স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন দুশ্চিন্তা

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। আগে থেকেই লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা, এবার শঙ্কার মেঘ ঘনিয়েছে দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ঘিরে। মাংসপেশির ক্লান্তিতে ভুগছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড, যার ফলে শুক্রবার উরুগুয়ের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মার্টিনেজ বেশ কিছুদিন ধরেই মাংসপেশির সমস্যায় ভুগছিলেন। ইন্টার মিলানের হয়ে সাম্প্রতিক কিছু ম্যাচে তিনি এই সমস্যা নিয়েই খেলেছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ফেয়েনুর্দের বিপক্ষে দলের সাফল্য নিশ্চিত থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এরপরও আতালান্তার বিপক্ষে সিরি আ ম্যাচে গোল করায় মনে হয়েছিল, হয়তো চোট পুরোপুরি কাটিয়ে উঠেছেন তিনি। কিন্তু জাতীয় দলের অনুশীলনে অংশ নেওয়ার পর জানা গেছে, সমস্যা এখনও কাটেনি।

মঙ্গলবার অনুশীলনে আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হলেও পুরোটা সময় দলের সঙ্গে কাজ করতে পারেননি মার্টিনেজ। কিছু অংশ তিনি আলাদাভাবে করেছেন, যা তার সুস্থতা নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল রিপোর্টে তাকে ‘ইনজুরড’ বলা হয়নি, বরং ‘মাংসপেশির ক্লান্তি’ বলে উল্লেখ করা হয়েছে। তাই উরুগুয়ের বিপক্ষে তার খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, তবে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিদিনের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে।

আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই বিকল্প ভাবতে শুরু করেছেন। যদি লাউতারো মার্টিনেজ খেলতে না পারেন, তাহলে তার জায়গায় জুলিয়ান আলভারেজ এক নম্বর ভরসা হতে পারেন। অ্যাথলেটিকো মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড স্কালোনির পরিকল্পনায় আগে থেকেই ছিলেন, এবার হয়তো মূল দায়িত্ব তার কাঁধেই পড়তে পারে।

তবে শুধু আলভারেজ নয়, স্কালোনি দলের কৌশল পরিবর্তনও করতে পারেন। এক্ষেত্রে সম্ভাব্য দুটি ভিন্ন পরিকল্পনা থাকতে পারে। এক, নিকোলাস গঞ্জালেজকে শুরু থেকেই নামিয়ে ৪-৪-২ ফরমেশনে লিওনার্দো পারেদেসকে বাড়তি মিডফিল্ড শক্তি হিসেবে ব্যবহার করা। দুই, ফরমেশন না বদলে আক্রমণে থিয়াগো আলমাদা কিংবা অ্যাঞ্জেল কোরেরাকে আনা, যারা লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের মূল সৃষ্টিশীল শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারেন।

এদিকে, যদি স্কালোনি নতুন চমক দিতে চান, তাহলে জুলিয়ানো সিমিওনেও জায়গা পেতে পারেন দলে। ৪-২-৩-১ ফরমেশনে তাকে অন্তর্ভুক্ত করলে আক্রমণে নতুন মাত্রা যোগ হতে পারে।

আগামী শুক্রবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে বুধবার বিকেলের অনুশীলনেই অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে—লাউতারো মার্টিনেজ খেলতে পারবেন কি না, তা বোঝা যাবে তখনই। এখন সবকিছু নির্ভর করছে তার ফিটনেস পরীক্ষার ওপর। স্কালোনির কৌশল কী হবে, সেটাও নির্ভর করছে তার খেলার সম্ভাবনার ওপর।

লিওনেল মেসি ছাড়া এমনিতেই চাপে আছে আর্জেন্টিনা। তার ওপর লাউতারো মার্টিনেজ যদি না খেলতে পারেন, তাহলে উরুগুয়ের বিপক্ষে আক্রমণভাগে বড় ধাক্কা খাবে আলবিসেলেস্তেরা। তবে স্কালোনির হাতে এখনও কিছু বিকল্প আছে, যা উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নতুন সমীকরণ তৈরি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে যা বললেন ফয়েজ তৈয়্যব

কটাক্ষের শিকার অনন্যা

৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং / ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

১০

রাজনীতিতে হাসিনার উত্থান-পতন যেভাবে

১১

সাগরপথে পাচারের সময় ৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৪

১২

কারও সঙ্গে ৩ দিনের বেশি কথা না বললে কী হয়? যা বলছে ইসলাম

১৩

দাম কমেছে বলছেন ট্রাম্প, কিন্তু জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ মার্কিনিরা

১৪

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

শেখ হাসিনার যত ভুল

১৭

কন্যার নাম ‘কুর্দিস্তান’ রেখে ফিলিস্তিনি বাবার বার্তা

১৮

সেই দিন রায় ঘোষণার আগে যা বলেছিলেন দেলাওয়ার হোসেন সাঈদী

১৯

মনোমুগ্ধকর জয়া

২০
X