স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

লেভানডভস্কির ইতিহাস গড়া রাতে বার্সার দাপুটে জয়

রবার্ট লেভানডভস্কি। ছবি : সংগৃহীত
রবার্ট লেভানডভস্কি। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি চ্যাম্পিয়ন্স লিগে অনন্য এক মাইলফলকে পৌঁছালেন। ইউরোপের সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোল করা তৃতীয় খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। তার এই কীর্তির রাতে বার্সেলোনা দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলে হারায় ফরাসি দল ব্রেস্টকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যাচের দশম মিনিটেই লেভানডভস্কি তার ১০০তম গোলের দেখা পান। ব্রেস্টের গোলরক্ষক মার্কো বিজোত পোলিশ স্ট্রাইকারকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা, যা সহজেই জালে পাঠান লেভানডভস্কি।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে দানি ওলমোর পা থেকে। ৩৬তম মিনিটে ব্রেস্টের ডিফেন্ডার ব্রেনডন চার্ডনেটকে প্রথম স্পর্শেই পরাস্ত করে বলটি বিজোতের পায়ের নিচ দিয়ে জালে পাঠান ওলমো। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে তার প্রথম গোল।

লেভানডভস্কি নিজের দ্বিতীয় গোলটি করেন ৬৬তম মিনিটে। বক্সের মধ্যে একটি দুর্দান্ত স্পিনের মাধ্যমে সুযোগ তৈরি করে বলটি নিচের কর্নারে পাঠান তিনি, যা চ্যাম্পিয়ন্স লিগে তার ১০১তম গোল।

বার্সেলোনা পুরো ম্যাচজুড়ে বলের দখলে আধিপত্য করে, ৭৭% পজেশন ধরে রাখে। তাদের রক্ষণ এতটাই দৃঢ় ছিল যে ব্রেস্ট একটিও অন টার্গেট শট নিতে পারেনি।

ব্রেস্টের অধিনায়ক ব্রেনডন চার্ডনেট দ্বিতীয়ার্ধে ওলমোর একটি দারুণ প্রচেষ্টা গোললাইনে ক্লিয়ার করে দলকে আরও বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচান। তবে, ম্যাচের একমাত্র সান্ত্বনার মুহূর্তও ব্রেস্টের পক্ষে কাজ করেনি। ম্যাথিয়াস পেরেইরা লাজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

সাবস্টিটিউট পাবলো তোরে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে একটি সহজ সুযোগ নষ্ট করেন। তার শট পোস্টের বাইরে চলে যায়।

এই জয়ের ফলে বার্সেলোনা লিগ ফেজ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দলটি পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে। অন্যদিকে, ব্রেস্ট আট নম্বরে নেমে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগে ১০০ বা তার বেশি গোল করেছেন মাত্র তিনজন খেলোয়াড়। লেভানডভস্কি এই তালিকায় যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪১) এবং লিওনেল মেসির (১২৯) পরে।

৩৬ বছর বয়সী লেভানডভস্কি দেখিয়েছেন, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। তার অসাধারণ পারফরম্যান্স বার্সেলোনার শীর্ষ পর্যায়ে দাপুটে ফর্ম ধরে রাখার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১০

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১১

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১২

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১৩

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১৪

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১৫

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১৬

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৭

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৮

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৯

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

২০
X