শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ছবি : সংগৃহীত

শেষ বাঁশির আগ মুহূর্তে গোল হজম করে শেষ হয়ে গেল বাংলাদেশের লড়াই। অতিরিক্ত সময়ের নবম মিনিটে হংকংয়ের করা চতুর্থ গোলের সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি—আর সেই বাঁশিই যেন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের আশার সমাপ্তির ঘণ্টাধ্বনি।

হতে পারত এক অনুপ্রেরণার গল্প। হতে পারত বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায়—যেখানে হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি কিক আর তরুণ সামিত সোমের মাথা থেকে আসা গোল জয়ের সাক্ষী হবে ঢাকার ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। কিন্তু সেই গল্প লেখা হলো না। শেষ বাঁশি বাজার মুহূর্তে এক অমনোযোগ, এক ভুল সিদ্ধান্তে ভেসে গেল সবকিছু। হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচ শেষ করল বাংলাদেশ। আর এই ম্যাচের হার কার্যত শেষ করে দিয়েছে বাংলাদেশের আশা।

বৃহস্পতিবার রাতের ম্যাচে শুরুটা ছিল আশাব্যঞ্জক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা মিডফিল্ডার হামজা চৌধুরী ১৩তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে এগিয়ে দেন বাংলাদেশকে। তার বাঁকানো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ালে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উল্লাস। প্রথমার্ধে হংকংকে তেমন সুযোগও দেয়নি বাংলাদেশ—বরং ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল লাল-সবুজদেরই।

কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই আসে বিপর্যয়। কর্নার থেকে নেওয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় রক্ষণভাগ, সেই সুযোগে হংকং ম্যাচে সমতা ফেরায় (১-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও বড় ধাক্কা—রাফায়েল মার্কেইসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচের ৭৫ মিনিটে একই ফুটবলার নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে ব্যবধান বাড়ান ৩-১ এ। তখন মনে হচ্ছিল, আরেকটি পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ।

কিন্তু বদলি হিসেবে নামা জামাল ভূঁইয়া ও সামিত সোম যেন ম্যাচে নতুন রক্ত ঢেলে দেন। জামালের নিখুঁত পাস থেকে ৮৪ মিনিটে গোল করে ব্যবধান কমান শেখ মোরছালিন (২–৩)। এরপর যোগ করা সময়ের ৯৮তম মিনিটে সামিত সোমের অসাধারণ হেডে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩— এটাই তার জাতীয় দলের প্রথম গোল। উল্লাসে তখন পুরো স্টেডিয়াম এক ঢেউ।

কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুরভাবে মুখ ফিরিয়ে নিল শেষ মুহূর্তে। ৯৯তম মিনিটে হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল ব্যাকপাস দেন বাংলাদেশের রক্ষণভাগ। গোলরক্ষক মিতুল মার্মা সহজ বলটি সামলাতে ব্যর্থ হন। বল ঢুকে যায় জালে, আর সঙ্গে সঙ্গে রেফারির শেষ বাঁশি।

হতভম্ব হয়ে মাঠে বসে পড়েন হামজা চৌধুরী, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন স্কোরবোর্ডের দিকে। গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা—যেন এক স্বপ্নভঙ্গের মুহূর্ত।

বাংলাদেশের হার এই ম্যাচে শুধু তিন পয়েন্টের নয়, হার আশার, হার সম্ভাবনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১০

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১১

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১২

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৩

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৪

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৫

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৬

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৭

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১৮

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১৯

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

২০
X