বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:২৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভিনি-এমবাপ্পের গোলের পরও রিয়ালের কষ্টের জয়

রিয়ালের আক্রমণভাগের দুই প্রধান তারকাই গোল পেয়েছেন। ছবি : সংগৃহীত
রিয়ালের আক্রমণভাগের দুই প্রধান তারকাই গোল পেয়েছেন। ছবি : সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ। রোববার (০৯ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্রথমার্ধেই সহজ লিড নেয় স্বাগতিকরা। তবে পেদ্রো দিয়াজের চমৎকার গোল রায়োকে ম্যাচে ফেরার আশা দেখালেও, শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে রিয়াল।

রিয়ালের এই জয়ে লা লিগার শিরোপা দৌড় জমে উঠেছে। শীর্ষ তিন দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান, যেখানে বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, গোল ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।

রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট সমান করল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুর দিক থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কার্লো আনচেলত্তির দল।

কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েও দারুণ শুরু করে রিয়াল। গোলরক্ষক থিবো কুর্তোয়া ও ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে বিশ্রামে রেখে মাঠে নামে তারা। তবে এতে খুব বেশি প্রভাব পড়েনি।

৩০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র, একক নৈপুণ্যে দারুণ গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু দূরপাল্লার ভিনিসিয়ুসের শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রায়ো ভায়েকানো ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। দূরপাল্লার এক দুর্দান্ত শটে পেদ্রো দিয়াজ গোল করেন। তার শট ক্রসবারে লেগে গোললাইন পেরিয়ে ফিরে আসে, প্রথমে রেফারি গোল না দিলেও ভিএআর তা নিশ্চিত করে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রায়ো, কিন্তু রিয়াল শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান ধরে রাখে। অতিথিরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল করার মতো ধার ছিল না তাদের আক্রমণে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ, যা তাদের লিগ শিরোপার স্বপ্ন টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ এক জয়। এখন তাদের নজর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগের ম্যাচের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোস্টেলে মেডিকেল ছাত্রীর লাশ, সুইসাইড নোটে যা লেখা

তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ নাহিদের

রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’

সাভারে টিসিবির পণ্য চুরি, বিপুল মালামাল উদ্ধার

ভুয়া ‘থানা’ খুলে চাঁদাবাজি, ভারতে গ্রেপ্তার ৬ প্রতারক

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলা, পুলিশের এডিসি আহত

চট্টগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে হামলা

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু

‘কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত থাকলে ছাড় দেবেন না প্রধান উপদেষ্টা’

১০

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার

১১

ভোলাগঞ্জের সাদা পাথর গেল কোথায়?

১২

পদ দিয়ে একদিনেই সরানো হলো কেবিন ক্রু হাফসাকে  

১৩

ভারত থেকে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত

১৪

বিশ্বের প্রথম মহাকাশ বিয়ে / বর ছিলেন মহাকাশে, কনে পৃথিবীতে

১৫

আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ : স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী

১৬

৫৬ কোটি টাকার ঋণ খেলাপি / বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৭

প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, পরিবর্তন আসছে বিধিমালায়

১৮

জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে : মির্জা ফখরুল

১৯

মুরাদনগরে পুরুষশূন্য গ্রামে চুরি-ডাকাতির শঙ্কা, বিক্ষোভ

২০
X