শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ছবি : সংগৃহীত

শেষ বাঁশির আগ মুহূর্তে গোল হজম করে শেষ হয়ে গেল বাংলাদেশের লড়াই। অতিরিক্ত সময়ের নবম মিনিটে হংকংয়ের করা চতুর্থ গোলের সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি—আর সেই বাঁশিই যেন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের আশার সমাপ্তির ঘণ্টাধ্বনি।

হতে পারত এক অনুপ্রেরণার গল্প। হতে পারত বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায়—যেখানে হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি কিক আর তরুণ সামিত সোমের মাথা থেকে আসা গোল জয়ের সাক্ষী হবে ঢাকার ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। কিন্তু সেই গল্প লেখা হলো না। শেষ বাঁশি বাজার মুহূর্তে এক অমনোযোগ, এক ভুল সিদ্ধান্তে ভেসে গেল সবকিছু। হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচ শেষ করল বাংলাদেশ। আর এই ম্যাচের হার কার্যত শেষ করে দিয়েছে বাংলাদেশের আশা।

বৃহস্পতিবার রাতের ম্যাচে শুরুটা ছিল আশাব্যঞ্জক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা মিডফিল্ডার হামজা চৌধুরী ১৩তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে এগিয়ে দেন বাংলাদেশকে। তার বাঁকানো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ালে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উল্লাস। প্রথমার্ধে হংকংকে তেমন সুযোগও দেয়নি বাংলাদেশ—বরং ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল লাল-সবুজদেরই।

কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই আসে বিপর্যয়। কর্নার থেকে নেওয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় রক্ষণভাগ, সেই সুযোগে হংকং ম্যাচে সমতা ফেরায় (১-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও বড় ধাক্কা—রাফায়েল মার্কেইসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচের ৭৫ মিনিটে একই ফুটবলার নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে ব্যবধান বাড়ান ৩-১ এ। তখন মনে হচ্ছিল, আরেকটি পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ।

কিন্তু বদলি হিসেবে নামা জামাল ভূঁইয়া ও সামিত সোম যেন ম্যাচে নতুন রক্ত ঢেলে দেন। জামালের নিখুঁত পাস থেকে ৮৪ মিনিটে গোল করে ব্যবধান কমান শেখ মোরছালিন (২–৩)। এরপর যোগ করা সময়ের ৯৮তম মিনিটে সামিত সোমের অসাধারণ হেডে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩— এটাই তার জাতীয় দলের প্রথম গোল। উল্লাসে তখন পুরো স্টেডিয়াম এক ঢেউ।

কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুরভাবে মুখ ফিরিয়ে নিল শেষ মুহূর্তে। ৯৯তম মিনিটে হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল ব্যাকপাস দেন বাংলাদেশের রক্ষণভাগ। গোলরক্ষক মিতুল মার্মা সহজ বলটি সামলাতে ব্যর্থ হন। বল ঢুকে যায় জালে, আর সঙ্গে সঙ্গে রেফারির শেষ বাঁশি।

হতভম্ব হয়ে মাঠে বসে পড়েন হামজা চৌধুরী, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন স্কোরবোর্ডের দিকে। গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা—যেন এক স্বপ্নভঙ্গের মুহূর্ত।

বাংলাদেশের হার এই ম্যাচে শুধু তিন পয়েন্টের নয়, হার আশার, হার সম্ভাবনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১০

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১১

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১২

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৩

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৪

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৫

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৬

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৭

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৮

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৯

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X