স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:২৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভিনি-এমবাপ্পের গোলের পরও রিয়ালের কষ্টের জয়

রিয়ালের আক্রমণভাগের দুই প্রধান তারকাই গোল পেয়েছেন। ছবি : সংগৃহীত
রিয়ালের আক্রমণভাগের দুই প্রধান তারকাই গোল পেয়েছেন। ছবি : সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ। রোববার (০৯ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্রথমার্ধেই সহজ লিড নেয় স্বাগতিকরা। তবে পেদ্রো দিয়াজের চমৎকার গোল রায়োকে ম্যাচে ফেরার আশা দেখালেও, শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে রিয়াল।

রিয়ালের এই জয়ে লা লিগার শিরোপা দৌড় জমে উঠেছে। শীর্ষ তিন দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান, যেখানে বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, গোল ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।

রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট সমান করল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুর দিক থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কার্লো আনচেলত্তির দল।

কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েও দারুণ শুরু করে রিয়াল। গোলরক্ষক থিবো কুর্তোয়া ও ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে বিশ্রামে রেখে মাঠে নামে তারা। তবে এতে খুব বেশি প্রভাব পড়েনি।

৩০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র, একক নৈপুণ্যে দারুণ গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু দূরপাল্লার ভিনিসিয়ুসের শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রায়ো ভায়েকানো ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। দূরপাল্লার এক দুর্দান্ত শটে পেদ্রো দিয়াজ গোল করেন। তার শট ক্রসবারে লেগে গোললাইন পেরিয়ে ফিরে আসে, প্রথমে রেফারি গোল না দিলেও ভিএআর তা নিশ্চিত করে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রায়ো, কিন্তু রিয়াল শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান ধরে রাখে। অতিথিরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল করার মতো ধার ছিল না তাদের আক্রমণে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ, যা তাদের লিগ শিরোপার স্বপ্ন টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ এক জয়। এখন তাদের নজর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগের ম্যাচের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস : এক বাবার দীর্ঘশ্বাস ও নির্মম সত্যের খোঁজ

জাকির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন, আবেগঘন বার্তায় সাকিব-তামিম-মাশরাফি-শান্ত

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

আর্জেন্টিনায় ভূপৃষ্টের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

সৌদি আরব, আমিরাতে শ্রমিক ভিসায় যাওয়া নিয়ে সুখবর

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা

১০

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের পাশের রাজ্য

১১

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

১২

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

১৩

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

১৪

ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

১৫

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

১৬

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

১৭

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

১৯

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির 

২০
X