স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

মায়ামি জার্সিতে মেসির জোড়া গোল, গড়লেন নতুন ইতিহাস

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মায়ামি জার্সিতে যেন প্রতি ম্যাচেই নতুন এক অধ্যায় লিখছেন লিওনেল মেসি। বুধবার রাতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের মাঠে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। শুধু দলকে জেতালেন না, মেজর লিগ সকারে (এমএলএস) গড়লেন এক অনন্য রেকর্ডও—টানা চার ম্যাচে একাধিক গোলের নজির, যা এর আগে কারও নেই।

ম্যাসাচুসেটসের সেই আলো ঝলমলে রাতে ম্যাচজুড়ে ছিলেন আগুনে মেসি। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে খেলেছেন, তাতে যেন মনে হচ্ছিল—৩৮ নয়, যেন তিনি ঠিক সেই বার্সেলোনার স্বর্ণযুগের যুবক!

ম্যাচের ২৭তম মিনিটে নিউ ইংল্যান্ডের ডিফেন্ডার ট্যানার বিসনের একটি ভুল পাস ধরে বল পান মেসি। ডান দিক দিয়ে ছুটে গিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে কোনাকুনি শটে বল পাঠিয়ে দেন জালে ১-০।

এর ঠিক ১০ মিনিট পর, সার্জিও বুসকেটসের নিখুঁত এক পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে বল জড়ান গোলরক্ষক ইভাচিচের বাঁ দিক দিয়ে। প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় ইন্টার মায়ামির জয়, আর মেসির রেকর্ডও।

এই ম্যাচে মেসির জোড়া গোলের ফলে তিনি হয়ে গেলেন এমএলএস ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করেছেন।

তার জোড়া গোল এসেছে—

  • ২৮ মে: মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২
  • ৩১ মে: কলাম্বাস ক্রুর বিপক্ষে ৫-১
  • ৫ জুলাই: মন্ট্রিয়াল অ্যাওয়েতে ৪-১
  • ৯ জুলাই: নিউ ইংল্যান্ড অ্যাওয়েতে ২-১

এই চার ম্যাচে মোট ৮ গোল! তার আগে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলের ড্র ম্যাচেও একবার জাল খুঁজে পেয়েছিলেন ‘লা পুলগা’।

এই পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে মায়ামি, যা প্লে-অফের পথে বড় পাওয়া।

মেসির এই গোলের ধারাবাহিকতা শুধু লিগেই নয়। ক্লাব বিশ্বকাপেও তিনি গোল করেছেন পোর্তোর বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে। যদিও দলটি পরে বিদায় নেয় শেষ ষোলো থেকে।

তবে তার গোলের ধারাবাহিকতা ও মাঠে প্রভাব যেন বয়সকে থামিয়ে দিয়েছে। গত বছরের মাঝামাঝি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যেন আর্জেন্টাইন মহাতারকা আবার ফিরেছেন সোনালি অধ্যায়ে।

ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘মেসি শুধু গোল করছে না, পুরো দলকে নেতৃত্ব দিচ্ছে। ওর উপস্থিতি তরুণদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে, আর আমাদের জয়ের মানসিকতা তৈরি করছে।’

লিওনেল মেসির মতো খেলোয়াড়রা প্রতিবার মাঠে নামার সময় শুধু গোলের জন্য নয়, ইতিহাস গড়ার জন্যই নামেন। নিউ ইংল্যান্ডের মাঠে সেই ইতিহাসটা যেন আরও একবার রাঙিয়ে দিলেন এই ফুটবল জীবন্ত কিংবদন্তি।

আর প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসছে—এই বয়সেও কীভাবে এতটা ধারালো, এতটা ক্ষুধার্ত থাকা যায়? উত্তরটা হয়তো একটাই—কারণ তিনি মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ

বাবার গুলিতে টেনিস খেলোয়াড় নিহত

ভুয়া বিজ্ঞপ্তি ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পিএসসির

মাধবপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

ইরানের ওপর নতুন চাপ জার্মানির, বোঝাপড়া করার হুঁশিয়ারি

ভারতের আপত্তি উপেক্ষা করে ঢাকাতেই হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা!

ফল জালিয়াতি / ১০ বছর পর রাজশাহীর শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও অনেক খারাপ কিছু হয় জীবনে: খায়রুল বাসার

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা জানাল ইরান

পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন সাইফুদ্দিন

১০

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভিসা নীতিতে বড় পরিবর্তন চীনের

১২

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল

১৩

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

১৪

কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার হবে না : ইসি 

১৫

রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি

১৬

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল, মোবাইল বন্ধ প্রধান শিক্ষকদের

১৭

হেফাজতের বিক্ষোভ সমাবেশ শুক্রবার

১৮

ইসলামে আত্মহত্যার শাস্তি ভয়াবহ

১৯

নাম ছিল তার গুলবাহার, ফারিণের উদ্দেশে ভক্তের মন্তব্য

২০
X