স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৫:০৬ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

দিয়াজ-রদ্রিগোর দুর্দান্ত গোলে মাদ্রিদের ডার্বি জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
গোলের পর দিয়াজের উল্লাস। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে ব্রাহিম দিয়াজ ও রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ একটি উত্তেজনাপূর্ণ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গেল। অন্যদিকে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজের চমৎকার গোলও অ্যাথলেটিকোর জয় ছিনিয়ে আনতে পারেনি।

রিয়াল মাদ্রিদ ২-১ গোলের ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালেও ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর, যেখানে রদ্রিগো ও ব্রাহিম দিয়াজের ব্যক্তিগত নৈপুণ্যই পার্থক্য গড়ে দেয়। অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের শক্তিশালী রক্ষণভাগ ও দলগত নৈপুণ্যের ওপর ভর করে খেললেও শেষ পর্যন্ত মাদ্রিদের অভিজ্ঞতা ও চ্যাম্পিয়ন্স লিগে তাদের আধিপত্যই জয় নিশ্চিত করেছে।

ম্যাচের শুরুটা একদমই অ্যাথলেটিকোর অনুকূলে ছিল না। মাত্র চতুর্থ মিনিটেই ফেদে ভালভার্দে রদ্রিগোর জন্য দুর্দান্ত এক পাস বাড়ান, আর ব্রাজিলিয়ান তারকা গোল করতে ভুল করেননি। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে তিনি ওবলাককে পরাস্ত করেন।

রিয়াল মাদ্রিদ এরপর কিছুটা নিয়ন্ত্রণ ধরে রাখলেও ধীরে ধীরে অ্যাথলেটিকো ঘুরে দাঁড়াতে শুরু করে। বিশেষ করে বারিওস ও ডি পল মাঝমাঠে শক্তিশালী উপস্থিতি দেখান। অন্যদিকে, মাদ্রিদের ভিনিসিয়ুস ও এমবাপ্পে কিছুটা অনুজ্জ্বল ছিলেন।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ম্যাচের নাটকীয়তা আরও বাড়ে। জুলিয়ান আলভারেজ একটি অসম্ভব পরিস্থিতি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। তিনি ক্যামাভিঙ্গার বিপক্ষে বল ধরে রেখে দুর্দান্ত এক কার্ভিং শটে কুর্তোয়াকে পরাস্ত করেন। এই গোলের পর অ্যাথলেটিকো আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যাথলেটিকো মাদ্রিদ বলের দখল আরও বাড়িয়ে দেয়, তবে তাদের আক্রমণ ভাগে কিছুটা ধার কম দেখা যায়। রিয়াল মাদ্রিদও কিছুটা চাপের মধ্যে ছিল, তবে ব্রাহিম দিয়াজের ব্যক্তিগত দক্ষতাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। মেন্ডির পাস পেয়ে তিনি প্রতিপক্ষের বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে নিখুঁত এক শটে গোল করেন। তার এই গোলের ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে উদযাপনের ঝড় ওঠে।

শেষ মুহূর্তে অ্যাথলেটিকো বেশ কয়েকটি পরিবর্তন আনলেও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ দৃঢ় ছিল। কুর্তোয়া গ্রিজমানের শট দুর্দান্তভাবে রুখে দেন। অতিরিক্ত সময়ে এমবাপ্পের একটি সুযোগ এসেছিল, কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদই জয় নিয়ে মাঠ ছাড়ে।

এখন সবাই তাকিয়ে আছে দ্বিতীয় লেগের দিকে, যেখানে অ্যাথলেটিকো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে : প্রেস সচিব  

বেগম রোকেয়া’র ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইডব্লিউইউ’র সেমিনার

‘শিক্ষার্থীরা এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন’

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

সড়ক ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটির ১৮ প্রস্তাব

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

শাহজালাল বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা

নিউমার্কেটে ১১০০ অস্ত্র উদ্ধার মামলায় ৯ কর্মচারী রিমান্ডে

স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

১০

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’

১১

‘ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের ৩ টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে’

১২

‎সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার পাইপ বিস্ফোরণ

১৩

গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ 

১৪

জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি

১৫

দেশ আবারও ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের দিকে যেতে পারে : নুর

১৬

কমিউনিটি শিল্ড / লিভারপুলকে পেনাল্টিতে হারিয়ে চমক ক্রিস্টাল প্যালেসের

১৭

‘ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব, শেষ হলেই ১০টি মিসাইল মারব’

১৮

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

১৯

নীতিসহায়তা পেলে চিকিৎসা সরঞ্জাম খাত বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প হবে

২০
X