স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৩:০৬ এএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসে আর্সেনালের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি। ছবি : সংগৃহীত
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন নিয়ে প্যারিসে পা রেখেছিল আর্সেনাল। কিন্তু পার্ক দে প্রিন্সে নাটকীয় এক রাত শেষে মাইকেল আর্তেতার দলের সব আশা ডুবিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দোনারুম্মার দুর্দান্ত গোলকিপিং, রুইজ-হাকিমির জোড়া আঘাত আর সাকার জবাবও যথেষ্ট হয়নি। দ্বিতীয় লেগে ২-১ গোলের পরাজয়, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নিল আর্সেনাল। আর পিএসজি এখন ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের।

প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই আলো ছড়িয়েছিলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোনারুম্মা। দ্বিতীয় লেগেও তার অসাধারণ সব সেভ যেন আবারও বাধা হয়ে দাঁড়াল আর্সেনালের সামনে। ম্যাচের শুরুতেই গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং মার্টিন ওডেগার্ডের শট রুখে দিয়ে দোনারুম্মা বুঝিয়ে দেন, এই রাতেও তার হাত গলে বল ঢুকবে না সহজে।

আর যখন আর্সেনাল আক্রমণে ব্যস্ত, তখনই ২৭ মিনিটে পিএসজির ফ্রিকিকে থমাস পার্টের হেড ক্লিয়ারেন্স ধরে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ফাবিয়ান রুইজ। বল হালকা ডিফ্লেকশন নিয়ে ডেভিড রায়াকে পরাস্ত করে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে নতুন মোড় আনে পেনাল্টির সিদ্ধান্ত। মাইলস লুইস-স্কেলি হ্যান্ডবলের কারণে পেনাল্টি দিলে স্পটকিকে বল মারেন ভিটিনহা—কিন্তু তার শট ঠেকিয়ে দেন রায়া। তবে ভাগ্য ফেরেনি আর্সেনালের। ৭২ মিনিটে থমাস পার্টের ভুলে বল পেয়ে গোল করে বসেন আশরাফ হাকিমি। এরপর ৭৬ মিনিটে সাকার দারুণ এক অ্যাঙ্গেল ফিনিশে পিএসজির জাল কাঁপালেও, তারপরের সুযোগ মিস করে ম্যাচ থেকে ছিটকে যায় গনার্সরা।

প্যারিসে এসে দারুণ শুরু করেছিল আর্সেনাল। ডেক্লান রাইসের হেড গোলপোস্টের বাইরে চলে গেলেও একাধিক সুযোগ তৈরি করেছিল লন্ডনের ক্লাবটি। তবে গোলের মুখে কার্যকরী হতে না পারার খেসারত গুণতে হলো তাদের। স্ট্রাইকারের অভাবও প্রকটভাবে ধরা দিল এই ম্যাচে, যেখানে মিকেল মেরিনোকে খেলানো হলেও প্রত্যাশিত কিছুই এনে দিতে পারেননি তিনি।

এদিকে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে গিয়েছিল পিএসজি। এরপর নেইমার-মেসি-এমবাপ্পের 'ব্লিং ব্লিং' যুগ শেষ করে লুইস এনরিকের হাতে গড়া এই তরুণ দল যেন এখন আরও পরিপক্ক ও ক্ষুধার্ত। দোনারুম্মা, দেম্বেলে, কাভারাটসখেলিয়া, দুয়ে – সবাই মিলে তৈরি করেছে এক নতুন পিএসজি, যারা এবার হয়তো ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করেই ফেলবে।

মিউনিখে ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। ইউরোপে এখন প্রশ্ন একটাই—এবার কি তাহলে পিএসজি অভিশাপ ভাঙতে পারবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত নিয়ন্ত্রিত জম্মুতে বিমানবন্দরে বিস্ফোরণ

বছরের সবচেয়ে বড় তাপপ্রবাহ, গরম থাকবে আরও ৩ দিন

অনির্বাচিত সরকার দেশের উপকারে আসে না : মির্জা ফখরুল

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

কালীগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিবকে অব্যাহতি

খুলনার দৌলতপুর কলেজ / সভাপতির পদে নিয়োগে ধোঁয়াশা, বরখাস্ত অধ্যক্ষের পুনরায় যোগদান

ভারতের পাকিস্তানে হামলা নিয়ে যা বললেন আফ্রিদি

পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত

হায়ারের নতুন টেক্সচারযুক্ত মেটাল ডোর চেস্ট ফ্রিজার বাজারে

ভারতের ১৫ শহরে হামলা, কী বলছে পাকিস্তান

১০

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা হাসনাতের

১১

বৈশাখী আবাসন মেলা

১২

পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় রাখা আছে?

১৩

নাটোর আদালতের বিচারকাজে বাধা, আইনজীবীর দণ্ড

১৪

ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ‘যে কোনো মূল্যে’ পদক্ষেপ : শাহবাজ শরিফ

১৫

জানা গেল জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগের কারণ

১৬

সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

১৭

ফাইনালে বার্সার মুখোমুখি না হওয়ায় খুশি পিএসজি কোচ

১৮

আবারও সোনার দামে বড় পতন

১৯

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০
X