স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৫:২১ এএম
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে সিটির সুপার কাপ জয়

ট্রফি হাতে সিটির খেলোোড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে সিটির খেলোোড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে বুধবার (১৬ আগস্ট) উয়েফা সুপার কাপের লড়াইয়ে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি এবং সেভিয়া। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকায় লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জিতে প্রথমবার খেলতে এসেই সুপার কাপ নিজেদের করে নেয় গার্দিওলার শিষ্যরা।

তবে গত মৌসুমে ইউরোপিয়ান ট্রেবল জেতা ম্যানসিটির জন্য ম্যাচটি কোনভাবেই সহজ ছিল না। হেসেখেলে আগের মৌসুমে ট্রেবল জিতলেও এই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ভালোই চাপে রেখেছিল সেভিয়া। দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নের লড়াইটাও এই কারণে ছিল তুমুল উত্তেজনাপূর্ণ।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোল পেয়ে যেতে পারত হলান্ড-সিলভারা, তবে বক্সের বাইরে থেকে গোলরক্ষক বরাবর শট করা সিটির তরুণ মিডফিল্ডার কোল পালমার সেভিয়ার জালে বল জড়াতে পারেননি। এর কিছুক্ষন পরেই ডাচ ডিফেন্ডার নাথান অ্যাকের হেডও ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। সপ্তদশ মিনিটে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের জোরাল শটও ঠেকান তিনি।

সিটির আক্রমণের মূল ঝাঁপটা সামলে ২৫তম মিনিট এগিয়ে যায় সেভিয়া। আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনার দারুণ ক্রসে বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে হেডে গোলটি করেন মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এন-নেসিরি।

গোল হজমের পর সেভিয়ার ওপর অবশ্য চাপ বাড়ায় সিটি। তবে লা লিগার দলটির রক্ষণের সামনে প্রথমার্ধের বাকি সময়ে খুব একটা সুবিধা করতে পারেনি ইংলিশ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে ছিলেন তাদের তারকা স্ট্রাইকার হলান্ড।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও মিস করেন এন-নেসিরি। আর তাতেই উজ্জীবিত হয়ে ওঠে সিটি। ৬৩তম মিনিটে সমতায় ফেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বক্সের বাইরে থেকে রদ্রির ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান পালমার।

এরপর দুদলই একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেউই। ফলে উয়েফার নতুন নিয়মানুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট খেলা ছাড়াই টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে প্রথম পাঁচটি শটের সবগুলোই জালে জড়িয়েছেন সিটির আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। সেভিয়াও গোল পায় প্রথম চারটিতেই। তবে নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে গিয়ে লাগলে হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয় ইউরোপা লিগ বিজয়ীদের। অন্যদিকে, নেমানিয়ার শট মিস হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো সুপার কাপ জয়ের উল্লাসে মাতে সিটি।

সুপার কাপে আগে নির্ধারিত সময়ে সমতা থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হলেও এবার সরাসরি টাইব্রেকারের নিয়ম করে উয়েফা। আড়াই মাস আগে টাইব্রেকারে জিতে ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললেও এবার পারল না সেভিয়া।

২০০৬ সালে প্রথমবার সুপার কাপে অংশ নিয়ে শিরোপা জয়ের পর এই নিয়ে ছয়বার রানার্সআপ হলো স্প্যানিশ ক্লাবটি।

১০ দিন আগে কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে টাইব্রেকারে হেরে গেলেও এবার জয়ের স্বাদ পেয়েছে সিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X