স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে আগমনের তারিখ নিশ্চিত হয়েছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের জন্য বাংলাদেশ দলে প্রাথমিকভাবে নির্বাচিত এই ফুটবলার ১৭ মার্চ সকালে সরাসরি লন্ডন থেকে সিলেটে পৌঁছাবেন। পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটানোর পর পরদিন ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেকদিন ধরেই হামজার আগমনের প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার (০৪ মার্চ) জাতীয় দল কমিটির বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। টিম হোটেলে অনুষ্ঠিত ওই সভায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, সহ-সভাপতি ফাহাদ করিম এবং জাতীয় দল কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

হামজা চৌধুরী ও তার পরিবারের ইচ্ছে ছিল, বাংলাদেশে এসে একদিন হবিগঞ্জে কাটানো। সে কারণেই তিনি সরাসরি ঢাকায় না এসে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বাফুফে তাকে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে স্ত্রী ও সন্তানও আসছেন।

এদিকে, ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করবে। আগামীকাল দুপুরে দল রওনা হবে এবং সেখানে অনুশীলনের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সুদানের নাম সামনে এসেছে। সৌদির তায়েফ শহরে ক্যাম্প করার কথা থাকলেও, এখনও অনুশীলন মাঠ ও হোটেল চূড়ান্ত করতে বাফুফে সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে।

সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় দল। সৌদি ক্যাম্প শেষ করে ১৭ মার্চ রাতে তারা দেশে ফিরবে। একই দিনে হামজাও সিলেটে পৌঁছাবেন, ফলে তার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সুন্দরভাবে পরিকল্পিত হয়েছে। এখন বাফুফে তার সংবর্ধনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে বাফুফে সভাপতি ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক হয়েছে। জাতীয় দল নিয়ে আশাবাদী বাফুফে, আর হামজার অন্তর্ভুক্তি যে দলে নতুন মাত্রা যোগ করবে, তাতে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

১০

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১১

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

১২

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১৩

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

১৪

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

১৫

কক্সবাজারে মার্কেটে আগুন

১৬

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

১৭

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১৮

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

১৯

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

২০
X