শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৫ মিনিটে দুই গোলে লিড নিয়েও ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়েছিল। রোববার ভুটানের বিপক্ষে ২৮ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশকে নিয়ে পথ হারানোর ভয়-শঙ্কা ছিল। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভয়-শঙ্কা উড়িয়ে দিয়ে পূর্ণ পয়েন্ট পেল লাল-সবুজরা, যা সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বাংলাদেশকে।

দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে লাল-সবুজরা। গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে হারালে মালদ্বীপের সংগ্রহ বাংলাদেশের সমান হবে। সে ক্ষেত্রে গোল ব্যবধান হবে গ্রুপসেরা নির্ধারক। মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচে তাই তীক্ষ্ম দৃষ্টি থাকবে বাংলাদেশের। সে ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হবে সেমিফাইনালের প্রতিপক্ষ।

আজকের ম্যাচের ১৩ মিনিটে বক্সের মধ্যে থেকে আলী মোর্শেদ বাঁ পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন। পরে দ্বিতীয় গোলে নেপথ্য কারিগর হিসেবে ছিলেন সেই মোর্শেদই। তার পাশ থেকে স্কোরলাইন দ্বিগুণ করেন সুমন সরেন। তৃতীয় গোল করেছেন নাজমুল হুদা ফয়সাল।

ম্যাচের পর শিষ্যদের প্রশংসায় ভাসালেন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন। সাবেক এ ফুটবলারের কথায়, ‘দুর্দান্ত এক ম্যাচ খেলার জন্য প্রথমে অভিনন্দন জানাই ছেলেদের। মালদ্বীপের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে ড্র করার পর আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা সামর্থ্যের সবটুকু দিয়ে ৩ পয়েন্টে অর্জন করেছে।’

বাংলাদেশকে প্রথম নারী সাফ শিরোপা জেতানো এ কোচ আরও বলেন, ‘আমার বিশ্বাস ছিল যে, তারা পারবে। দেশপ্রেম থেকে নিজেদের সেরাটা দিয়ে ৯০ মিনিট আধিপত্য বিস্তার করে ছেলেরা ম্যাচ জিতেছে।’

গ্রুপ পর্বে নিজেদের কাজ শেষ করার পর বাংলাদেশের দৃষ্টি এবার অন্যান্য ম্যাচের দিকে। বিশেষ করে ‘বি’ গ্রুপের ম্যাচে দৃষ্টি থাকবে গোলাম রাব্বানী ছোটনের। এ প্রসঙ্গে বাংলাদেশের কোচ বলছিলেন, ‘আমরা ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচগুলো দেখব। সে ম্যাচের আলোকে পরবর্তী সময়ে যে প্রতিপক্ষই আসুক, আমরা নিজেদের পরিকল্পনা সাজাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১০

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১১

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১২

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৩

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৪

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৫

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৬

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৭

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৮

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৯

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

২০
X