স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কোপা জয়ের পর রিয়ালকে নিয়ে যা বললেন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

সেভিয়ার রাতটিতে ইতিহাস লিখলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কোপা দেল রে ফাইনালের রুদ্ধশ্বাস ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয় করলো হানসি ফ্লিকের শিষ্যরা—এবং ম্যাচ শেষে তরুণ সেনসেশন লামিন ইয়ামাল স্পষ্ট করে দিলেন, ‘এই মৌসুমে তারা (রিয়াল) আমাদের থামাতে পারবে না।’

ম্যাচের ১১৬তম মিনিটে যখন মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াবে লড়াই, তখনই জুলস কুন্দের দুর্দান্ত এক গোল বার্সাকে এনে দিলো নাটকীয় এক জয়। ফেরান তোরেসের দেরিতে করা সমতাসূচক গোল অতিরিক্ত সময়ের পথ খুলে দিয়েছিল, আর এরপর কুন্দের গর্জনে রিয়াল চূড়ান্তভাবে ধরাশায়ী।

এটি চলতি মৌসুমে রিয়ালের বিপক্ষে এটি বার্সার তৃতীয় জয় — অক্টোবরে বার্নাব্যুতে লা লিগায় ৪-০ গোলের বিধ্বংসী জয় এবং জানুয়ারিতে স্প্যানিশ সুপারকাপের ফাইনালে ৫-২ ব্যবধানের স্মরণীয় সাফল্যের পর, এবার কোপা দেল রেতেও প্রতিপক্ষকে রুখে দিল কাতালানরা। আগামী ১১ মে লা লিগার আরও একটি মহারণ অপেক্ষা করছে, তবে ইয়ামালের মতে, ফলাফল আগেই পরিষ্কার হয়ে গেছে।

হোটেলে ম্যাচের আগে সতীর্থ রোনাল্ড আরাউহোর সঙ্গে কথোপকথনের স্মৃতি তুলে ধরে ইয়ামাল বলেন, ‘আমি বলেছিলাম, ওরা যদি এক গোল দেয়, সমস্যা নেই। দুই গোল দিলেও সমস্যা নেই। তারা আমাদের সামলাতে পারছে না — আমরা সেটা বারবার প্রমাণ করেছি।’

মাত্র ১৭ বছর বয়সেই ইয়ামাল নিজের জাত চেনালেন ফাইনালের মঞ্চে। প্রথমার্ধে পেদ্রির গোলের জন্য দুর্দান্ত অ্যাসিস্ট এবং দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের সমতাসূচক গোলে ভূমিকা রাখেন তিনি। যদিও মাঝখানে কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েন চুয়ামেনি রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন, তবে তবুও বার্সা থামেনি।

ফাইনালের অতিরিক্ত সময়ে অভিজ্ঞ লুকা মদ্রিচের পাস কেটে নেন কুন্দে এবং দারুণ শটে বল জড়িয়ে দেন জালে—শিরোপার ট্রফি হাতে ওঠে বার্সার।

হানসি ফ্লিক ম্যাচশেষে বলেন, ‘এই দলটি অবিশ্বাস্য মানসিকতা দেখিয়েছে। হাল ছাড়েনি এক মুহূর্তও। সবাই তাদের জন্য গর্বিত। আজকের রাতটা ছিল অসাধারণ, একটা বিশাল জয়।’

তিনি আরও যোগ করেন, ‘জুলস কুন্দে রিয়ালের দুটি বড় সুযোগ রক্ষা করেছে, এরপর গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। পুরো ডিফেন্সই দুর্দান্ত পারফর্ম করেছে। তার মতো মানসিকতা থাকা খেলোয়াড়রা দলের বড় সম্পদ।’

এখনও মৌসুম শেষ হতে অনেক কিছু বাকি। লা লিগায় বার্সা চার পয়েন্টে এগিয়ে রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে সেমিফাইনালে। সম্ভাবনা তৈরি হয়েছে মরশুমের শেষে এক ঐতিহাসিক ট্রেবল জয়ের।

ফ্লিক শেষ কথা বললেন ভক্তদের উদ্দেশে, ‘আজকের এই দুর্দান্ত জয় সমর্থকদের জন্য। তারা পুরোটা পথ আমাদের পাশে ছিল। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনে আরও বড় কিছু জয়ের স্বপ্ন দেখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

১০

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

১১

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

১২

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১৩

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১৪

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১৫

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৬

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

১৭

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৮

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৯

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

২০
X