স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে আগমনের তারিখ নিশ্চিত হয়েছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের জন্য বাংলাদেশ দলে প্রাথমিকভাবে নির্বাচিত এই ফুটবলার ১৭ মার্চ সকালে সরাসরি লন্ডন থেকে সিলেটে পৌঁছাবেন। পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটানোর পর পরদিন ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেকদিন ধরেই হামজার আগমনের প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার (০৪ মার্চ) জাতীয় দল কমিটির বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। টিম হোটেলে অনুষ্ঠিত ওই সভায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, সহ-সভাপতি ফাহাদ করিম এবং জাতীয় দল কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

হামজা চৌধুরী ও তার পরিবারের ইচ্ছে ছিল, বাংলাদেশে এসে একদিন হবিগঞ্জে কাটানো। সে কারণেই তিনি সরাসরি ঢাকায় না এসে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বাফুফে তাকে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে স্ত্রী ও সন্তানও আসছেন।

এদিকে, ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করবে। আগামীকাল দুপুরে দল রওনা হবে এবং সেখানে অনুশীলনের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সুদানের নাম সামনে এসেছে। সৌদির তায়েফ শহরে ক্যাম্প করার কথা থাকলেও, এখনও অনুশীলন মাঠ ও হোটেল চূড়ান্ত করতে বাফুফে সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে।

সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় দল। সৌদি ক্যাম্প শেষ করে ১৭ মার্চ রাতে তারা দেশে ফিরবে। একই দিনে হামজাও সিলেটে পৌঁছাবেন, ফলে তার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সুন্দরভাবে পরিকল্পিত হয়েছে। এখন বাফুফে তার সংবর্ধনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে বাফুফে সভাপতি ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক হয়েছে। জাতীয় দল নিয়ে আশাবাদী বাফুফে, আর হামজার অন্তর্ভুক্তি যে দলে নতুন মাত্রা যোগ করবে, তাতে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে : প্রেস সচিব  

বেগম রোকেয়া’র ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইডব্লিউইউ’র সেমিনার

‘শিক্ষার্থীরা এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন’

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

সড়ক ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটির ১৮ প্রস্তাব

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

শাহজালাল বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা

নিউমার্কেটে ১১০০ অস্ত্র উদ্ধার মামলায় ৯ কর্মচারী রিমান্ডে

স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

১০

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’

১১

‘ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের ৩ টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে’

১২

‎সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার পাইপ বিস্ফোরণ

১৩

গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ 

১৪

জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি

১৫

দেশ আবারও ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের দিকে যেতে পারে : নুর

১৬

কমিউনিটি শিল্ড / লিভারপুলকে পেনাল্টিতে হারিয়ে চমক ক্রিস্টাল প্যালেসের

১৭

‘ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব, শেষ হলেই ১০টি মিসাইল মারব’

১৮

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

১৯

নীতিসহায়তা পেলে চিকিৎসা সরঞ্জাম খাত বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প হবে

২০
X