স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

কোপা দেল রে ফাইনাল বয়কট করবে রিয়াল মাদ্রিদ!

তাহলে কোপা দেল রে ফাইনালে কি এবার হচ্ছে না রিয়াল-বার্সা লড়াই? ছবি : সংগৃহীত
তাহলে কোপা দেল রে ফাইনালে কি এবার হচ্ছে না রিয়াল-বার্সা লড়াই? ছবি : সংগৃহীত

কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবারের (২৬ এপ্রিল) এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি এখন নতুন মোড়ে, কারণ রেফারির বিরুদ্ধে অভিযোগ ও আবেগঘন প্রতিক্রিয়ার পর মাদ্রিদ শিবির থেকে ম্যাচ বয়কটের হুমকি এসেছে।

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল RMTV একটি বিশদ ভিডিও প্রকাশ করে, যেখানে কোপা দেল রে ফাইনালের জন্য নিযুক্ত রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএচিয়ার (Ricardo de Burgos Bengoetxea) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরা হয় এবং রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেওয়া হয়।

এরপর শুক্রবার সংবাদ সম্মেলনে এসে আবেগে ভেঙে পড়েন বুরগোস। জানান, তার ছেলেকে স্কুলে বলা হয়েছে তার বাবা ‘চোর’। এই অবস্থায় ম্যাচ পরিচালনার জন্য মানসিকভাবে তিনি প্রস্তুত নন বলেও ইঙ্গিত দেন।

এই ঘটনার পর, রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (RFEF) কাছে রেফারিং প্যানেল পরিবর্তনের আবেদন জানায়। কিন্তু ফেডারেশন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, ম্যাচের আগে রেফারি পরিবর্তন একটি ক্লাবের অনধিকার হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এরপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। রিয়াল মাদ্রিদ নিজেদের নির্ধারিত প্রাক-ম্যাচ ট্রেনিং এবং সংবাদ সম্মেলন বাতিল করে দেয়। স্পেনের একাধিক গণমাধ্যম দাবি করছে, ম্যাচ বয়কটের কথাও ভাবছে ‘লস ব্লাঙ্কোস’। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘রেফারিরা যেভাবে সংবাদ সম্মেলনে আমাদের ক্লাবের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য। এতে প্রমাণিত হয়, রেফারিদের একটি অংশ রিয়াল মাদ্রিদের প্রতি ব্যক্তিগত বিরূপতা পোষণ করে।... এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পক্ষপাতহীনতা ও ন্যায়বিচারের যে আদর্শ থাকা উচিত, তা স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।’

রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের ঘোষণা না দিলেও, ফেডারেশনও নিজেদের অবস্থানে অনড়। ফলে এই অবস্থায় শনিবারের ফাইনাল অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি শেষ পর্যন্ত মাদ্রিদ মাঠে না নামে, তাহলে বার্সেলোনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোপা দেল রে জিতে যাবে—যা হবে তাদের চলতি মৌসুমের প্রথম বড় শিরোপা এবং ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে এক ধাপ অগ্রগতি।

এখন দেখার বিষয়, মাঠে গড়াবে কিনা বছরের অন্যতম প্রতীক্ষিত এল ক্লাসিকো ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১০

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

১৪

আড়তে মেলে ইলিশ, পাতে ওঠে না সবার

১৫

নির্বাচনের সময় উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ

১৬

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

১৭

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

১৮

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১৯

কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

২০
X