স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৩:০৬ এএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসে আর্সেনালের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি। ছবি : সংগৃহীত
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন নিয়ে প্যারিসে পা রেখেছিল আর্সেনাল। কিন্তু পার্ক দে প্রিন্সে নাটকীয় এক রাত শেষে মাইকেল আর্তেতার দলের সব আশা ডুবিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দোনারুম্মার দুর্দান্ত গোলকিপিং, রুইজ-হাকিমির জোড়া আঘাত আর সাকার জবাবও যথেষ্ট হয়নি। দ্বিতীয় লেগে ২-১ গোলের পরাজয়, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নিল আর্সেনাল। আর পিএসজি এখন ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের।

প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই আলো ছড়িয়েছিলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোনারুম্মা। দ্বিতীয় লেগেও তার অসাধারণ সব সেভ যেন আবারও বাধা হয়ে দাঁড়াল আর্সেনালের সামনে। ম্যাচের শুরুতেই গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং মার্টিন ওডেগার্ডের শট রুখে দিয়ে দোনারুম্মা বুঝিয়ে দেন, এই রাতেও তার হাত গলে বল ঢুকবে না সহজে।

আর যখন আর্সেনাল আক্রমণে ব্যস্ত, তখনই ২৭ মিনিটে পিএসজির ফ্রিকিকে থমাস পার্টের হেড ক্লিয়ারেন্স ধরে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ফাবিয়ান রুইজ। বল হালকা ডিফ্লেকশন নিয়ে ডেভিড রায়াকে পরাস্ত করে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে নতুন মোড় আনে পেনাল্টির সিদ্ধান্ত। মাইলস লুইস-স্কেলি হ্যান্ডবলের কারণে পেনাল্টি দিলে স্পটকিকে বল মারেন ভিটিনহা—কিন্তু তার শট ঠেকিয়ে দেন রায়া। তবে ভাগ্য ফেরেনি আর্সেনালের। ৭২ মিনিটে থমাস পার্টের ভুলে বল পেয়ে গোল করে বসেন আশরাফ হাকিমি। এরপর ৭৬ মিনিটে সাকার দারুণ এক অ্যাঙ্গেল ফিনিশে পিএসজির জাল কাঁপালেও, তারপরের সুযোগ মিস করে ম্যাচ থেকে ছিটকে যায় গনার্সরা।

প্যারিসে এসে দারুণ শুরু করেছিল আর্সেনাল। ডেক্লান রাইসের হেড গোলপোস্টের বাইরে চলে গেলেও একাধিক সুযোগ তৈরি করেছিল লন্ডনের ক্লাবটি। তবে গোলের মুখে কার্যকরী হতে না পারার খেসারত গুণতে হলো তাদের। স্ট্রাইকারের অভাবও প্রকটভাবে ধরা দিল এই ম্যাচে, যেখানে মিকেল মেরিনোকে খেলানো হলেও প্রত্যাশিত কিছুই এনে দিতে পারেননি তিনি।

এদিকে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে গিয়েছিল পিএসজি। এরপর নেইমার-মেসি-এমবাপ্পের 'ব্লিং ব্লিং' যুগ শেষ করে লুইস এনরিকের হাতে গড়া এই তরুণ দল যেন এখন আরও পরিপক্ক ও ক্ষুধার্ত। দোনারুম্মা, দেম্বেলে, কাভারাটসখেলিয়া, দুয়ে – সবাই মিলে তৈরি করেছে এক নতুন পিএসজি, যারা এবার হয়তো ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করেই ফেলবে।

মিউনিখে ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। ইউরোপে এখন প্রশ্ন একটাই—এবার কি তাহলে পিএসজি অভিশাপ ভাঙতে পারবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X