শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে আবারও হারের তিক্ত স্বাদ ম্যানসিটির

শেষ ১২ ম্যাচের ৯টিতেই হেরেছে গার্দিওলার দল। ছবি : সংগৃহীত
শেষ ১২ ম্যাচের ৯টিতেই হেরেছে গার্দিওলার দল। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটির এমন অবস্থা হয়েছে যে কোন ম্যাচ শুরুর আগেই বলা যায় যে সিটিজেনরা ম্যাচ হারবে। শনিবারও (২১ ডিসেম্বর) এর ব্যতিক্রম হয়নি। হারের বৃত্তে থাকা গার্দিওলার শিষ্যরা ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারের তিক্ত স্বাদ পেয়েছে।

শনিবার অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরে আরও চাপে পড়ল ম্যানচেস্টার সিটি। জন ডুরান ও মরগ্যান রজার্সের গড়ে দেওয়া গোলের জবাবে ফিল ফোডেনের অতিরিক্ত সময়ের গোলে শুধু ব্যবধান কমেছে তবে কোনো সান্ত্বনা আসেনি।

এই হারের ফলে সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা এখন ৯ পয়েন্ট পিছিয়ে এবং লিভারপুলের থেকে দু’টি ম্যাচ বেশি খেলেছে। অন্যদিকে, অ্যাস্টন ভিলা সিটিকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে এবং তাদের টপ-ফোরে থাকার আশা পুনরুজ্জীবিত করেছে।

ম্যানচেস্টার সিটির জন্য এটি আরও একটি হতাশাজনক দিন। সব ধরনের প্রতিযোগিতায় এটি তাদের শেষ ১২ ম্যাচে ৯ম হার এবং তারা শেষ আটটি অ্যাওয়ে ম্যাচেও জয়হীন। গার্দিওলার দল মাঠে ছয়টি পরিবর্তন নিয়ে নেমেছিল, কিন্তু পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি দেখা যায়নি।

অন্যদিকে, ভিলা নিজেদের শেষ ১১টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল। তবে এদিন তাদের পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফিরে এসেছিল। ম্যাচের প্রথম থেকেই তারা সিটির রক্ষণভাগকে চাপে রেখেছিল।

খেলার ১৬তম মিনিটেই অ্যাস্টন ভিলা এগিয়ে যায়। ভিলার বেলজিয়ান তারকা ইউরি টিলেমানসের চমৎকার পাস থেকে রজার্স বল নিয়ে অগ্রসর হন এবং ডুরানের জন্য সহজ একটি গোল বানিয়ে দেন। সিটির গোলরক্ষক স্টেফান অর্টেগা প্রথম মিনিটে পাউ টরেসের হেড ঠেকিয়ে দেন এবং ১৫ সেকেন্ড পর ডুরানের শট ও দুর্দান্ত ভাবে ঠেকান । তবে ভিলার আক্রমণের ধার রোধ করা তার পক্ষে সম্ভব হয়নি।

৬৫তম মিনিটে রজার্স নিজেই গোল করেন। একসময় ম্যানচেস্টার সিটির একাডেমিতে থাকা এই খেলোয়াড় কোনো সিনিয়র ম্যাচ না খেলেই ক্লাব ছাড়েন। এদিন তার নিখুঁত ফিনিশিং ভিলার জয় নিশ্চিত করে।

ম্যানচেস্টার সিটি শেষ মুহূর্তে কিছুটা লড়াই করার চেষ্টা করে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ফিল ফোডেন একটি গোল করেন, কিন্তু সেটি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X