স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

ইতালি ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইতালি ফুটবল দল। ছবি : সংগৃহীত

ইতালির জন্য বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা কোনো সহজ পথ নয়। গত দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) ইতালি খেলার সুযোগ পাননি, এবং এখন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের অবস্থানও তেমন ভালো না। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে আজ্জুরিরা। তবে, আগামী ৬ সেপ্টেম্বর এস্তোনিয়া এবং ৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিয়ে ইতালি তাদের দল ঘোষণা করেছে, যেখানে কোচ জেনারো গাত্তুসু নিয়েছেন বেশ কয়েকটি চমক।

গাত্তুসু, যিনি গত জুন মাসে ইতালির কোচের দায়িত্ব গ্রহণ করেছেন, এবার তার প্রথম দলে কিছু নতুন মুখ স্থান পেয়েছে। দল ঘোষণার আগে তিনি বলেন, "এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আগামী দুটি ম্যাচ আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, তাই নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে যারা ভবিষ্যতের জন্য খুবই প্রতিশ্রুতিশীল।"

এবারের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছেন লিভারপুলের ১৮ বছর বয়সী সেন্টার ব্যাক জিওভানি লিওনি, যিনি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাননি। তবে, গত মৌসুমে সিরি আ-তে পার্মার হয়ে খেলা এই ডিফেন্ডার ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এবার মূল দলে ডাক পেয়েছেন। এছাড়া, ইতালি দলে ডাক পাওয়া আরও দুই নতুন মুখ হলেন ইন্টার মিলানের ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিতো এবং বোলোগনার মিডফিল্ডার জিওভান্নি ফ্যাবিয়ান।

লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে জিওভানি লিওনি গত মাসে পার্মা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন এবং ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ৬ বছরের জন্য। তবে, এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়নি। তার খেলার সুযোগ পাওয়ার অপেক্ষা রয়েছে।

গত জুনে ইতালির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাত্তুসু তার প্রথম দল ঘোষণা করেছেন। দলটির লক্ষ্য আগামী দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয় নিশ্চিত করা এবং ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা।

ইতালি বিশ্বকাপ বাছাই দলের তালিকা:

গোলরক্ষক:

জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি), অ্যালেক্স মেরেট (নাপোলি), মার্কো কার্নেসেচ্চি (আতালান্টা), গুগলিয়েলমো ভিকারিও (টটেনহ্যাম)

ডিফেন্ডার:

আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), রিকার্দো কালাফিওরি (আর্সেনাল), আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো (জুভেন্টাস), রাউল বেলানোভা (আতালান্টা), জিওভান্নি ডি লরেঞ্জো (নাপোলি), ফেডরিকো ডিমারকো (ইন্টার মিলান), ফেদেরিকো গাট্টি (জুভেন্টাস), জিওভানি লিওনি (লিভারপুল), জিয়ানলুকা মানচিনি (এএস রোমা)

মিডফিল্ডার:

নিকোলো বারেলা (ইন্টার মিলান), ডেভিড ফ্রাত্তেসি (ইন্টার মিলান), ম্যানুয়েল লোকাতেল্লি (জুভেন্টাস), নিকোলো রোভেল্লা (ল্যাজিও), সান্দ্রো টোনালি (নিউক্যাসল), জিওভানি ফ্যাবিয়ান (বোলোগনা)

ফরোয়ার্ড:

ময়েস কিন (ফিওরেন্টিনা), ফ্রান্সেস্কো পিও এসপোসিতো (ইন্টার মিলান), ড্যানিয়েল মালদিনি (আতালান্টা), মাত্তিয়া জাকাগনি (ল্যাজিও), মাত্তেও পলিতানো (নাপোলি), গিয়াকোমো রাসপাদোরি (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতেও রেতেগুই (আল কাদসিয়া), জিয়ানলুকা স্কামাক্ক (আতালান্টা), রিকার্ডো ওরসোলিনি (বোলোগনা)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

ডিএমএফের নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

নৌপুলিশ বোটে আগুন

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১০

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১১

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৪

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

১৫

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

১৬

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

২০
X