স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নিজের সাফাই গেয়ে যা বললেন ক্যাবরেরা

হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত
হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত

তিন বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু এই সময়জুড়ে তার দল নির্বাচন, কৌশল এবং খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি। হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পরও সেই সমালোচনা নতুন করে মাথাচাড়া দিয়েছে।

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে দারুণ পারফর্ম করা যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে ক্যাবরেরা নামান ম্যাচের ৭৫তম মিনিটে। মাঠে নামার পর লেফট-ব্যাক পজিশনে তার গতি ও পাসিংয়ে খেলার গতি বদলে যায়। পাশাপাশি বদলি হিসেবে নামা সামিত সোম ও ফাহমিদুলও ম্যাচে প্রাণ ফেরান। এমনকি জামাল ভূঁইয়া নেমে ডিফেন্সিভ মিডফিল্ড শক্তিশালী করে তুললেও, তাদের সবাইকে প্রথমার্ধে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েই উঠেছে প্রশ্ন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরাকে জিজ্ঞাসা করা হয়, তার ভুল একাদশ নির্বাচনই কি হারের কারণ? উত্তরে তিনি বলেন, ‘প্রথমার্ধটাই ছিল বাংলাদেশের সেরা সময়। আমি বাংলাদেশে আসার পর দলের খেলা এতটা ভালো কখনো দেখিনি। তাই আমার লাইন-আপ ঠিক ছিল। দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিটে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে জামাল নামার পর আমরা আবার ম্যাচে ফিরেছি। বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট।’

জায়ান আহমেদকে দেরিতে নামানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্যাবরেরা বলেন, ‘সাদ ডুয়েলে শক্তিশালী। যখন হংকংয়ের এভারটন ক্লান্ত হয়ে পড়ে, তখনই জায়ানকে নামানো হয়। সে নিজের সামর্থ্য প্রমাণ করেছে।’

একইভাবে সামিত সোমকে প্রথম একাদশে না রাখার কারণ হিসেবে জানান, ‘সে প্রায় দুই মাস খেলার বাইরে ছিল এবং বাংলাদেশে মাত্র আগের রাতে এসেছে। তার সঙ্গে আলোচনা করেই দ্বিতীয়ার্ধে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’

এশিয়া কাপ বাছাইয়ের তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। চার দলের গ্রুপে লাল-সবুজরা অবস্থান করছে একেবারে নিচে। অন্যদিকে হংকং তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। এই অবস্থায় বাংলাদেশের এশিয়া কাপে খেলার সম্ভাবনা কার্যত শেষ।

তবু ক্যাবরেরা দায় এড়িয়ে যাননি, আবার পুরো দায় নিজের কাঁধেও তোলেননি। তিনি বলেন, ‘আমি দায় নিচ্ছি, তবে এটি কেবল আমার নয়—পুরো দলেরও দায় আছে। মূলত দায়টা আমারই।’

তবে ব্যর্থতার মাঝেও আশার সুর শোনালেন স্প্যানিশ এই কোচ। আগামীকাল দুপুরে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে রওনা দেবে। বিদায়ের আগে ক্যাবরেরা বলেন, ‘আমাদের সামনে হংকংয়ের বিপক্ষে আরেকটি সুযোগ আছে। আমরা সেখানে তিন পয়েন্টের জন্যই লড়ব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

১০

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

১১

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

১২

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

১৩

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

১৪

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

১৫

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

১৬

কিউইদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

১৭

ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে : ড. কিবরিয়া

১৮

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, আজই আবেদন করুন

১৯

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল

২০
X