স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

দিনিজের সামনে আনচেলত্তির আলোচনা অসম্মানজনক : ক্যাসিমিরো

ক্যাসিমিরো। ছবি: সংগৃহীত
ক্যাসিমিরো। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ শেষে এবং কোপা আমেরিকার আগে ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এমনটাই জানা গিয়েছিল শুরুতে। তবে তিনি জানিয়েছিলেন কারও সঙ্গেই নাকি এ বিষয়ে কোনো কথা হয়নি। যদিও দলটিকে পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। দরজায় যখন ব্রাজিলের আরও একটি ম্যাচ তখন ঘুরেফিরে এসেছে আনচেলত্তি প্রসঙ্গ।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মিশন হেক্সার ইতি ঘটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এরপরই ভাঙ্গনের সুর হয়ে আসে কোচ তিতের দায়িত্ব ছাড়ার খবর। বেশ কিছুদিন কোচহীন অবস্থায় থাকে নেইমার-ক্যাসিমিরোরা। তবে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গুরুহীন অবস্থা নিয়ে সরব অবস্থানে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কোচ খোঁজের দৌড়ে বিশ্বের সেরা কোচদের দিকেই চোখ সেলেসাওদের।

তিতের পদ ছাড়ার পর থেকেই সে অবস্থানে একটা নামই শোনা গেছে বহুবার। ব্রাজিলের দায়িত্ব নেবেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। বেশ কিছুদিন আগে একরকম নিশ্চিতভাবেই শোনা যায় রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলের কোচের চেয়ারে বসবেন এই ইতালিয়ান বস। ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার রিয়ালে খেলেন। তারাও বিষয়টি নিয়ে বেশ আশাবাদী মন্তব্যই করেছিলেন। তবে, সেসব গুঞ্জনে জল ঢেলে খোদ আনচেলত্তি-ই জানিয়েছেন তিনি থাকছেন মাদ্রিদিস্তাদের সঙ্গেই।

আরও একটা বিশ্বকাপে খেলার স্বপ্ন ব্রাজিলের। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের আগে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তির বিষয়ে কথা বলেন ব্রাজিল অধিনায়ক ক্যাসিমিরো। কার্লো আনচেলত্তিকে নিয়ে এমন আলোচনায় ব্রাজিলের বর্তমান কোচকে অসম্মান করা হয়। বর্তমান কোচ ফার্নান্দো দিনিজের সঙ্গে আনচেলত্তির তুলনা নিতান্তই অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

ব্রাজিলের অধিনায়ক ক্যাসিমিরো বলেন, 'আমি মানছি কার্লো আনচেলত্তি খুবই ভালো কোচ। তিনি নিঃসন্দেহে দুর্দান্ত একজন কোচ। তার সাফল্য নিয়ে নতুন করে কথা বলার কিছুই নেই। গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টের মাধ্যমে তার ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনার বিষয়টি আমি দেখেছি। তবে, এটা খুবই দুঃখজনক যে আমাদের বর্তমান কোচ দিনিজের সামনে তাকে নিয়ে বারবার কথা বলা। দিনিজ আমাদের দলের জন্য তার সেরাটা দিয়েই কাজ করছেন। কার্লো আনচেলত্তি আগামী বছর কোচের দায়িত্ব নেবেন কিনা সেটা দিনিজের সামনে আলোচনা করে তাকে ছোট করা হয়। এটা খুবই অসম্মানজনক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসিতে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রার্থীর

যুবদলের দুই কমিটি বিলুপ্ত

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

১০

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

১১

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

১২

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

১৩

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

১৪

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১৫

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১৬

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১৭

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৮

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৯

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০
X