স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

কোপা দেল রে ফাইনাল বয়কট করবে রিয়াল মাদ্রিদ!

তাহলে কোপা দেল রে ফাইনালে কি এবার হচ্ছে না রিয়াল-বার্সা লড়াই? ছবি : সংগৃহীত
তাহলে কোপা দেল রে ফাইনালে কি এবার হচ্ছে না রিয়াল-বার্সা লড়াই? ছবি : সংগৃহীত

কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবারের (২৬ এপ্রিল) এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি এখন নতুন মোড়ে, কারণ রেফারির বিরুদ্ধে অভিযোগ ও আবেগঘন প্রতিক্রিয়ার পর মাদ্রিদ শিবির থেকে ম্যাচ বয়কটের হুমকি এসেছে।

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল RMTV একটি বিশদ ভিডিও প্রকাশ করে, যেখানে কোপা দেল রে ফাইনালের জন্য নিযুক্ত রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএচিয়ার (Ricardo de Burgos Bengoetxea) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরা হয় এবং রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেওয়া হয়।

এরপর শুক্রবার সংবাদ সম্মেলনে এসে আবেগে ভেঙে পড়েন বুরগোস। জানান, তার ছেলেকে স্কুলে বলা হয়েছে তার বাবা ‘চোর’। এই অবস্থায় ম্যাচ পরিচালনার জন্য মানসিকভাবে তিনি প্রস্তুত নন বলেও ইঙ্গিত দেন।

এই ঘটনার পর, রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (RFEF) কাছে রেফারিং প্যানেল পরিবর্তনের আবেদন জানায়। কিন্তু ফেডারেশন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, ম্যাচের আগে রেফারি পরিবর্তন একটি ক্লাবের অনধিকার হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এরপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। রিয়াল মাদ্রিদ নিজেদের নির্ধারিত প্রাক-ম্যাচ ট্রেনিং এবং সংবাদ সম্মেলন বাতিল করে দেয়। স্পেনের একাধিক গণমাধ্যম দাবি করছে, ম্যাচ বয়কটের কথাও ভাবছে ‘লস ব্লাঙ্কোস’। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘রেফারিরা যেভাবে সংবাদ সম্মেলনে আমাদের ক্লাবের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য। এতে প্রমাণিত হয়, রেফারিদের একটি অংশ রিয়াল মাদ্রিদের প্রতি ব্যক্তিগত বিরূপতা পোষণ করে।... এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পক্ষপাতহীনতা ও ন্যায়বিচারের যে আদর্শ থাকা উচিত, তা স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।’

রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের ঘোষণা না দিলেও, ফেডারেশনও নিজেদের অবস্থানে অনড়। ফলে এই অবস্থায় শনিবারের ফাইনাল অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি শেষ পর্যন্ত মাদ্রিদ মাঠে না নামে, তাহলে বার্সেলোনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোপা দেল রে জিতে যাবে—যা হবে তাদের চলতি মৌসুমের প্রথম বড় শিরোপা এবং ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে এক ধাপ অগ্রগতি।

এখন দেখার বিষয়, মাঠে গড়াবে কিনা বছরের অন্যতম প্রতীক্ষিত এল ক্লাসিকো ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস : এক বাবার দীর্ঘশ্বাস ও নির্মম সত্যের খোঁজ

জাকির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন, আবেগঘন বার্তায় সাকিব-তামিম-মাশরাফি-শান্ত

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

আর্জেন্টিনায় ভূপৃষ্টের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

সৌদি আরব, আমিরাতে শ্রমিক ভিসায় যাওয়া নিয়ে সুখবর

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা

১০

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের পাশের রাজ্য

১১

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

১২

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

১৩

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

১৪

ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

১৫

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

১৬

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

১৭

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

১৯

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির 

২০
X