
X