স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৪০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে খেলা অবিশ্বাস্য ভাবছেন গারনাচো

লিওনেল মেসির সাথে  উদীয়মান ফুটবলার আলেহান্দ্রো গারনাচো  ছবি: সংগৃহীত
লিওনেল মেসির সাথে উদীয়মান ফুটবলার আলেহান্দ্রো গারনাচো ছবি: সংগৃহীত

একটা সময় টিভিতেই দেখা হতো মেসির খেলা। প্রিয় খেলোয়াড়ের নয়নকাড়া পারফরম্যান্সে মুগ্ধ হতেন আলেহান্দ্রো গারনাচো। বর্তমান সময়টা এই উদীয়মান ফুটবলারের জন্য আরও রোমাঞ্চকর। কারণ টিভিতে দেখা সেই মেসি এখন তার আর্জেন্টিনা দলের সতীর্থ। অভিষেক না হলেও মেসিদের সঙ্গে গারনাচো অবস্থান করছেন চীনে। ভাগ্য ভালো হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকও হতে পারে ১৮ বছর বয়সী স্ট্রাইকারের। সে ক্ষেত্রে পূরণ হতে পারে মেসির সঙ্গে খেলার আরাধ্যের স্বপ্নটাও।

আলেহান্দ্রো গারনাচো ফেরেইরা ২০০৪ সালের ১ জুলাই স্পেনের মাদ্রিদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা স্প্যানিশ ও মা আর্জেন্টাইন নাগরিক। গারনাচোর উভয় দেশের নাগরিকত্ব থাকায় সুযোগ ছিল স্পেন কিংবা আর্জেন্টিনা যে কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব করার। তিনি স্পেন ও আর্জেন্টিনা উভয় বয়সভিত্তিক দলের হয়েই খেলেছেন।

২০২১ সালে স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক গারনাচোর। পরের বছর ২০২২ সালে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করতে বাবার দেশের পরিবর্তে মায়ের দেশ আর্জেন্টিনাকে বেছে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার। এশিয়া সফরের দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে গারনাচো জানান, আর্জেন্টিনার হয়ে ধীরে ধীরে ইতিহাস লিখতে চান।

আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই দিনই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হতে পারে ১৮ বছর বয়সী ম্যানইউ তারকার। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি প্রসঙ্গে গারনাচো জানান, ‘মেসির সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি আমার। মেসিকে শুধু টিভিতেই দেখে আসছি এতদিন। এখন সে আমার সতীর্থ। আমরা একসঙ্গে খেলব এটা অবিশ্বাস্য, এটা সত্যি নয়।’

গারনাচো আরও জানান, ‘আমি একজন আর্জেন্টাইন, আর তাদের মতোই অনুভব করি। আমি আর্জেন্টিনার হয়ে এশিয়া সফরের দলে আছি, এখানে আমার অভিষেক নাহলেও, কিছু আসে যায় না। আমি নিশ্চিত আর্জেন্টিনা দলের সঙ্গে থাকতে চাই এবং ক্যারিয়ার সমৃদ্ধ করতে চাই। লিওনেল স্কালোনি আমাকে বিশ্বাস করলে, আমি বারবার আর্জেন্টিনার হয়ে আসতে চাই। আমি আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্ব দলের অংশ হতে চাই এবং দলে অবদান রাখতে চাই।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে খেলেছেন ৩৭ ম্যাচ। ৬ গোল করার পাশাপাশি আরও ৬ গোলে সহায়তা করেছেন এই আর্জেন্টাইন তরুণ। আর্জেন্টিনা এশিয়া সফরে দুটো প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ ছাড়া আগামী ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়া জাতীয় দলের মুখোমুখি হবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X